Home অনার্স Systematics,Demography and FamilyPlanning

Systematics,Demography and FamilyPlanning

by admin

সরকারি এম এম কলেজ, যশোর।

৩য়বর্ষ নির্বাচনী পরীক্ষা -২০১৩

প্রাণিবিদ্যা বিভাগ

কোর্স ঃ Systematics,Demography and FamilyPlanning

বিষয় কোড ঃ 3177

পূর্ণমান-৮০                                                            সময় – ৪ ঘন্টা

ক – বিভাগ

যেকোন ১০টি প্রশ্নের উত্তর দাও – 10´1=10

১.ক) নব্য সিস্টেমেটিক্স এর সংগা দাও।

খ) ICZN- এর পূর্ণরূপ লিখ ।

গ) সিমপ্যাট্রিক প্রজাতি বলতে কি বুঝ ?

ঘ) প্যারাটাইপের সংগা দাও।

ঙ) অ্যাবসোলিউট বৃদ্ধিহার বলতে কি বুঝ ?

চ) Demographic yearbook কী ?

ছ) জন্ম নিয়ন্ত্রণ কি ?

জ) জন্ম নিয়ন্ত্রণের ২টি মূলনীতি উল্লেখ কর।

ঝ) জনসংখ্যা বৃদ্ধির ঘনত্ব নির্ভর নিয়ামকের সংগা দাও ।

ঞ) জনসংখ্যা নীতি কাকে বলে ?

ট) জনসংখ্যা নিয়ন্ত্রণে ২টি স্থায়ী পদ্ধতির নাম লিখ।

ঠ) স্থুল জন্মহার কাকে বলে ?

খ – বিভাগ

যেকোন ৫টি প্রশ্নের উত্তর দাও – 5´4 = ২০

২. প্রজাতির সংগাসহ Mayr প্রদত্ত প্রজাতির বৈশিষ্ট্যসমূহ লিখ।

৩. পুরাতন ও নব্য Systematics এর সংগাসহ পার্থক্য লিখ।

৪. সুনির্দিষ্ট উদাহরণসহ সমনাম ও প্রতিনাম ব্যাখ্যা কর।

৫.অগ্রাধিকার আইনের সংগা দাও এবং কিকি পরিস্থিতিতে অগ্রাধিকার

আইন বৈজ্ঞানিক নাম পরিবর্তনের অনুমোদন দেয় বর্ণনা কর।

৬. শ্রেণীবিন্যাসীয় যোজকের সংগা দাও এবং বৈশিষ্ট্যসমূহ উল্লেখ

কর।

৭. জনবিজ্ঞান পাঠের গুরুত্ব আলোচনা কর।

৮. বাংলাদেশে পরিবার পরিকল্পনার প্রতিবন্ধকতা গুলো কি কি ?

৯. পরিবার পরিকল্পনা ও জন্মনিয়ন্ত্রণের মধ্যে পার্থক্য লিখ।

গ – বিভাগ

যেকোন ৫টি প্রশ্নের উত্তর দাও – 5´10 = ৫০

১০. উপপ্রজাতির সংগা দাও। বিভিন্ন প্রকার উপপ্রজাতির বর্ণনা কর।

১১. ICZN অনুসারে প্রাণী নামকরণের নিয়মাবলী উল্লেখ কর।

১২. দ্ব্যগ্র বন্ধনী যোজকের সংগা, বৈশিষ্ট্য ও উদাহরণ দাও ।

১৩. Demographic yearbook -G ১৯৪৮ সালে বর্ণিত মূল

বিষয়গুলো উল্লেখ কর।

১৪. জন্ম নিয়ন্ত্রণের ¯^í‡gqv`x ও দীর্ঘমেয়াদী অস্থায়ী পদ্ধতি সমূহের

বর্ণনা দাও।

১৫. জনসংখ্যা বৃদ্ধিরোধে বাংলাদেশ সরকার কর্র্তৃক গৃহীত ব্যবস্থা

সমূহের উল্লেখ কর।

১৬. সমলোচনাসহ কাম্য জনসংখ্যাতত্ত্ব আলোচনা কর।

১৭. জনবিজ্ঞানের ক্রমবিকাশের ধারা সংক্ষেপে আলোচনা কর।

 

You may also like

Leave a Comment