১১ তম বিসিএস পরীক্ষার প্রশ্ন সমাধান

প্রশ্নঃ- একটি ক্রিকেট দলের যতজন ষ্ট্যাম্প আউট হলো তার দেড়গুণ কট আউট হলো এবং মোট উইকেটের অর্ধেক বোল্ড আউট হলো ।এ দলের কতজন কট আউট হলো ?
উত্তরঃ- ৩ জন
প্রশ্নঃ- কাঁচ তৈরির প্রধান কাঁচামাল হলো-
উত্তরঃ- বালি [ad id=’1172′] প্রশ্নঃ- সমুদ্র পৃষ্ঠে বায়ুর চাপ প্রতি বর্গ সে মি এ-
উত্তরঃ- ১০ নিউটন
প্রশ্নঃ- ক ঘন্টায় ১০ কি.মি এবং খ ঘন্টা ১৫ কি.মি বেগে একই সময় একই স্থান থেকে রাজশাহীর পথে রওয়ানা হলো ।ক ১০.১০ মিনিটের সময় এবং খ ৯.৪০ মিনিটের সময় রাজশাহী পৌছাল । রওয়ানা হওয়ার স্থান থেকে রাজশাহীর দূরত্ব কত কি.মি ?
উত্তরঃ- ১৫ কি.মি
প্রশ্নঃ- একটি বন্দুকের গুলি প্রতি সেকেন্ডে ১,৫৪০ ফুট গতিবেগে লক্ষ্যভেদ করে । এক ব্যক্তি বন্দুক ছুঁড়বার ও সেকেন্ড পরে লক্ষ্যভেদের শব্দ শুনতে পায় ।শব্দের গতি প্রতি সেকেন্ডে ১,১০০ ফুট । লক্ষ্য বস্তুর দূরত্ব কত ?
উত্তরঃ- ১৯২৫ ফুট
প্রশ্নঃ- সমুদ্র স্রোতের অন্যতম কারণ –
উত্তরঃ- বায়ু প্রবাহের প্রভাব
প্রশ্নঃ- রংধনু সৃষ্টির বেলায় পানির কণাগুলো –
উত্তরঃ- প্রিজমের কাজ করে
প্রশ্নঃ- কাজ করার সামর্থ্যকে বলে –

উত্তরঃ- শক্তি [ad id=’1172′] প্রশ্নঃ- ইস্পাত সাধারণ লৌহ থেকে ভিন্ন, কারণ এতে –
উত্তরঃ- সুনিয়ন্ত্রিত পরিমাণ কার্বন রয়েছে
প্রশ্নঃ- মানুষের ক্রোমোজোমের সংখ্যা কত?
উত্তরঃ- ২৩ জোড়া
প্রশ্নঃ- ধানের ফুলে পরাগ সংযোগ ঘটে –
উত্তরঃ- বাতাসের সাহায্যে পরাগ ঝরে পড়ে
প্রশ্নঃ- ইউরিয়া সারের কাঁচামাল
উত্তরঃ- মিথেন গ্যাস
প্রশ্নঃ- সর্বপ্রথম যে উফশি ধান এদেশে চালু হয়ে এখনও বর্তমান রয়েছে তা হেলো –
উত্তরঃ- ইরি ৮
প্রশ্নঃ- বৈদ্যুৎতিক পাখা ধীরে ধীরে ধুরলে বিদ্যুৎ খরচ-
উত্তরঃ- একই হয়
প্রশ্নঃ- বাংলাদেশের প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান কী?
উত্তরঃ- মিথেন
প্রশ্নঃ- সৌরকোষের বিদ্যুৎ রাতেও ব্যবহার করা সম্ভব যদি এর সঙ্গে থাকে –
উত্তরঃ- ষ্টোরেজ ব্যাটারি
প্রশ্নঃ- মাইক্রোওয়েভের মাধ্যমে যে টেলিযোগাযোগ ব্যবস্থা আমাদের দেশে প্রচলিত তাতে মাইক্রোওয়েভ অধিকাংশ দূরত্ব অতিক্রম করে –
উত্তরঃ- ওয়েভ গাইডের মধ্য দিয়ে
প্রশ্নঃ- কম্পিউটার সফটওয়্যার বলতে বুঝানো হয় –
উত্তরঃ- এর প্রোগাম বা কর্মপরিকল্পনার কৌশল
প্রশ্নঃ- মৌলিক পর্দাথের ক্ষুদ্রতম কণা যা রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহন করে তাকে বলা হয় – [ad id=’1105′] উত্তরঃ- পরমাণু
প্রশ্নঃ- He has been ill – Friday last.
উত্তরঃ- since
প্রশ্নঃ- ‘Out and out’ means :
উত্তরঃ- Thoroughly
প্রশ্নঃ- What is the verb of the word ‘ability’?
উত্তরঃ- enable
প্রশ্নঃ- May Allah help you. What kind of sentence is this ?
উত্তরঃ- Optative
প্রশ্নঃ- A rolling stone gathers no moss. what rolling’ is ?
উত্তরঃ- Adjective
প্রশ্নঃ- Which is the noun of the word beautiful ?
উত্তরঃ- Beauty
প্রশ্নঃ- Hold water means –
উত্তরঃ- Bear examination
প্রশ্নঃ- “Justice delayed is justice denied” was stated by_
উত্তরঃ- Gladstone
প্রশ্নঃ- Who is poet of the Victorian age ?
উত্তরঃ- Robert Browning
প্রশ্নঃ- Who is the author of `For Whom the Bell Tolls’ ?
উত্তরঃ- Ernest Hemingway
প্রশ্নঃ- ‘শিষ্টাচার’ – এর সমার্থক শব্দ কোনটি ?
উত্তরঃ- সদাচার
প্রশ্নঃ- সংশয় – এর বিপরীতার্থক শব্দ কোনটি ?
উত্তরঃ- প্রত্যয়
প্রশ্নঃ- ‘সূর্য’ – এর প্রতিশব্দ
উত্তরঃ- আদিত্য
প্রশ্নঃ- সমাস ভাষাকে কী করে?
উত্তরঃ- সংক্ষেপ করে
প্রশ্নঃ- বিভক্তি যুক্ত শব্দ বা ধাতুকে বলে —
উত্তরঃ- পদ
প্রশ্নঃ- কোনটি শুদ্ধ বাক্য ?
উত্তরঃ- একটা গোপনীয় কথা বলি
প্রশ্নঃ- ‘ক্ষমার যোগ্য’ এর বাক্য সংকোচন –
উত্তরঃ- ক্ষমার্হ
প্রশ্নঃ- কোনটি শুদ্ধ ?
উত্তরঃ- সৌজন্য
প্রশ্নঃ- ‘অর্ধচন্দ্র’ এর অর্থ –
উত্তরঃ- গলাধাক্কা দেওয়া
প্রশ্নঃ- ‘চাচা’ কাহিনীর লেখক কে?
উত্তরঃ- সৈয়দ মুজতবা আলী
প্রশ্নঃ- বেগম রোকেয়ার রচনা কোনটি?
উত্তরঃ- অবরোধবাসিনী
প্রশ্নঃ- বৈরাগ্য সাধনে —–সে আমার নয় । শূণ্যস্থান পূরণ করুন
উত্তরঃ- মুক্তি
