প্রাণিবিদ্যা পরীক্ষা ২০১৪
বিষয় কোডঃ ৩১৮৫
Microbiology and Radiation Biology
Microbiology
ক বিভাগ
যে কোনো আটটি প্রশ্নের উত্তর দাও ৮*১=৮
১। অনুজীব কি?
২। অ্যাট্রাইকাস বলতে কি বুঝ?
৩। মাইকোপ্লাজমা বলতে কি বুঝ।
৪। HIV এর পূর্ণরূপ কি?
৫। প্রিয়ন?
৬। Capsid কি?
৭। লাইসোজেনিক চক্র কি?
৮। অ্র্যামোনিফিকেশন কাকে বলে?
৯। কলেরা রোগের জীবানুর নাম কি?
১০। গ্রাম পজের্টিভ ব্যকটেরিয়া বলতে কি বুঝ?
খ বিভাগ
যে কোনো তিনটি প্রশ্নের উত্তর দাও ৩*৪=১২
২। ধনুষ্টংকার রোগের জন্য দায়ী জীবানুর নাম, রোগের লক্ষন, চিকিৎসা পদ্ধতি লিখ?
৩। ফ্লাজেলা ও পিলির মধ্যে পার্থক্য লিখ?
৪। মানুষের রোগ সৃষ্টিতে রিকেটশিয়ার ভূমিকা বর্ণনা কর?
৫।অ্যাক্টিনোমাইসিটিস এর অর্থনৈতিক গুরুত্ব লিখ?
৬। শিল্পক্ষেত্রে অণুজীবের ভূমিকা সংক্ষেপে আলোচনা কর?
গ বিভাগ
যে কোনো দুইটি প্রশ্নের উত্তর দাও ১০*২=২০
৭। জৈব ভূ-রাসায়নিক চক্র কি? নাইট্রোজেন চক্রের বর্ণনা দাও।
৮। পাচটি ভাইরাসঘটিত রোগের নাম, লক্ষণ, সংক্রমন পদ্ধতি এবং প্রতিকার লিখ।
৯। মাটির উর্বরতা বৃদ্ধিতে অণুঝবের ভূমিকা বর্ণনা কর।
১০। T2 ব্যকটেরিওফাজ-এর লাইটিক চক্র বর্ণনা কর।
Radiation Biology
ক বিভাগ
যে কোনো আটটি প্রশ্নের উত্তর দাও ৮*১=৮
১১। (ক) মহাজাগতিক বিকিরণ কি?
(খ) MRI কী?
(গ) তেজষ্ক্রিয় মারণ মাত্রা বলতে কি বুঝ?
(ঘ) REM কি?
(ঙ) পাস্তুরাইজেশন বলতে কি বুঝ?
(চ) রেডিওআইসোটোপ কি?
(ছ) TRIGA এর পূর্ণরূপ কি?
(জ) অটোরেডিও গ্রাফী কি?
(ঝ) Scaning কি?
(ঞ) বিকিরণ জীববিদ্যা বলতে কি বুঝ?
খ বিভাগ
যে কোনো তিনটি প্রশ্নের উত্তর দাও ৪*৩=১২
১২। আইসোটোপ ও রেডিিআইসোটোপ এর মধ্যে পার্থক্য কর।
১৩। বিকিরণের প্রাকৃতিক উৎসসমূহের বিবরণ দাও।
১৪। X- RAY ব্যবহারের সুবিধা ও অসুবিধা আলোচনা কর।
১৫। ডিটেক্টর বলতে কি বুঝ? বিভিন্ন প্রকার ডিটেক্টর এর নাম লিখ।
১৬। গামা রশ্মির বৈশিষ্ট ও ব্যবহার লিখ।
গ বিভাগ
যে কোনো দুইটি প্রশ্নের উত্তর দাও ১০*২=২০
১৭। জীববিদ্যা গবেষণায় রেডিওআইসোটোপ এর ব্যবহার বর্ণনা কর।
১৮।খাদ্য সংরক্ষণ ও বক্ষায় বিভিন্ন ধরনের বিকিরণ ব্যবহার বর্ণনা কর।
১৯। জীবদেহে বিকিরণের প্রভাব বর্ণনা কর।
২০। রেডিয়েশন ঝুকি থেকে বাঁচার জন্য আমাদের কি করা উচিৎ?