ইংরেজি গ্রামার থেকে কিছু নিয়ম তুলে ধরা হলো

Spoken Rule-1

Feel like – ইচ্ছা করা/আকাঙ্খা প্রকাশ করা
প্রয়োগ ক্ষেত্র: ব্যক্তির কোন কিছুর “ইচ্ছা করলে” Feel like ব্যবহার হবে
Structure: Subject + feel like + Verb (ing) + Extension.

Example
✪ I feel like doing – আমার করতে ইচ্ছা করছে।
✪ I feel like eating – আমার খেতে ইচ্ছা করছে।
✪ I don’t feel like eating – আমার খেতে ইচ্ছা করছে না।
✪ Do you feel like eating? – তোমার কি খেতে ইচ্ছা করছে?
✪ I don’t feel like going – আমার যেতে ইচ্ছা করছে না।
✪ Do you feel like going? – তোমার কি যেতে ইচ্ছা করছে?
✪ Don’t you feel like going? – তোমার কি যেতে ইচ্ছা করছে না?
✪ I feel like having coffee – আমার কফি খেতে ইচ্ছা করছে।
✪ I feel like getting wet in the rain – আমার বৃষ্টিতে ভিজতে ইচ্ছা করছে।
✪ Do you feel like getting wet in the rain? – তোমার কি বৃষ্টিতে ভিজতে ইচ্ছা করছে?
✪ Don’t you feel like getting wet in the rain? – তোমার কি বৃষ্টিতে ভিজতে ইচ্ছা করছে না?

Spoken Rule- 2

How about – কেমন হয়?
Structure: How about + verb (ing) + extension.

Example:
✪ কম্পিউটার শিখলে কেমন হয়?
How about learning computer?

✪ এখন কফি খেলে কেমন হয়?
How about having coffee now?

✪ আজ ঘুরতে গেলে কেমন হয়?
How about roaming around today?

✪ আজ বিরিয়ানী রান্না করলে কেমন হয়?
How about cooking biryani today?

✪ অনলাইনে ফ্রিল্যান্সিং করলে কেমন হয়?
How about doing freelancing online?

Spoken Rule- 3

As well as – সেইসাথে/এটাও ওটাও
বাংলা বাক্যে দ্বারা “সেইসাথে/এটাও ওটাও” বুঝাতে চাইলে As well as ব্যবহার হয়।
Structure: Subject + verb + as well as + Extension.

Example:
✪ মেয়েটি সুন্দরী এবং সেই সাথে বুদ্ধিমতীও
The girl is beautiful as well as intelligent

✪ সে ইংরেজি বলতে পারে এবং সেই সাথে হিন্দিও বলতে পারে
He can speak in English as well as hindi.

✪ সে একজন ভালো শিক্ষকও ভালো লেখকও
He is a good teacher as well as good writer.

✪ সে সুন্দরী মেয়েও চায় যৌতুকও চায়
He wants beautiful girl as well as dowry.

Spoken Rule-4

How come  (কি কারনে/কিভাবে…..?)
Structure:
How come + (subject + verb)

Example:
✪ How come you are so upset? – কি কারনে তুমি এতটা হতাশ ?

✪ How come you made a great mistake? – কিভাবে তুমি এতবড় ভুলটি করলে ?

✪ How come you cannot make a decision? – কি কারনে তুমি কোন সিদ্ধান্তে আসতে পারো না ?

✪ How come you prepare yourself for the BCS? – কিভাবে তুমি নিজেকে বিসিএস এর জন্য প্রস্তুত করবে ?

✪ How come your company made a huge profit? – কিভাবে তোমার কোম্পানি এতটা লাভ করেছিল ?

Spoken Rule-5


Yet to – এখনো কিছু করিনি/করেনি।
বাক্যে “এখনো কিছু করিনি/করেনি” কিন্তু ভবিষ্যতে করার সম্ভাবনা আছে বুঝালে Yet to ব্যবহার হয়।
Structure (গঠন) : Subject + am, is, are + yet to + verb (base form) + Ext.

Example:
✪ আমি এখনো কাজটি করিনি
I am yet to do the work

✪ আমি এখনো বিয়ে করিনি
I am yet to marry.

✪ আমি এখনো নামাজ পড়িনি
I am yet to say prayer

✪ আমি এখনো তাকে টাকা দেইনি
I am yet to give him money

✪ আমি এখনো বাড়ি ক্রয় করিনি
I am yet to buy the house

Spoken Rule-6

Having এর ব্যবহার
কোন ব্যাক্তির কোন কিছু নিয়ে সমস্যা হচ্ছে বুঝালে অথবা বাক্যের মধ্যে “ইয়া/ইয়ে” উচ্চারিত হলে Having ব্যবহার হয়।
Structure-1: Subject+ Be verb+ Having problem/trouble + Ext.
Structure-2: Having+ verb (past participle)+ Ext.

Example:
✪ আমার ঘুমের সমস্যা হচ্ছে
I am having problem with sleep

✪ আমার ল্যাপটপ নিয়ে সমস্যা হচ্ছে
I am having problem with my laptop

✪ আমি আমার বাইকটি নিয়ে সমস্যায় পড়ছি
I am having trouble with my bike

✪ আমার মোবাইল দিয়ে একাউন্ট ভেরিফিকেশন করতে সমস্যা হচ্ছে
I’m having trouble verifying my account with mobile.