প্রশ্নঃ- বাংলার গীতিকবিতায় ভোরের পাখি কে ?
উত্তরঃ- বিহারীলাল চক্রবর্তী
প্রশ্নঃ- ‘মোস্তফা চরিত’ গ্রন্থের রচিয়তা –
উত্তরঃ- মাওলানা আকরাম খাঁ
প্রশ্নঃ- ‘আমার দেখা রাজনীতির পঞ্চাশ বছর’ গ্রন্থটির রচিয়তা –
উত্তরঃ- আবুল মনসুর আহমদ
প্রশ্নঃ- পুঁথি সাহিত্যের প্রাচীনতম লেখক –
উত্তরঃ- দৌলত কাজী
প্রশ্নঃ- রাজলক্ষ্মী চরিত্রের স্রষ্টা ঔপন্যাসিক –
উত্তরঃ- শরৎচন্দ্র
প্রশ্নঃ- কোন শব্দে বিদেশি শব্দ ব্যবহৃত হয়েছে ?
উত্তরঃ- নিমরাজি
প্রশ্নঃ- বাংলাদেশের বৃহত্তর নদী কোনটি ?
উত্তরঃ- মেঘনা
প্রশ্নঃ- হরিপুর তেলক্ষেত্র আবিষ্কার হয় –
উত্তরঃ- ১৯৮৬ সালে
প্রশ্নঃ- মিশুকের স্থপতি কে ?
উত্তরঃ- হামিদুজ্জামান খান
প্রশ্নঃ- বাংলাদেশের কোন জেলার বেশি পাট উৎপন্ন হয় ?
উত্তরঃ- রংপুর
প্রশ্নঃ- মহাস্থানগড় কোন নদীর তীরে অবস্থিত ?
উত্তরঃ- করতোয়া
প্রশ্নঃ- মা ও মণি হলো –
উত্তরঃ- একটি ক্রিয়া প্রতিযোগিতার নাম
প্রশ্নঃ- চীন-বাংলাদেশ মৈত্রী সেতু-১ নিমার্ণের প্রধান উদ্দেশ্য –
উত্তরঃ- দেশের দক্ষিণ অঞ্চলের সঙ্গে ঢাকার পরিবহন ব্যবস্থা উন্নত করে
প্রশ্নঃ- বাংলাদেশের মোট আবাদযোগ্য জমির পরিমাণ কত ?
উত্তরঃ- ২ কোটি ৪০ লক্ষ একর
প্রশ্নঃ- উপকূল হতে বাংলাদেশের অর্থনৈতিক সমুদ্রসীমা কত ?
উত্তরঃ- ২০০ নটিক্যাল মাইল
প্রশ্নঃ- এডেন কোন দেশের সমুদ্রবন্দর ?
উত্তরঃ- ইয়েমেন
প্রশ্নঃ- ১৯৯২ সালে বিশ্ব অলিম্পিক অনুষ্ঠিত হবে কোথায় ?
উত্তরঃ- বার্সোলনা
প্রশ্নঃ- মালদ্বীপের মুদ্রার নাম কী ?
উত্তরঃ- রুপাইয়া
প্রশ্নঃ- জাপানের পার্লামেন্টের নাম –
উত্তরঃ- ডায়েট
প্রশ্নঃ- ওডার-নীস নদী –
উত্তরঃ- পূর্ব জার্মানি ও পোল্যান্ডের মধ্যে সীমা নির্ধারক
প্রশ্নঃ- পবিত্র ভূমি কোনটিকে বলা হয় ?
উত্তরঃ- প্যালেষ্টাইন
প্রশ্নঃ- ইসলামী উন্নয়ন ব্যাংক ঋণ প্রদান করে –
উত্তরঃ- বিনা ‍সুদে
প্রশ্নঃ- সাউথ কমিশনের চেয়ারম্যান –
উত্তরঃ- জুলিয়াস নায়ারে
প্রশ্নঃ- আন্তর্জাতিক আণবিক শক্তি কমিশনের সদর দফতর কোথায় অবস্থিত?
উত্তরঃ- ভিয়েনায়
প্রশ্নঃ- আন্তর্জাতিক রোটারী সংস্থার প্রতিষ্ঠাতা
উত্তরঃ- Paul harris
প্রশ্নঃ- এফটা –[AFTA] বলতে বোঝায় –
উত্তরঃ- একটি বাণিজ্যিক গোষ্ঠী
প্রশ্নঃ- ‘—— সেপ্টেম্বর বিশ্ব স্বাক্ষরতা দিবস’
উত্তরঃ- ৮ ই
প্রশ্নঃ- জাতিসংঘ দিবস কোনটি?
উত্তরঃ- ২৪ অক্টোবর
প্রশ্নঃ- নামিবিয়ার রাজধানী –
উত্তরঃ- উইন্ডহুক
প্রশ্নঃ- ‘হারারে’- এর পুরাতন নাম –
উত্তরঃ- সলসবেরী
প্রশ্নঃ- বাংলাদেশে শহীদ বুদ্ধিজীবী দিবস পালন করা হয় কবে?
উত্তরঃ- ১৪ ডিসেম্বর
প্রশ্নঃ- a – {a –(a+1)} = কত
উত্তরঃ- a+1
প্রশ্নঃ- যদি a^3-b^3 = 513 এবং a-b = 3 হয়, তবে ab এর মান কত ?
উত্তরঃ- 54
প্রশ্নঃ- একটি বৃত্তের ব্যাসার্ধকে যদি rথেকে বৃদ্ধি করে r+n করা হয়, তবে তার ক্ষেত্রফল দ্বিগুণ হয় । r এর মান কত ?
উত্তরঃ- n/√2-1
প্রশ্নঃ- (x+3)(x-3)কে x^2-6 দিয়ে ভাগ করলে ভাগশেষ কত হবে ?
উত্তরঃ- -3

