সরকারি এম এম কলেজ, যশোর।
৩য়বর্ষ নির্বাচনী পরীক্ষা -২০১৪
প্রানিবিদ্যা বিভাগ
কোর্স Ecology
বিষয় কোড ঃ 3173
পূর্ণমান-৮০ সময় – ৪ ঘন্টা
ক – বিভাগ
যেকোন ১০টি প্রশ্নের উত্তর দাও – 10´1=10
১.ক) বাস্তুবিদ্যার সংগা দাও।
খ) Biogenic Salt কি ?
গ) উৎপাদক কারা ?
ঘ) পরজীবিতার সংগা দাও।
ঙ) প¬্যাংকটন বলতে কি বোঝ ?
চ) বায়োমের সংগা দাও।
ছ) বাস্তুতান্ত্রিক অনুক্রম কি ?
জ) ইউফোটিক জোন কি ?
ঝ) বিয়োজক কারা ?
ঞ) জীব ভূ-রাসায়নিক চক্র বলতে কি বোঝ?
ট) ২টি নাইট্রোজেন সংবন্ধনকারী ব্যাকটেরিয়ার নাম লিখ।
ঠ) খাদ্য শৃঙ্খলের সংগা দাও।
খ- বিভাগ
যেকোন ৫টি প্রশ্নের উত্তর দাও – 5´4 = ২০
২. বাস্তুবিদ্যার শাখা সমূহের উলে¬খ কর।
৩. বাস্তুতন্ত্রের সংগাসহ বৈশিষ্ট্যাবলী লিখ।
৪. কার্বনচক্র ও নাইট্রোজেন চক্রের পার্থক্য দেখাও।
৫. সাভানা বায়োম সম্পর্কে টীকা লিখ।
৬. Commensalism এবং Competition সম্পর্কে লিখ।
৭. মরুভূমি বায়োমের বৈশিষ্ট্য সমূহ লিখ।
৮. খাদ্যশৃঙ্খলের প্রকারভেদ উলে¬খ কর।
৯. একটি বাস্তুতন্ত্রের কার্যাবলী লিখ।
গ – বিভাগ
যেকোন ৫টি প্রশ্নের উত্তর দাও – 5´10 = ৫০
১০. তাপমাত্রা, আলো এবং আর্দ্রতা কিভাবে প্রাণী জীবনকে প্রভাবিত
করে -তা উদাহরণসহ লিখ।
১১. বাস্তুতন্ত্র গঠনকারী উপাদান সমূহের বর্ণনা দাও।
১২. প্রকৃতিতে N2 চক্র বর্ণনা কর।
১৩.ক) সামুদ্রিক অঞ্চল বিভাজন বলতে কি বোঝ ? ১
খ) গভীরতার ভিত্তিতে সমুদ্রের অঞ্চল বিভাজন বর্ণনা কর। ৯
১৪. একটি ¯^v`ycvwbi জলাশয়ের বাস্তুতন্ত্র বর্ণনা কর।
১৫. মরুভূমি বায়োমের বৈশিষ্ট্য, জলবায়ু ও জীব বৈচিত্র্যের বর্ণনা দাও।
১৬. পরিবেশে বাস্তুতান্ত্রিক অনুক্রমের কারণ সমূহ উলে¬খ কর।
১৭.ক) মোহনা অঞ্চল অধিক উৎপাদনশীল- ব্যাখ্যা কর। ৫
খ) লোটিক ও লেন্টিক বসতির পার্থক্য দেখাও। ৫