সরকারি এম এম কলেজ,যশোর।
৩য়বর্ষ ইনকোর্স পরীক্ষা– ২০১৩
প্রানিবিদ্যা বিভাগ
Cell and Molecular Biology
বিষয় কোডঃ 3178
পূর্ণমানঃ ১৫ সময়ঃ ৪৫মি:
ক-বিভাগ = ৭
১.যেকোন ৭টি প্রশ্নের উত্তর দাও। 7´1=07
ক) কোষের সংগা দাও ।
খ) আদি কোষ বলতে কি বোঝ ।
গ) RNA এর নাইট্রোজেন বেসগুলির নাম লিখ ।
ঘ) জিনোম কি ?
ঙ) স্যাটেলাইট কি?
চ) ইমিউনিটি বলতে কি বোঝ ?
ছ) অ্যান্টিবডি কি ?
জ) মিয়োসিস কোষ বিভাজনের সংগা দাও ।
ঝ) জেনেটিক কোড কি ?
ঞ) কোষীয় কঙ্কাল কাকে বলে ?
২. যেকোন ২টি প্রশ্নের উত্তর দাও। 4×2=8
ক) কোষ মতবাদগুলো উল্লেখ কর ।
খ) লাইট ও ইলেক্ট্রন মাইক্রোস্কোপের পার্থক্য লিখ ।
গ) ইমিউনোগ্লোবিউলিনের প্রকারভেদ লিখ ।
ঘ) প্রোটিনের সংগাসহ বৈশিষ্ট্যাবলী উল্লেখ কর ।