প্রশ্নঃ- `syntax’ means –
উত্তরঃ- Sentence building
প্রশ্নঃ- What is the synonym of `Incite’ ?
উত্তরঃ- Instigate
প্রশ্নঃ- What is the antonym `Honorary’ ?
উত্তরঃ- Salaried
প্রশ্নঃ- Fill in the blanks He has assured me_______safety ?
উত্তরঃ- of
প্রশ্নঃ- Choose the correct sentence –
উত্তরঃ- He was hanged for murder
প্রশ্নঃ- Choose the correct sentence –
উত্তরঃ- The rich are not always happy
প্রশ্নঃ- ১ মিটার কত ইঞ্চির সমান
উত্তরঃ- ৩৯.৩৭ ইঞ্চি
প্রশ্নঃ- চালের মূল্য ১২% কমে যাওয়ায় ৬,০০০ টাকায় পূর্বাপেক্ষা ১ কুইন্টাল চাল বেশি পাওয়া যায় । ১ কুইন্টাল চালের বর্তমান মূল্য কত ?
উত্তরঃ- ৭২০ টাকা
প্রশ্নঃ- ক এর বেতন খ এর বেতন অপেক্ষা শতকরা ৩৫ টাকা বেশি হলে খ এর বেতন ক এর বেতন অপেক্ষা কত টাকা কম ?
উত্তরঃ- ২৫.৯৩ টাকা
প্রশ্নঃ- একটি পাত্রে ‍দুধ ও পানির অনুপাত ৫:২ । যদি পানি অপেক্ষা দুধের পরিমাণ ৬ লিটার বেশি হয় তবে পানির পরিমাণ –
উত্তরঃ- ৪ লিটার
প্রশ্নঃ- একটি আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্য বিস্তারের ৩ গুণ । দৈর্ঘ্য ৪৮ মিটার হলে; ক্ষেত্রটির পরিসীমা কত ?
উত্তরঃ- ১২৮ মিটার
প্রশ্নঃ- আমেরিকাকে এশিয়া থেকে পৃথক করেছে কোন প্রণালী ?
উত্তরঃ- বেরিং
প্রশ্নঃ- ১৯, ৩৩, ৫১, ৭৩ – পরবর্তী সংখ্যাটি কত ?
উত্তরঃ- ৯৯
প্রশ্নঃ- ১০ টি সংখ্যার যোগফল ৪৬২, প্রথম ৪ টির গড় ৫২ এবং শেষ ৫টির গড় ৩৮, পঞ্চম সংখ্যাটি কত ?
উত্তরঃ- ৬৪
প্রশ্নঃ- ২টা ১৫ মিনিটের সময় ঘন্টার কাঁটা ও মিনিটের কাঁটার মধ্যে কত ডিগ্রি কোণ উৎপন্ন হয় ?
উত্তরঃ- ২২.৫°




About ইমরান

ইমরান হোসেন। প্রশ্ন ব্যাংক এর এডমিন, প্রতিযোগীতার এই যুগে পড়াশুনা হয়ে উঠুক অনলাইন ভিত্তিক। আপনাদের দোয়া ও সহয়োগীতা একান্ত কাম্য।

Check Also

বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ

আবেদনের শেষ সময়: ১৬-০৩-২১ খ্রি.পদের নাম, সংখ্যা ও যোগ্যতা১। অ্যাসিস্ট্যান্ট লাইব্রেরিয়ান(গ্রেড ১৩)- ৪ জন-লাইব্রেরী সাইন্সে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook