সরকারি এম এম কলেজ, যশোর।
৩য়বর্ষ নির্বাচনী পরীক্ষা -২০১৩
প্রাণিবিদ্যা বিভাগ
কোর্স ঃ Human Physiology
বিষয় কোড ঃ 3176
পূর্ণমান-৮০ সময় – ৪ ঘন্ট
ক – বিভাগ
যেকোন ১০টি প্রশ্নের উত্তর দাও – 10´1=10
১.ক) উৎসেচক কি ?
খ) লালারসে উপস্থিত এনজাইমের নাম লিখ ?
গ) পুষ্টি কি ?
ঘ) মানুষের লালাগ্রন্থি কত জোড়া ?
ঙ) ক্যাটাবলিজম কাকে বলে ?
চ) হৃদপিন্ডের প্রকোষ্ঠ কয়টি ও কি কি ?
ছ) রক্তচাপ কি ?
জ) সার্বিক দাতা ও সার্বিক গ্রহীতা কোন গ্রুপের রক্তকে বলা হয় ?
ঝ) Rh ফ্যাক্টর কি ?
ঞ) লসিকা কি ?
ট) শ্বসন কাকে বলে ?
ঠ) অন্ত:ক্ষরা ও বহি:ক্ষরা গ্রন্থি হিসাবে কাজ করে কোন গ্রন্থি ?
খ – বিভাগ
যেকোন ৫টি প্রশ্নের উত্তর দাও – 5´4 = ২০
২. পিত্তরসের উপাদান ও কার্যাবলী লিখ ।
৩. পিত্তরসের সাথে পাচক রসের ৪টি পার্থক্য লিখ।
৪. যকৃতের কার্যাবলী লিখ।
৫.সঞ্চিত চর্বি কি ? এর কার্যাবলী লিখ।
৬. গ্লাইকোজেনেসিস ও গ্লাইকোজেনোলাইসিস এর সংগা দাও।
৭. একচক্রীয় ও দ্বিচক্রীয় রক্তসংবহন বলতে কি বুঝ ?
৮. পালমোনারী ভেন্টিলেশন সম্পর্কে লিখ।
৯. S.A node এবং ইনসুলিন সম্পর্কে লিখ।
গ – বিভাগ
যেকোন ৫টি প্রশ্নের উত্তর দাও – 5´10 = ৫০
১০. উৎসেচক কি ? বিভিন্ন খাদ্য পরিপাকে উৎসেচকের ভূমিকা লিখ।
১১. শর্করা জাতীয় খাদ্যের পরিপাক পদ্ধতি লিখ।
১২. গ্লাইকোলাইসিসের ধাপসমূহ এনজাইমের নামসহ বর্ণনা কর।
১৩. রক্তের উপাদানসহ এর কার্যাবলী লিখ।
১৪. সিস্টেমিক ও পালমোনারী সংবহন কৌশল বর্ণনা কর।
১৫. ফুসফুসের গ্যাসীয় বিনিময় বর্ণনা কর।
১৬.ক) রেচন কি ? ২
খ) অভিস্রবণের শারীরবৃত্তীয় গুরুত্ব লিখ। ৮
১৭. রক্ত কিভাবে অক্সিজেন ও কার্বন-ডাই-অক্সাইড পরিবহন করে ?