Genetic Engineering and Biotechnology

প্রাণিবিদ্যা
[নতুন সিলেবাস অনুযায়ী]
বিষয় কোডঃ ৩১৮৩
Genetic Engineering and Biotechnology
ক বিভাগ
Genetic Engineering
যে কোনো আটটি প্রশ্নের উত্তর দাও ৮*১=৮
১। (ক) master Moleculer কি?
(খ) Tranfection বলতে কী বুঝ?
(গ) Interferon এর কাজ কি?
(ঘ) প্লাজমিড কি?
(ঙ) YAC এর পূর্ণরূপ কি?
(চ) জেনেটিক কোড বলতে কি বুঝ?
(ছ)Primer কাকে বলে?
(জ) মাইক্রোইনজেকশন কি?
(ঝ) pBR-322 কি?
(ঞ) HGP বলতে কি বুঝ?
খ বিভাগ
যে কোন ৩টি প্রশ্নের উত্তর দাও ৮*৩= ১২
২। রিপ্লিকেশন ও ট্রান্সক্রিপশন এর মধ্যে পার্থক্য কর।
৩। ভেক্টরের বৈশিষ্ট্যগুলো লেখ।
৪। শটগান ক্লোনিং ও cDNA ক্লোনিং বলতে কি বুঝ।
৫। চিকিৎসাক্ষেত্রে জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর প্রয়োগ উল্লেখ কর।
৬। ট্রান্সজেনিক প্রানীর সঙ্গে ক্লোন প্রানীর তুলনা কর।
গ বিভাগ
যে কোন দুইটি ১০*২=২০
৭। (ক) রিকম্বিনেন্ট DNA প্রযুক্তি বলতে কি বুঝ।
(খ)রিকম্বিনেন্ট DNA প্রযুক্তিতে ব্যবহৃত এনজাইমের বর্ণনা দাও।
৮। কাঙ্খিত জিন অহরণ পদ্ধতি বর্ণনা কর।
৯। Cloed জীন সনাক্তকরণের পদ্ধতিগুলোর নাম লিখ এবং যেয কোন ১ টির বর্ণনা কর।
১০। জীন প্রকৌশলকৃতEscherichia coli থেকে ইনসুলন উৎপাদন প্রক্রিয়া বর্ণনা কর।

ক বিভাগ
Biotechnology মান ৪০
যে কোনো আটটি প্রশ্নের উত্তর দাও ৮*১=৮
১১। (ক) GMO কি?
(খ) ICGEB পূর্ণরূপ কি ?
(গ)এন্টিবায়োটিক বলতে কি বুঝ?
(ঘ)বায়োফার্টিলাইজার কি?
(ঙ)ফিঙ্গারপ্রিন্টং কাকে বলে?
(চ) প্রাইমারী মেটাবোলাইট এর ২টি উদাহারণ দাও?
(ছ) গাজন কি?
(জ) মনোক্লেনাল এন্টিবডি বলতে কি বুঝ?
(ঝ) জিনোমিক্স কি?
(ঞ) এক কোষী প্রোটিন বলতে কি বুঝ?
খ বিভাগ
যে কোন ৩টি প্রশ্নের উত্তর দাও ৪*৩=১২
১২। এনজাইম উৎপাদনকারী চারটি অনুজীব এবং তার সৃষ্ট এনজাইম এর নাম লিখ।
১৩। এন্টিবায়োটিকস এর চিকিৎসা বহির্ভুত ব্যবহার উল্লেখ কর।
১৪ Poison ও Toxin এর মধ্যে পার্থক্য লিখ।
১৫। বায়োসেনসর কি? এর ব্যবহার আলোচনা কর।
১৬। ভ্যাকসিন কি? তিনটি ভ্যাকসিনের নাম লিখ।
গ বিভাগ
যে কোন দুইটি প্রশ্নের উত্তর লিখ ১০*২=২০
১৭। ইস্ট ক্লোনিং বলতে কি বুঝ? খাদ্যশিল্পে রিকম্বিনেন্ট DNA এর ভূমিকা লিখ।
১৮। এনজাইম ইমবিলাইজেশন কি? এর পদ্ধতি বর্ণনা কর।
১৯। অণুজীব নির্বাচন, বাছাইকরণ এবং উন্নয়ঙন পদ্ধতি সংক্ষেপে বর্ণনা কর।
২০। এন্টিবায়োটিক প্রতিরোধ বলতে কি বুঝ? এটি প্রনিরোধে জিনগত নিয়ন্ত্রন বর্ণনা কর।




About ইমরান

ইমরান হোসেন। প্রশ্ন ব্যাংক এর এডমিন, প্রতিযোগীতার এই যুগে পড়াশুনা হয়ে উঠুক অনলাইন ভিত্তিক। আপনাদের দোয়া ও সহয়োগীতা একান্ত কাম্য।

Check Also

Parasitology 3186

প্রাণিবিদ্যা [নতুন সিলেবাস অনুযায়ী] বিষয় কোডঃ ৩১৮৬ Parasitology ক বিভাগ যে কোনো দশটি প্রশ্নের উত্তর …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook