Biostatistics and Research Methodology

সরকারি এম এম কলেজ,যশোর

৪র্থ বর্ষ ইনকোর্স পরীক্ষা ২০১৪

প্রানিবিদ্যা বিভাগ

Biostatistics and Research Methodology

বিষয় কোড 3143

পূর্ণমানঃ ১৫                     সময়ঃ ৪৫মি:

ক-বিভাগ = ৭

১.যেকোন ৭টি প্রশ্নের উত্তর দাও। 7´1=07

ক) পপুলেশন কাকে বলে ?

খ) ৫% সংশয় মাত্রা কী?

গ) আয়তলেখ কাকে বলে ?

ঘ) দৈবচয়িত নমুনায়ন কাকে বলে ?

ঙ) জীব পরিসংখ্যান কাকে বলে?

চ) গবেষণা কাকে বলে?

ছ) Interpretation কাকে বলে?

জ) LAN এর পূর্ণরূপ লিখ ।

S)E- resource কী ?

ঞ) তথ্যমূলক প্রতিবেদন কাকে বলে?

যেকোন ২টি প্রশ্নের উত্তর দাও। 4×2=8

২.গড় ও মধ্যমার মধ্যে পার্থক্য লিখ ।

৩.একটি কারখানার ৩০০ জন শ্রমিকের মাসিক আয়ের পরিসংখ্যান নিুরূপ। এ পরিসংখ্যান থেকে সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় কর।

মাসিক আয় (টাকায়) শ্রমিক সংখ্যা
১০০-১১০ ১৬
১১০-১২০ ২৪
১২০-১৩০ ৫৯
১৩০-১৪০ ১০০
১৪০-১৫০ ৪১
১৫০-১৬০ ৩১
১৬০-১৭০ ১৯
১৭০-১৮০ ১০

৪.গবেষণা সমস্যা নির্বাচনে গবেষকের কি কি পদক্ষেপ নেওয়া উচিত ?

৫.উত্তম গবেষণার ৪টি বৈশিষ্ট লিখ।

 

 

 

 

 

 




About ইমরান

ইমরান হোসেন। প্রশ্ন ব্যাংক এর এডমিন, প্রতিযোগীতার এই যুগে পড়াশুনা হয়ে উঠুক অনলাইন ভিত্তিক। আপনাদের দোয়া ও সহয়োগীতা একান্ত কাম্য।

Check Also

Parasitology 3186

প্রাণিবিদ্যা [নতুন সিলেবাস অনুযায়ী] বিষয় কোডঃ ৩১৮৬ Parasitology ক বিভাগ যে কোনো দশটি প্রশ্নের উত্তর …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook