সরকারি এম এম কলেজ,যশোর।
১ম বর্ষ নির্বাচনী পরীক্ষা-২০১৪
বিষয়ঃ প্রাণিবিদ্যা
বিষয় কোডঃ ৩১৫২
কোর্সের নাম – Introduction to Zoology
পূর্ণমান-৮০ সময়-৪ ঘন্টা
ক-বিভাগ-১০
যে কোন ১০টি প্রশ্নের উত্তর দাও। ১০১=১০
১.ক) চার্লস রবার্ট ডারউইন রচিত গ্রন্থটির নাম কি ?
খ) দ্বিপদ নামকরণ পদ্ধতির প্রবর্তক কে ?
গ) পৃথিবী কত বছর পূর্বে সৃষ্টি হয়েছিল ?
ঘ) প্রজাতি কি ?
ঙ) কোষের শক্তিঘর কে ?
চ) বায়োটা বলতে কি বুঝ ?
ছ) অর্গানিজম বলতে কি বুঝ ?
জ) অস্থি কি ?
ঝ) বিবর্তনের সংগা দাও।
ঞ) উঘঅ এর পূর্ণ নাম লিখ।
ট) রক্তচাপ পরিমাপক যন্ত্রের নাম কি ?
ঠ) সাইন্যাপস কি ?
খÑবিভাগ-২০
যে কোন ৫টি প্রশ্নের উত্তর দাও । ৫৪=২০
২. মানব কল্যানে প্রাণিবি‘ান পাঠের প্রয়োজনীয়তা লিখ।
৩. পপুলেশন কি ? এর বৈশিষ্ট্য উল্লেখ কর।
৪. দ্বিপদ নামকরণের নিয়মাবলী লিখ ।
৫. অস্থি ও তরুনাস্থির মধ্যে ৪টি পার্থক্য লিখ।
৬. একটি ক্রোমোজমের চিহ্নিত চিত্র অংকন কর।
৭. লিনিয়ান হায়ারআর্কি কি ? বর্ণনা কর।
৮. সংক্ষেপে কোষ মতবাদ উল্লেখ কর।
৯. ইন্টারনেট ও ইলেক্ট্রনিক মেল সম্পর্কে লিখ।
গÑবিভাগ-৫০
যে কোন ৫টি প্রশ্নের উত্তর দাও। ৫১০=৫০
১০.ক) জীব বৈচিত্র্য কি ?
খ) জীব বৈচিত্র্যের পর্যায়গুলোর বর্ণনা দাও।
১১.ক) বাস্তুবিদ্যা ও বাস্তুতন্ত্রের সংগা দাও।
খ) বাস্তুতন্ত্রের সজীব উপাদানগুলি সম্পর্কে লিখ।
১২.ক) ক্যারিওটাইপ কি ?
খ) উঘঅ এর প্রতিলিপি গঠন বর্ণনা কর।
১৩.ক) যোজক কলার বৈশিষ্ট্যসমূহ উল্লেখ কর।
খ) সিলিয়া ও ফ্ল্যাজেলার পার্থক্য কর।
১৪.ক) ট্যাগ ও ট্যাগিং এর সংগা দাও।
খ) ট্যাগ ব্যবহারের সুবিধা ও অসুবিধাগুলো উল্লেখ কর।
১৫.ক) প্লাজমা মেমব্রেনের ফ্লুয়িড মোজাইক মডেল বর্ণনা কর।
খ) মিয়োসিস কোষ বিভাজনের গুরুত্ব উল্লেখ কর।
১৬.প্রকৃতি থেকে প্রাণী সংগ্রহের বিভিন্ন পদ্ধতি সংক্ষেপে বর্ণনা কর। ১০
১৭.ক) ডাটাবেসের সংগা দাও এবং জীবতাত্ত্বিক তিনটি ডাটাবেসের নাম
লিখ । ২+৩ = ৫
খ) বৈজ্ঞানিক প্রতিবেদন লেখার নিয়মসমূহ উল্লেখ কর। ৫