সরকারি এম এম কলেজ, যশোর।
৩য়বর্ষ নির্বাচনী পরীক্ষা -২০১৩
প্রানিবিদ্যা বিভাগ
কোর্স ঃ Evolution, Palaeontology & Zoogeography
বিষয় কোড ঃ 3172
পূর্ণমান-৮০ সময় – ৪ ঘন্টা
ক – বিভাগ
যেকোন ১০টি প্রশ্নের উত্তর দাও – 10´1=10
১.ক) প্রকরণ কি ?
খ) উপপ্রজাতি কি ?
গ) নিস্ক্রিয় অঙ্গ কি ?
ঘ) ভ্রান্ত জীবাশ্ম কাকে বলা হয় ?
ঙ) Epoch কি ?
চ) Mold বলতে কি বুঝ ?
ছ) হিমবাহ কি ?
জ) কোন যুগকে সরীসৃপের যুগ বলা হয় ?
ঝ) ডারউইন প্রদত্ত বিবর্তন বিষয়ক মতবাদটির নাম লিখ ?
ঞ) অন্তরণ কি ?
ট) বিবর্তন সম্পর্কিত Wallace এর মতবাদটির নাম লিখ ?
ঠ) Old World বলতে কি বুঝ ?
খ – বিভাগ
যেকোন ৫টি প্রশ্নের উত্তর দাও – 5´4 = ২০
২. নব্য ডারউইন বাদ সম্পর্কে লিখ ?
৩. সিমপ্যাট্রিক ও অ্যালোপ্যাট্রিক Speciation এর পার্থক্য উল্লেখ কর।
৪. জীবাশ্মের সংগাসহ বৈশিষ্ট্য উল্লেখ কর।
৫. সিনোজোয়িক মহাযুগকে স্তন্যপায়ীর যুগ বলা হয় কেন ?
৬. প্রাণিভূগোলের সংগাসহ পৃথিবীর প্রাণিভূগোল অঞ্চলগুলির নাম
লিখ ।
৭. দ্বীপ অঞ্চলীয় প্রাণীদের বিবর্তনিক গুরুত্ব উল্লেখ কর।
৮. অষ্ট্রেলিয়ান প্রাণিভূগোল অঞ্চলের ৪টি স্থানিক প্রাণীর বৈজ্ঞানিক
নাম লিখ।
৯. Wallace’s এবং Weber’s রেখা বলতে কি বুঝ ?
গ – বিভাগ
যেকোন ৫টি প্রশ্নের উত্তর দাও – 5´10 = ৫০
১০. সমালোচনাসহ ল্যামার্কের মতবাদ বর্ণনা কর।
১১. উদাহরণসহ অভিসারি, অপসারি এবং সমান্তরাল বিবর্তন সম্পর্কে আলোচনা কর।
১২. বিবর্তনের ¯^c‡¶ অঙ্গসংস্থানিক প্রমানের উল্লেখ কর।
১৩. অর্ধজীবন বলতে কি বুঝ ? জীবাশ্মের প্রকারভেদ উল্লেখ কর।
১৪. আধুনিক ঘোড়ার প্রত্নজীবতাত্ত্বিক ইতিহাস বর্ণনা কর।
১৫.ক) Faunal transition কি ? ২
খ) মহীসঞ্চারণ মতবাদের প্রমানসহ বিভিন্ন যুগে মহাদেশ গুলির
অবস্থানের বর্ণনা কর। ৮
১৬.ক) বাংলাদেশ কোন প্রাণিভূগোল অঞ্চল এবং উপাঞ্চলের অন্তর্ভূক্ত
এবং কেন ? ৪
খ) বাংলাদেশের বৈশিষ্ট্যপূর্ণ প্রাণিক্থলের বর্ণনা দাও। ৬
১৭.ক) প্রাণীর বিচ্ছিন্ন বিস্তারের তাৎপর্য উল্লেখ কর। ৩
খ) প্রাণিক্থলের বিস্তারে জৈবিক প্রতিবন্ধকগুলির ভূমিকা আলোচনা কর। ৭