বিসিএস পরীক্ষার প্রস্তুতি – সাধারণ জ্ঞান

১। পৃথিবীতে কখন ল্যাপটপ কম্পিউটার প্রবর্তিত হয় এবং কোন কোম্পানি এটা তৈরি করে?
উত্তর : এপসন, ১৯৮১
২। টেপ রেকর্ডার এবং কম্পিউটারের স্মৃতির ফিতায় কী ধরনের চুম্বক ব্যবহৃত হয়?
উত্তর : স্থায়ী চুম্বক
৩। কোন ইঞ্জিনে কার্বুরেটর থাকে?
উত্তর : পেট্রল ইঞ্জিনে
৪। সর্বাপেক্ষা ছোট তরঙ্গ দৈর্ঘ্যরে বিকিরণ হচ্ছে-
উত্তর : গামা রশ্মি
৫। রঙিন টেলিভিশন থেকে ক্ষতিকর কোন রশ্মি বের হয়?
উত্তর : গামা রশ্মি
৬। মাইট্রোকন্ড্রিয়ায় কত ভাগ প্রোটিন?
উত্তর : ৭৩ ভাগ
৭। রাসায়নিক অগ্নিনির্বাপক কাজ করে অগ্নিতে-
উত্তর : অক্সিজেন সরবরাহে প্রতিবন্ধকতা সৃষ্টি করে
৮। কোন পদার্থটি চৌম্বক পদার্থ নয়?
উত্তর : এলুমিনিয়াম
৯। রাডারে যে তড়িৎ চৌম্বক ব্যবহার করা হয় তার নাম কী?
উত্তর : মাইক্রোওয়েভ
১০। কোনটি তেজস্ক্রিয় পদার্থ নয়?
উত্তর : লৌহ

১১। কোন মাধ্যমে শকের গতি সবচেয়ে কম?
উত্তর : কঠিন পদার্থে
১২। কম্পিটার আবিষ্কারক হলেন-
উত্তর : হাওয়ার্ড এইকেন
১৩। ইন্টারনেট কবে থেকে চালু হয়?
উত্তর : ১৯৬৯
১৪। মানবদেহের সর্ববৃহৎ অঙ্গ কোনটি?
উত্তর : ত্বক
১৫। কোন রং বেশি দূর থেকে দেখা যায়?
উত্তর : লাল
১৬। প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান হল-
উত্তর : মিথেন
১৭। মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণা যা রাসায়নিক প্রক্রিয়ায় অংশগ্রহণ করে তাকে বলা হয়-
উত্তর : পরমাণু
১৮। সমুদ্র স্রোতের অন্যতম কারণ-
উত্তর : বায়ু প্রবাহের প্রভাব
১৯। কাজ করার সামর্থ্যকে বলে-
উত্তর :শক্তি
২০। রংধনু সৃষ্টির বেলায় পানির কণাগুলো-
উত্তর : প্রিজমের কাজ করে।

২১। আয়তনে পৃথিবীর সবচেয়ে বড় দেশের নাম কী?
উত্তর : রাশিয়া
২২। ‘ইন্ডিয়া হাউস’ কোথায় অবস্থিত?
উত্তর : যুক্তরাজ্য
২৩। সোভিয়েত ইউনিয়ন ভেঙে কয়টি রাষ্ট্র হয়েছিল?
উত্তর : ১৫
২৪। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বর্তমান উপাচার্য কোন বিভাগের শিক্ষক ছিলেন?
উত্তর : ইসলামের ইতিহাস
২৫। নেপালের শেষ রাজা কে ছিলেন?
উত্তর : জ্ঞানেন্দ্র
২৬। বাল্টিক রাষ্ট্র কয়টি?
উত্তর : ৩টি
২৭। মিয়ানমারে রোহিঙ্গারা তাদের নাগরিকত্ব হারায় কত সালে?
উত্তর : ১৯৮২
২৮। জাপানের আইনসভার নাম কী?
উত্তর : ডায়েট
২৯। ‘উইঘুর’ নামের মুসলিম জনগোষ্ঠী কোন দেশের?
উত্তর : চীন
৩০। ২১তম বিশ্বকাপ ফুটবলের মাসকটের নাম কী?
উত্তর : জাবিভাকা

৩১। ফরাসি বিপ্লব কত সালে হয়েছিল?
উত্তর : ১৭৮৯
৩২। ‘A Long Walk to Freedom’ কার রচিত গ্রন্থ?
উত্তর : নেলসন ম্যান্ডেলা
৩৩। ‘ফেয়ারফ্যাক্স’ কী?
উত্তর : গোয়েন্দা সংস্থা
৩৪। ইরানের সঙ্গে স্বাক্ষরিত ছয় জাতি পারমাণবিক চুক্তি থেকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রকে প্রত্যাহারের ঘোষণা দেন কবে?
উত্তর : ৮ মে, ২০১৮
৩৫। বাংলাদেশকে সর্বপ্রথম কোন দেশ স্বীকৃতি দেয়?
উত্তর : ভারত
৩৬। ক্যাটালন কোন দেশের ভাষা?
উত্তর : স্পেন
৩৭। হাজার হ্রদের দেশ কোনটি?
উত্তর : ফিনল্যান্ড
৩৮। ‘লাইন অব কন্ট্রোল’ কোন দুটি দেশের সীমানা?
উত্তর : ভারত-পাকিস্তান
৩৯। কোন প্রণালি ইউরোপ থেকে আফ্রিকাকে পৃথক করেছে?
উত্তর : পানামা
৪০। বর্তমান বিশ্বে ‘নিউ সিল্ক রুট’-এর প্রবক্তা কোন দেশ?
উত্তরঃ চীন




About ইমরান

ইমরান হোসেন। প্রশ্ন ব্যাংক এর এডমিন, প্রতিযোগীতার এই যুগে পড়াশুনা হয়ে উঠুক অনলাইন ভিত্তিক। আপনাদের দোয়া ও সহয়োগীতা একান্ত কাম্য।

Check Also

বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ

আবেদনের শেষ সময়: ১৬-০৩-২১ খ্রি.পদের নাম, সংখ্যা ও যোগ্যতা১। অ্যাসিস্ট্যান্ট লাইব্রেরিয়ান(গ্রেড ১৩)- ৪ জন-লাইব্রেরী সাইন্সে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook