সরকারি এম এম কলেজ,যশোর ।
২য়বর্ষ ইনকোর্স পরীক্ষা -২০১৩
প্রাণিবিদ্যা বিভাগ
কোর্স: Comparative Anatomy
বিষয় কোড: 3163
পূর্ণমান-১৫ সময়: ৪৫মিনিট
ক-বিভাগ
যেকোন ৭টি প্রশ্নের উত্তর `vI-7×1=7
১.ক) প্রোটোজোয়াতে প্রাপ্ত দুধরনের দেহ আবরণীর নাম লিখ।
খ) খোলক বা টেষ্ট কাকে বলে ?
গ) দুধরনের ক্ষণপদের নাম লিখ।
ঘ) ফ্লাজেলা কি ?
ঙ) প্রোটোজোয়ার ৪ ধরনের পুষ্টি প্রক্রিয়ার নাম লিখ।
চ) কপ্রোজয়িক পুষ্টি কি ?
ছ) পার্থেনোজেনেসিস কি ?
জ) কনজুগেশন কি ?
ঝ) স্পিকিউল কি ?
ঞ) নালীতন্ত্র কোন প্রানীতে দেখা যায় ?
খ-বিভাগ
যেকোন ২টি প্রশ্নের উত্তর দাও। 2×4 =৮
২. Protozoan দের বিভিন্ন প্রকার দ্বি বিভাজন প্রক্রিয়ার বর্ণনা দাও।
৩. স্পঞ্জের দেহের কোষ সমূহের নাম লিখ।
৪. বহুরুপতার ৪টি তাৎপর্য লিখ।
৫. জনুক্রম ও মেটাজেনেসিসের মধ্যে ৪টি পার্থক্য লিখ।