২য়বর্ষ নির্বাচনী পরীক্ষা -২০১৩
প্রাণিবিদ্যা বিভাগ
বিষয়: (Comparative Anatomy : Protozoa,non-chordates & chordates)
বিষয় কোডঃ 3163
পূর্ণমান-৮০ সময়: ৪ ঘন্টা
ক-বিভাগ
যেকোন ১০টি প্রশ্নের উত্তর দাও। 10×1=10
১.ক) পেলিকল কি ?
খ) পেডিসিলারী বলতে কি বুঝ ?
গ) অসকুল্যাম কি ?
ঘ) জনুক্রম কাকে বলে ?
ঙ) ডাইজেনেটিক প্রানি বলতে কি বুঝ ?
চ) ফ্লেমসেল বা শিখাকোষ কোন পর্বের প্রানিতে দেখা যায় ?
ছ) Arthropoda পর্বের একটি জীবন্ত জীবাশ্মের নাম লিখ।
জ) বাইরেমাস উপাঙ্গ কি ?
ঝ) কমিশিউর কাকে বলে ?
ঞ) আজ্ঞাবহ ্লায়ু কাকে বলে ?
ট) নিউরন কি ?
ঠ) মানুষের কত জোড়া করোটিকা ্লায়ু থাকে ?
খ-বিভাগ
যেকোন ৫টি প্রশ্নের উত্তর দাও। 5×4=20
2.Protozoa এর চলন অঙ্গানুসমূহের শ্রেণীবিন্যাসগত গুরুত্ব লিখ।
৩. Platyhelminthes পর্বের প্রানিদের জীবনে আসঞ্জন অঙ্গের গুরুত্ব উল্লেখ কর।
৪. পলিপ ও মেডুসার মধ্যে পার্থক্য লিখ।
৫. Porifera প্রানিদের কোয়ানোসাইট কোষের বর্ণনা দাও।
৬. পালক কি ? একটি আদর্শ পালকের গঠন বর্ণনা কর।
৭. সেন্ট্রামের গঠনের উপর ভিত্তি করে কশেরুকার শ্রেনিবিন্যাস কর।
৮. উলফিয়ান বা মূলারিয়ান বাহিকা সম্পর্কে লিখ।
৯. স্যাক্রাম ও সিনস্যাক্রামের মধ্যে পার্থক্য লিখ।
গ-বিভাগ
যেকোন ৫টি প্রশ্নের উত্তর দাও। 10×5=50
১০. স্পিকিউল কি ? স্পঞ্জদেহে প্রাপ্ত বিভিন্ন প্রকার স্পিকিউলের বর্ণনা দাও।
১১. বিভিন্ন প্রকার প্রবাল প্রাচীরের বর্ণনা দাও।
১২. Annelida পর্বের প্রানিদের খন্ডকীয় অঙ্গের বর্ণনা দাও।
১৩. Echinodermata পর্বের প্রানিতে বিদ্যমান পানি সংবহন তন্ত্রের বর্ণনা দাও।
১৪. Mollusca পর্বের প্রানিদের পদের অভিযোজনিক রূপান্তর বর্ণনা দাও।
১৫. অ্যামনিওটসদের অগ্রপদ ও পশ্চাৎপদের তুলনামূলক বর্ণনা দাও।
১৬. মেরুদন্ডী প্রানিদের বৃক্কের তুলনামূলক বর্ণনা দাও।
১৭. সরীসৃপ, পাখি এবং স্তন্যপায়ী প্রানিদের হৃদপিন্ডের তুলনামূলক বর্ণনা দাও।