প্রাণিবিদ্যা
[নতুন সিলেবাস অনুযায়ী]
বিষয় কোডঃ ৩১৮৬
Parasitology
ক বিভাগ
যে কোনো দশটি প্রশ্নের উত্তর দাও ১০*১=১০
১। (ক) পরজীবীতা বলতে কি বুঝ?
(খ)অতিপরজীবী কাকে বলে?
(গ) প্যাথোজেন কি?
(ঘ) প্রাথমিক বা নির্দ্রিষ্ট পোশক বলতে কি বুঝ?
(ঙ) ঘুম রোগের কারণ কি?
(চ) বথ্রিডিয়া কি?
(ছ)অনকোস্ফিয়ার কাকে বলে?
(জ) সিস্টোসোমিয়াসিস কি?
(ঝ) মানবদেহে প্রাপ্ত সবচেয়ে লম্বা ফিতা কৃামর নাম কি?
(ঞ)ইপিডেমিওলজি বলতে কি বুঝ?
(ট) জুনোসিস কি?
(ঠ) সক্রিয় অনাক্রমতা বলতে কি বুঝ?
খ বিভাগ
যে কোন ৫টি প্রশ্নের উত্তর দাও ৪*৫= ২০
২। উদাহারণসহ পরজীবীর প্রকারভেদ লিখ।
৩।Entomoeba hystolytica ট্রফোজয়ার দশার বিবরণ দাও।
৪। পরিনত প্রগ্লোটিড ও গ্রভিড প্রগ্লোটিড এর মধ্যে পার্থক্য লিখ।
৫। গোদরোগের লক্ষণ ও কারণ বর্ণনা কর।
৬। ইনফেকশন ও ইনফেস্টেশন উদাহারণ সহ ব্যাক্ষা কর।
৭। Fish tape worm এর জীবনচক্রে দৃষ্ট লার্ভা দশাগুলির নাম লিখ।
৮। ফ্লেগ রোগের লক্ষন বর্ণনা কর।
৯। অ্যানথ্রাকস এর কারণ ও প্রতিকার লিখ।
গ বিভাগ
যে কোন ৫ টি প্রশ্নের উত্তর দাও ১০*৫=৫০
১০। (ক) পরজীববিদ্যা বলতে কি বুঝ?
(খ) ট্রিমাটোডদের আসঞ্জন অংগের বর্ণনা দাও।
১১। পরজীবীর স্থানান্তর ও সংক্রমণ পদ্ধতী বর্ণনা কর।
১২। (ক) পোষক বলতে কি বুঝ?
(খ)একটি ত্রি পোষকীয় পরজীবীর জীবনচক্র বর্ণনা কর।
১৩। (ক)আফ্রিকান ও আমেরিকান ট্রাইপানোসোমিয়াসিস এর মধ্যে পার্থক্য লিখ।
(খ) মানবদেহের রোগ সৃষ্টিকারী যে কোন চারটি পরজীবীর বৈজ্ঞানিক নাম ও তাদের সৃষ্ট রোগের নাম লিখ।
১৪।(ক) হিমোফ্লাজেলেট ও লিশম্যানিয়াসিস বলতে কি বুঝ?
(খ) Clonrchis এর অংগসংস্থান ও সংক্রমন বর্ণনা কর।
১৫। সংক্ষেপে পোষক পরজীবী সম্পর্কে আলোচনা কর।
১৬। (ক) মহামারী তত্ত্বের উদ্দেশ্য কি কি?
(খ) মহামারী তত্ত্বের অনুসন্ধানের পর্যায়সমূহ বিবরণ দাও।
১৭।(ক) পশুপালনে ২ টি প্রোটোজোয়ান রোগের নাম লিক।
(খ) Histomonas এর রোগতত্ব ও প্রতিকার উল্লেখ কর।