সরকারি এম এম কলেজ,যশোর।
১ম বর্ষ নির্বাচনী পরীক্ষা-২০১৩
প্রাণিবিদ্যা
কোর্সের নাম -Introduction to Zoology
পূর্ণমান-৮০ সময়-৪ ঘন্টা
ক-বিভাগ-১০
যে কোন ১০টি প্রশ্নের উত্তর `vI-101=10
১.ক) প্রজাতি কাকে বলে ?
খ) বাস্তুতন্ত্রের সজিব উপাদান গুলো কি কি ?
গ) কলা কাকে বলে ?
ঘ) মেসোডার্ম থেকে কোন কোন তন্ত্র উৎপত্তি লাভ
করে ?
ঙ) ৫ রাজ্য শ্রেণিবিন্যাসের প্রবর্তক কে ?
চ) শ্রেণিবিন্যাসের সর্বনিু ধাপ কোনটি ?
ছ) মাইটোকন্ড্রিযার দুইটি কাজ লিখ ।
জ) নমুনা সংগ্রহে ২ প্রকার জালের নাম লিখ।
ঝ) The Origin of Species by means of
Natural selection’ ধারনাটি কার দেওয়া ?
ঞ) কোষচক্রের পর্যায়গুলি কি কি ?
ট) মেরিষ্টিক বৈশিষ্ট্য কাকে বলে ?
ঠ) কম্পিউটার ভাইরাস কি ?
খ- বিভাগ-২০
যে কোন ৫টি প্রুের উত্তর দাও- 54 =২০
২. সমপ্রদায় বলিতে কি বুঝ ? ব্যাখ্যা কর ।
৩. কোষ কাকে বলে ? কোষ মতবাদটি লিখ ।
৪.মাইটোসিস ও মিয়োসিস কোষ বিভাজনের সংগাসহ
পার্থক্য লিখ।
৫. প্রতিসাম্যতা বলিতে কি বুঝ ? বিভিন্ন প্রকার
প্রতিসাম্যতার সংগা ও উদাহরণ দাও।
৬.সিলোম কাকে বলে ? সিলোমের শ্রেণিবিভাগ কর ।
৭. Protostomia ও Deuterostomia র ৪টি পার্থক্য লিখ।
৮.ফণা ও বায়োটা বলিতে কি বুঝ ?
৯. টীকা লিখঃ বায়োস্ফিয়ার
গ-বিভাগ- ৫০
যে কোন ৫টি প্রশ্নের উত্তর দাও – 510 =৫০
১০.জীববৈচিত্র্যর সংগা দাও ও গুরুত্ব লিখ ? ২+৮=১০
১১.ক্রোমোজোম কাকে বলে ? চিত্রসহ এর গঠন ও কাজ
লিখ ? ২+৫+৩=১০
১২.প্লাজমা পর্দা কাকে বলে ? প্লাজমা পর্দার গঠন সংক্রান্ত
তরল মোজাইক মডেল চিত্রসহ বর্ণনা কর।প্লাজমা পর্দার
কাজ লিখ ? ২+৬+২=১০
১৩. প্রাণীর মেটামেরিজম ও ট্যাগমাটাইজেশন বর্ণনা কর ।
৫+৫=১০
১৪.লিনিয়াসের পদ সোপানের বর্ণনা কর। ১০
১৫.নমুনা সংরক্ষনের পদ্ধতিগুলি বর্ণনা কর। ১০
১৬. বর্ণনা কর ঃ ৫+৫=১০
ক) ডাটাবেজ
খ) বায়োলজিক্যাল সফটওয়ার
১৭.কোষচক্রের বর্ণনা দাও। ১০