সরকারি এম এম কলেজ, যশোর।
৩য়বর্ষ নির্বাচনী পরীক্ষা -২০১২
প্রানিবিদ্যা বিভাগ
কোর্স ঃ Evolution, Palaeontology & Zoogeography
বিষয় কোড ঃ 3131
পূর্ণমান-৮০ সময় – ৪ ঘন্টা
ক – বিভাগ
যেকোন ১০টি প্রশ্নের উত্তর দাও – 10´1=10
১। ক) ডারউইন এর তত্ত্বের নাম কি ?
খ) ল্যামার্ক এর গ্রন্থটির নাম লিখ?
গ) মানবদেহের ২টি নিষ্ক্রিয় অঙ্গের নাম লিখ।
ঘ) ২টি মহাযুগের নাম লিখ।
ঙ) একটি জীবন্ত জীবাশ্মের নাম লিখ।
চ) সমসংস্থ অংগ কি ?
ছ) একটি মহাদেশীয় দ্বীপের নাম লিখ।
জ) এন্ডেমিক প্রাণী কাকে বলে ?
ঝ) পৃথিবীতে কয়টি বড় প্লেট রয়েছে ?
ঞ) গন্ডোয়ানা ল্যান্ড এর অন্তর্গত কোন কোন মহাদেশ ?
ট) অর্ধজীবন কি ?
ঠ) বাংলাদেশ কোন প্রানিভূগোল অঞ্চলের অন্তর্গত ?
খ – বিভাগ
যেকোন ৫টি প্রশ্নের উত্তর দাও – 5´4 = ২০
২. ডারউইনবাদ ও ল্যামার্কবাদ এর ৪টি পার্থক্য লিখ।
৩. ল্যামার্ক তত্ত্বের সীমাবদ্ধতা লিখ ।
৪. জীবাশ্ম ও জীবন্ত জীবাশ্ম বলিতে কি বুঝ ?
৫.মেসোজোয়িক ও সিনোজোয়িক মহাযুগের যুগ সমূহের উল্লেখ কর।
৬. অস্ট্রেলিয়ান অঞ্চলের ৪টি প্রানীর বৈজ্ঞানিক নাম লিখ ।
৭. নিওট্রপিক্যাল অঞ্চলকে পক্ষিকুলের মহাদেশ বলা হয় কেন ?
৮. টীকা লিখ – গ্যালাপাগোস দ্বীপপুঞ্জ বা নিয়ানডারথ্যাল মানব।
গ – বিভাগ
যেকোন ৫টি প্রশ্নের উত্তর দাও – 5´10 = ৫০
৯. ল্যামার্কের সূত্রগুলি লিখ ও উদাহরনসহ ব্যাখ্যা কর।
১০. বিবর্তনের সংশ্লেষতত্ত্ব (Synthetic theory) ব্যাখ্যা কর।
১১. জৈব অভিব্যক্তি বলিতে কি বুঝ ? বিবর্তনের অঙ্গসংস্থানিক প্রমাণ
দাও।
১২. হাতির প্রত্নতাত্ত্বিক ইতিহাস বর্ণনা কর।
১৩. মহীসঞ্চালন মতবাদ কি ? ওয়েগনারের মহীসঞ্চালন মতবাদটি
ব্যাখ্যা কর।
১৪. প্রাণিবিস্তার Pleistocene হিমবাহের ভূমিকা বর্ণনা কর।
১৫. ইথিওপিয়ান অঞ্চলের সীমানা ও প্রাণিকুলের বর্ণনা দাও।
১৬.ক) প্রাণির বিচ্ছিন্ন বিস্তার কি ? ২
খ) পৃথিবীতে প্রাণিকুলের বিস্তারে জৈবিক প্রতিবন্ধকগুলির ভূমিকা
আলোচনা কর। ৮