সরকারি এম এম কলেজ, যশোর।
৩য়বর্ষ নির্বাচনী পরীক্ষা -২০১৪
প্রানিবিদ্যা বিভাগ
কোর্স ঃ Developmental Biology & Ethology
বিষয় কোড ঃ 3175
পূর্ণমান-৮০ সময় – ৪ ঘন্টা
ক – বিভাগ
যেকোন ১০টি প্রশ্নের উত্তর দাও – 10´1=10
১.ক) স্পার্মিওজেনেসিস কাকে বলে ?
খ) শুক্রানুর কয়টি অংশ ও কি কি ?
গ) মাইক্রোপাইল কি ?
ঘ) কোন ধরনের ডিমে কুসুম থাকে না ?
ঙ) বহি:নিষেক কোন কোন প্রাণীর ঘটে ?
চ) সর্পিল ক্লিভেজ কাকে বলে ?
ছ) এপিবলি কি ?
জ) স্নায়ুতন্ত্র ভ্রুণীয় কোন সতর থেকে উৎপন্ন হয়।
ঝ) Neanthes এর লার্ভার নাম কি ?
ঞ) ব্যাঙের লার্ভা কি নামে পরিচিত ?
ট) ভ্রুণবহির্ভূত পর্দাগুলো কি কি ?
ঠ) কুসুম থলির কাজ কি কি ?
খ- বিভাগ- ২০
যেকোন ৫টি প্রশ্নের উত্তর দাও – 5´4 = ২০
২. ক্লিভেজ কাকে বলে ? এর বৈশিষ্ট্য লিখ।
৩. অমরার ৪টি কাজ লিখ।
৪. ডিমের শ্রেণিবিভাগ কর।
৫.স্পার্মাটোজেনেসিস ও উওজেনেসিস এর ৪টি পার্থক্য লিখ।
৬. ব্যাঙাচীর বৈশিষ্ট্য লিখ।
৭.শিক্ষণ আচরনের বৈশিষ্ট্য সমূহ লিখ।
৮. প্রতিবর্ত ক্রিয়ার বর্ণনা দাও।
৯. পেক অর্ডার কি ? বর্ণনা কর। ।
গ – বিভাগ
যেকোন ৫টি প্রশ্নের উত্তর দাও – 5´10 = ৫০
১০. স্পার্মাটোজেনেসিস প্রক্রিয়ার বর্ণনা দাও।
১১. নিষেক কি ? নিষেককরণ পদ্ধতি বর্ণনা কর।
১২. Branchiostoma র ৫ জোড়া সিলোমিক থলি পর্যন্ত ভ্রুণীয়
পরিস্ফুটন বর্ণনা কর।
১৩. Gallus এর ভ্রুণবহির্ভূত পর্দা সমূহের উৎপত্তি গঠন ও কাজ লিখ।
১৪. কুসুমবস্তু ক্লিভেজকে প্রভাবিত করে – ব্যাখ্যা কর।
১৫. প্রাণীর যৌনআচরণ ও মাতৃস্নেহ আচরণে হরমোনের প্রভাব বর্ণনা
কর।
১৬. উভচরের অপত্য লালন বর্ণনা কর।
১৭.ক) অ্যালট্রুজম কি ? ব্যাখ্যা কর। ৫
খ) জৈবঘড়ি/ডায়াপজ – ব্যাখ্যা কর।