জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৪ সালের অনার্স তৃতীয় বর্ষ নিয়মিত, অনিয়মিত ও গ্রেড উন্নয়ন পরীক্ষা ২০ জানুয়ারি এর পরিবর্তে ০৩ ফেব্রুয়ারি শুরু

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০১৪ সালের তৃতীয় বর্ষ সম্মান শ্রেনীর পরীক্ষার্থীদের আবেদনের পরিপ্রেক্ষিতে তাদের পরীক্ষার পূর্ব-ঘোষিত সময়সূচী পূনঃনির্ধারণ করে তা ২০ জানুয়ারি ২০১৬ এর পরিবর্তে আগামী ০৩ ফেব্রুয়ারি ২০১৬ তারিখ থেকে শুরুর সিদ্ধান্ত নেয়া হয়েছে।
তৃতীয় বর্ষ সম্মান পরীক্ষার সময়সূচি পুন:নির্ধারণ ও ক্র্যাশ প্রোগ্রাম বাস্তবায়নে সকলের সহযোগিতা কামনা সংক্রান্ত এক বিজ্ঞপ্তিতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে বলা হয়, জাতীয় বিশ্ববিদ্যালয়ে অধ্যায়নরত শিক্ষার্র্থীদের সেশন জট থেকে মুক্ত করার লক্ষ্যে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ পূর্বেই ২০১৮ সাল পর্যন্ত অনুষ্ঠিতব্য সকল পরীক্ষার সম্ভাব্য সময়সূচী উল্লেখ করে একটি ক্র্যাশ প্রোগ্রাম ঘোষনা করে। সে অনুযায়ী ২০১৪ সালের অনার্স ৩য় বর্ষের

শিক্ষার্থীদের ক্লাস শুরু, পরীক্ষার ফরম পূরণ, পরীক্ষা শুরু, ফল প্রকাশ ইত্যাদি তাদের ক্লাস শুরুর আগেই জানিয়ে দেয়া হয়। বিগত এক বছরে বিভিন্ন পরীক্ষা গ্রহণ এবং পরীক্ষার ফল নির্ধারিত সময়ে প্রকাশও করা হয়েছে। সেশন জট নিরসনের লক্ষ্যে ক্রাশ প্রোগ্রাম এমনভাবে বিন্যস্ত করা হয়েছে যে, এতে হেরফের ঘটানোর কার্যত কোনো অবকাশ নেই। ক্রাশ প্রোগ্রামে বর্ণিত সময়সূচি অনুযায়ী পরীক্ষাসমূহ অনুষ্ঠান ও ফল প্রকাশ না হলে, সেশন জট থেকে উত্তরণ কিছুতেই সম্ভব নয়। শিক্ষার্থীদের এটি অনুধাবন করতে হবে। তদ্রুপ সুযোগ না থাকা সত্বেও ৩য় বর্ষের পরীক্ষার্থীদের দাবি বিবেচনা করে যতটুকু সম্ভব সে অনুযায়ী তাদের পরীক্ষার সময়সূচি পুন:নির্ধারণ করা হয়েছে। বিশ্ববিদ্যালয়কে ঘোষিত ক্র্যাশ প্রোগ্রাম অনুযায়ী পরবর্তী সকল পরীক্ষা যথাসময়ে গ্রহণ করা হবে। অতএব অন্যান্য সকল বর্ষের শিক্ষার্থী ও শিক্ষকদের এর প্রতি দৃষ্টি আকর্ষণ করে ঘোষিত ক্রাশ প্রোগ্রাম অনুযায়ী যথাসময় সকল পরীক্ষার জন্য পূর্ব থেকেই প্রস্তুতি গ্রহণের জন্য বলা হয়েছে।
উল্লেখ্য, ২০১৮ সালের মধ্যভাগ থেকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল পর্যায়ের শিক্ষার্থীদের সেশন জট থেকে মুক্ত করার লক্ষ্য নিয়ে বিশ্ববিদ্যালয় যে ক্রাশ প্রোগ্রাম ইতোপূর্বে ঘোষনা করেছে, তা বাস্তবায়নে ছাত্র, শিক্ষক, অভিভাবক তথা সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কর্তৃপক্ষ কামনা করছে।
এর আগে ২০ জানুয়ারি ২০১৬ তারিখ থেকে পরীক্ষা শুরুর তারিখ দিয়ে ২০১৪ সালের অনার্স তৃতীয় বর্ষ পরীক্ষার সময়সূচী প্রকাশিত প্রকাশ করে জাতীয় বিশ্ববিদ্যালয়। উক্ত সময়সূচী অনুযায়ী ২০১৪ সালের অনার্স নিয়মিত, অনিয়মিত ও গ্রেড উন্নয়ন পরীক্ষার্থীদের তত্ত্বীয় বিষয়ের পরীক্ষার শেষ পরীক্ষার তারিখ ছিলো ১৬ ফেব্রুয়ারি ২০১৬। পূনঃনির্ধারিত সময়সূচী নিচে তুলে দেওয়া হলোঃ
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৪ সালের অনার্স তৃতীয় বর্ষের নিয়মিত, অনিয়মিত ও গ্রেড উন্নয়ন পরীক্ষার সংশোধিত সময়সূচী
প্রতিটি পরীক্ষা সময়সূচীতে উল্লেখিত দিনসমূহে দুপুর ১:০০ টা হতে শুরু হবে।
[অনার্স তৃতীয় বর্ষের পরীক্ষার সংশোধিত সময়সূচী ২০১৪ ডাউনলোড]




About ইমরান

ইমরান হোসেন। প্রশ্ন ব্যাংক এর এডমিন, প্রতিযোগীতার এই যুগে পড়াশুনা হয়ে উঠুক অনলাইন ভিত্তিক। আপনাদের দোয়া ও সহয়োগীতা একান্ত কাম্য।

Check Also

সড়ক ও জনপথ অধিদপ্তর নিয়োগ ২০২১

পদের নাম: কার্যসহকারী, পদ সংখ্যা: ১৭৪ টি।শিক্ষাগত যোগ্যতা: (ক) কোন স্বীকৃত বাের্ড হতে অন্যূন উচ্চ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook