Ecology বিষয় কোড: 3173

প্রাণিবিদ্যা বিভাগ

কোর্স ঃ Ecology   বিষয় কোড ঃ 3173

পূর্ণমান-৮০                                                            সময় – ৪ ঘন্টা

ক – বিভাগ

যেকোন ১০টি প্রশ্নের উত্তর দাও –  10´1=10

১.ক) পরিবেশ বলতে কি বুঝ ?

খ) Autecology এর সংগা দাও ?

গ) খাদ্য জালিকা বলতে কি বুঝ ?

ঘ)  জীব সমপ্রদায় কি ?

ঙ) ইমপাউণ্ডম্যান্ট কি ?

চ) Parasitism বলতে কি বুঝ ?

ছ) বায়োম এর সংগা দাও।

জ) ইউট্রিফিকেশন কি ?

ঝ) মোহনা কি ?

ঞ) বেনথোস বলতে কি বুঝ ?

ট) হাইড্রোসেরি কি ?

ঠ) ইকোটাইপ কি ?

খ – বিভাগ

যেকোন ৫টি প্রশ্নের উত্তর দাও – 5´4 = ২০

২. বাস্তুতন্ত্রের সংগাসহ বাস্তুতন্ত্রের বৈশিষ্ট্য সমূহ লিখ।

৩. সহযোগিতা এবং প্রতিযোগিতার পার্থক্য কর।

৪. বাস্তুতান্ত্রিক অনুক্রমের সংগাসহ বাস্তুতান্ত্রিক অনুক্রমের প্রকারভেদ

লিখ।

৫.পরিবেশের সাথে Predation অথবা Mutualism এর সম্পর্ক

নির্ণয় কর।

৬. তৃণভূমি ও তুন্দ্রা বায়োমের পার্থক্য দেখাও ।

৭. ধনাত্মক আন্ত:ক্রিয়ার উদাহরনসহ বর্ণনা দাও।

৮. ম্যানগ্রোভ বনভূমির বৈশিষ্ট্য সমূহ উল্লেখ কর।

৯. কার্বনচক্র ও নাইট্রোজেন চক্রের পার্থক্য নির্ণয় কর।

গ – বিভাগ

যেকোন ৫টি প্রশ্নের উত্তর দাও – 5´10 = ৫০

১০.ক) বাস্তুবিদ্যা কাকে বলে ?                                        ১

খ) বাস্তুবিদ্যা পাঠের তাত্ত্বিক ও ব্যবহারিক কার্যপরিসর উল্লেখ

কর।                                                            ৯

১১. একটি স্থলজ বাস্তুতন্ত্রের সজীব উপাদান সমূহ বর্ণনা কর।    ১০

১২.ক) জীব ভূ-রাসায়নিক চক্রের সংগা দাও।                        ২

খ) প্রকৃতিতে নাইট্রোজেন চক্রের বর্ণনা দাও।                   ৮

১৩.ক) সামুদ্রিক বাস্তুতন্ত্রের ভৌত রাসায়নিক বৈশিষ্ট্য উল্লেখ কর।  ৫

খ) বাস্তুতন্ত্রে শক্তি কিভাবে প্রভাহিত হয় ?                       ৫

১৪.ক) বাস্তুতান্ত্রিক অনুক্রম কি ?                                      ২

খ) প্রকৃতিতে অনুক্রমের মাধ্যমে কিভাবে চূড়ান্ত সমপ্রদায়ের

আবির্ভাব ঘটে ?                                                ৮

১৫. উদ্ভিদ ও প্রাণী সমপ্রদায়ের একটি আদর্শ পর্যায়ক্রমিক পরিবর্তন

বর্ণনা কর।                                                      ১০

১৬.ক) পৃথিবীর প্রধান বায়োমগুলির নাম লিখ ।                     ৩

খ) তৃণভূমি বায়োমের বৈশিষ্ট্যসহ জীবসমপ্রদায়ের বর্ণনা দাও। ৭

১৭.ক) খাদ্যশৃঙ্খলের সংগাসহ প্রকারভেদ লিখ।                    ৪

খ) একটি গ্রেজিং খাদ্যশৃঙ্খলের বর্ণনা দাও।                    ৬

 




About ইমরান

ইমরান হোসেন। প্রশ্ন ব্যাংক এর এডমিন, প্রতিযোগীতার এই যুগে পড়াশুনা হয়ে উঠুক অনলাইন ভিত্তিক। আপনাদের দোয়া ও সহয়োগীতা একান্ত কাম্য।

Check Also

Genetics & Animal Breeding

সরকারি এম এম কলেজ, যশোর। ৩য়বর্ষ নির্বাচনী পরীক্ষা -২০১২ প্রানিবিদ্যা বিভাগ কোর্স ঃ Genetics & …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook