59
সরকারি এম এম কলেজ,যশোর।
৪র্থ বর্ষ ইনকোর্স পরীক্ষা– ২০১৪
প্রানিবিদ্যা বিভাগ
Biostatistics and Research Methodology
বিষয় কোড ঃ 3143
পূর্ণমানঃ ১৫ সময়ঃ ৪৫মি:
ক-বিভাগ = ৭
১.যেকোন ৭টি প্রশ্নের উত্তর দাও। 7´1=07
ক) পপুলেশন কাকে বলে ?
খ) ৫% সংশয় মাত্রা কী?
গ) আয়তলেখ কাকে বলে ?
ঘ) দৈবচয়িত নমুনায়ন কাকে বলে ?
ঙ) জীব পরিসংখ্যান কাকে বলে?
চ) গবেষণা কাকে বলে?
ছ) Interpretation কাকে বলে?
জ) LAN এর পূর্ণরূপ লিখ ।
S)E- resource কী ?
ঞ) তথ্যমূলক প্রতিবেদন কাকে বলে?
যেকোন ২টি প্রশ্নের উত্তর দাও। 4×2=8
২.গড় ও মধ্যমার মধ্যে পার্থক্য লিখ ।
৩.একটি কারখানার ৩০০ জন শ্রমিকের মাসিক আয়ের পরিসংখ্যান নিুরূপ। এ পরিসংখ্যান থেকে সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় কর।
| মাসিক আয় (টাকায়) | শ্রমিক সংখ্যা |
| ১০০-১১০ | ১৬ |
| ১১০-১২০ | ২৪ |
| ১২০-১৩০ | ৫৯ |
| ১৩০-১৪০ | ১০০ |
| ১৪০-১৫০ | ৪১ |
| ১৫০-১৬০ | ৩১ |
| ১৬০-১৭০ | ১৯ |
| ১৭০-১৮০ | ১০ |
৪.গবেষণা সমস্যা নির্বাচনে গবেষকের কি কি পদক্ষেপ নেওয়া উচিত ?
৫.উত্তম গবেষণার ৪টি বৈশিষ্ট লিখ।
