সরকারি এম এম কলেজ,যশোর ।
১মবর্ষ ইনকোর্স পরীক্ষা(১ম) -২০১৪
প্রাণিবিদ্যা বিভাগ
কোর্স: Protozoa & Non chordates
বিষয় কোড: 3153
পূর্ণমান-১৫ সময়: ৪০মিনিট
ক-বিভাগ
যেকোন ৭টি প্রশ্নের উত্তর `vI-7×1=7
১.ক) Paramecium এর দুটি প্রজাতির বৈজ্ঞানিক নাম লিখ।
খ) Paramecium এর সংকোচনশীল গহ্বর সংখ্যা কয়টি।
গ) Paramecium এর পুষ্টি কোন ধরনের ?
ঘ) Paramecium কে কি নামে ডাকা হয় ?
ঙ) ম্যাক্রোনিউক্লিয়াস কি কাজ করে ?
চ) অটোগ্যামি কি ?
ছ) স্কোলেক্স কি ?
জ) ডাইজেনেটিক পরজীবি কাকে বলে ?
ঝ) হেক্সাকান্থ লার্ভা কাকে বলে ?
ঞ) Taeniasis কি ?
খ-বিভাগ
যেকোন ২টি প্রশ্নের উত্তর দাও। 2×4=08
২.কনজুগেশন কি ? এর তাৎপর্য লিখ।
৩. খন্ডক ও প্রোগ্লোটিডের মধ্যে ৪টি পার্থক্য লিখ।
৪. এন্ডোমিক্সিস প্রক্রিয়া ব্যাখ্যা কর।
৫. Taenia এর একটি পরিণত প্রোগ্লোটিডের বর্ণনা দাও।