সরকারি এম এম কলেজ, যশোর।
৩য়বর্ষ নির্বাচনী পরীক্ষা -২০১৪
প্রানিবিদ্যা বিভাগ
কোর্স ঃ Genetics & Animal Breeding
বিষয় কোড ঃ 3174
পূর্ণমান-৮০ সময় – ৪ ঘন্টা
ক – বিভাগ
যেকোন ১০টি প্রশ্নের উত্তর দাও – 10´1=10
১.ক) জীনের সংগা দাও।
খ) ভাইরাল জেনেটিক্স কি ?
গ) মিউটেশন কি ?
ঘ) জেনেটিক কোড কি ?
ঙ) পি¬ওট্রপিজম কি ?
চ) এপিস্ট্যাসিস কি ?
ছ) জীনথেরাপি কি ?
জ) ইউজেনিক্স কি ?
ঝ) হাইব্রিডাইজেশন কি ?
ঞ) ABO রক্তগ্রুপ কি ?
ট) জেনোটাইপ বলতে কি বোঝ ?
ঠ) ইরাইথ্রোব¬াস্টোসিস ফিটালিস কি ?
খ – বিভাগ
যেকোন ৫টি প্রশ্নের উত্তর দাও – 5´4 = ২০
২. মনোহাইব্রিড ক্রসের ক্ষেত্রে ব্যতিক্রম হিসাবে ২ঃ১ প্রপঞ্চটি ব্যাখ্যা কর।
৩. ইনব্রিডিং ও আউট ব্রিডিং এর পার্থক্য দেখাও।
৪. মালটিপল অ্যালিলের ৪টি বৈশিষ্ট্য লিখ।
৫. Rh ফাক্টরের গুরুত্ব লিখ।
৬. ক্রসিং ওভারের সংগাসহ বৈশিষ্ট্যগুলি উলে¬খ কর।
৭. Mutation এর গুরুত্ব লিখ।
৮. লিঙ্গ সংযোজিত ও লিঙ্গ প্রভাবিত বৈশিষ্ট্য বলতে কি বোঝ। ২+২=৪
৯. Gene theraphy সম্পর্কে লিখ।
গ – বিভাগ
যেকোন ৫টি প্রশ্নের উত্তর দাও – 5´10 = ৫০
১০. মেন্ডেলের সূত্রের ক্ষেত্রে ৯ঃ৭ প্রপঞ্চটি ব্যাখ্যা কর। ১০
১১. ক) লিঙ্গ নির্ধারণ কি ? ZZ-ZO লিঙ্গ নির্ধারণ পদ্ধতি লিখ। ৫
খ) রোজ ঝুটি সম্পন্ন একটি মোরগের সাথে ওয়ালটন ঝুটি বিশিষ্ট একটি মুরগীর
ক্রসে 3/8 ওয়ালনট, 3/8 রোজ, 1/8 পী এর 1/8 সিঙ্গেল ঝুটি সম্পন্ন
মুরগীর ছানা পাওয়া গেল। প্যারেন্টের জেনোটাইপ কি ? ৫
১২. মানুষের ৪টি মেন্ডেলিয়ান বৈশিষ্ট্য লিখ ও যেকোন ১টির বংশগতি বর্ণনা কর। ১০
১৩. ক্রোমোসোমাল অ্যাবারেশন কি ? ক্রোমোসোমের সংখ্যাগত পরিবতর্ন দ্বারা
কিভাবে মিউটেশন হয়, বর্ণনা কর। ২+৮=১০
১৪. লিংকেজ কি ? সম্পূর্ণ লিংকেজের বর্ণনা দাও। ১০
১৫. পশু প্রজনন পদ্ধতিসমূহের বর্ণনা দাও। Out breeding এর সুবিধা ও অসুবিধা
লিখ। ৪+৬=১০
১৬.ক) লিঙ্গ নির্ধারণে হরমোনের ভূমিকা লিখ। ৫
খ) লাল সবুজ বর্ণান্ধ এক ভদ্রলোকের সহোদর ভ্রাতা ¯^vfvweK দৃষ্টি সম্পন্ন ও ভগ্নি
বর্নান্ধ। তাদের পিতামাতার জেনোটাইপ নির্ণয় কর এবং উক্ত পিতামাতার
¯^vfvweK কন্যা সন্তানের জন্ম দেবার সম্ভাবনা কতটুকু ? ৫
১৭.ক) হার্ডি ওয়াইন বার্গ সূত্র প্রতিপাদন কর। ৬
খ) PTC লবণটির ¯^v` কারো কাছে তিক্ত। কোন পপুলেশনে ¯^v` গ্রহণে সমর্থ
লোকের সংগা ৭০% । এই পপুলেশনে অ্যালেল ফ্রিকুয়েন্সি এবং ফেনোটাইপ
ফ্রিকুয়েন্সি নির্ণয় কর।