✪ কম্পিউটার শিখিয়া আমি আমেরিকা যাব
Having learnt Computer I will go to America

✪ এ মাসের বেতন পেয়ে আমি একটি মোবাইল কিনব
Having got salary in this month I will buy a mobile

Spoken Rule-7

Likely to= সম্ভাবনা
বাংলা বাক্যের শেষে “সম্ভাবনা” আছে/ছিল থাকলে likely to ব্যবহার হয়।
Structure: Sub+ am/is/are/was/were+ likely to + verb1+ Ext.

Example:
✪ হাফিজের A+ পাওয়ার সম্ভাবনা আছে – Hafiz is likely to get A+.
✪ আজ বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে – It is likely to rain today.
✪ আমার কাজটি পাওয়ার সম্ভাবনা আছে – I am likely to get the work.
✪ তার স্কলারশীপ পাওয়ার সম্ভাবনা আছে – He is likely to get scholarship.
✪ ফিরোজের রাঙ্গামাটি যাওয়ার সম্ভাবনা ছিল – Firoz was likely to go Rangamati.
✪ তোমার চাকরি পাওয়ার সম্ভাবনা ছিল – You were likely to get the job.

Spoken Rule-8

I wish I could (আমি যদি….পারতাম)
Structure:
I wish I could + Verb (base form)+ Ext.

Example: ✪ আমি যদি পাখির মত উড়তে পারতাম !
I wish I could fly like a bird!

✪ আমি যদি আমার দেশের জন্য কাজ করতে পারতাম !
I wish I could work for my country!

✪ আমি যদি পৃথিবীময় ঘুরে বেড়াতে পারতাম !
I wish I could travel around the world.

✪ আমি যদি সুস্বাস্থ্য বজায় রাখতে পারতাম !
I wish I could maintain a good health!

✪ আমি যদি দেশের রাষ্ট্রপতি হতে পারতাম!
I wish I could be the president of the country!
Spoken Rule-9

Used to (করতাম, যেতাম ইত্যাদি অতীত অভ্যস্ত বুঝাতে)
Structure: Subject + Used to + Verb (base form) + Ext.

Example
✪ I used to develop websites
আমি ওয়েবসাইট তৈরী করতাম।

✪ I used to live in Canada
আমি কানাডায় বাস করতাম।

✪ I used to go to the park
আমি পার্কে যেতাম।

✪ I used to recite the Holy Quran
আমি পবিত্র কোরআন তেলওয়াত করতাম।

Spoken Rule-10

Let alone = তো দুরের কথা

প্রয়োগক্ষেত্র : কাওকে তাচ্ছিল্ল করে বা অন্য যে বাক্যে “তো দুরের কথা” থাকলে Let alone ব্যবহার হয়

Structure: Subject + verb + easy task + let alone + hard task

Example

✪ তুমি বাঘতো দুরের কথা একটি বিড়ালও মারতে পারবে না
You will not be able to kill a cat let alone tiger

✪ সে লেখাতো দুরের কথা ইংরেজিতে কথাও বলতে পারে না।
He cannot speak English let alone write

✪ আমি মোটরসাইকেল তো দুরের কথা সাইকেলও চালাতে পারিনা
I can’t drive Cycle let alone a Motorcycle

✪ সে পরীক্ষায় প্রথম হওয়া তো দুরের কথা পাশই করতে পারবে না
He will not be able to pass the exam let alone stood first.

Spoken Rule-11

Keep এর ব্যবহার (করতে থাক, যেতে থাক……)
Structure: Keep + verb(ing)+, Sub+ verb (any form) + Ext.

Example:

✪ লেগে থাক, তুমি জিতবে
Keep staying, you will win

✪ হাসতে থাকো তুমি সুখী হবে
Keep smiling, you’ll be happy.

✪ তুমি যেতে থাকো, আমি পরে আসবো – Keep going, I’ll come later on.

✪ নামাজ পড়তে থাক, সকল সমস্যার সমাধান পাবে
Keep praying, you’ll get solution of all problems.

✪ চেষ্টা করতে থাক, তুমি তোমার লক্ষ্য অর্জন করতে পারবে
Keep trying you will achieve your aim.

✪ অনুশীলন করতে থাক, তুমি ইংরেজিতে অনর্গল বলতে পারবে
keep practicing you’ll speak English fluently

Spoken Rule-12

About to……..

(প্রায় হয়েই গিয়েছিল কিন্তু শেষ মুহুর্তে হয়নি)
Structure: sub+ auxiliary verb+ about to+ verb (base form)+ Ext.

Example:

✪ আমি প্রায় মরে গিয়েছিলাম
I was about to die

✪ আমি প্রায় ঘুমিয়ে পরেছিলাম।
I was about to fall asleep.

✪ আমি প্রায় পৌছে গিয়েছিলাম
I was about to reach

✪ চোরটাকে প্রায় ধরেই ফেলেছিলাম।
I was about to catch the thief.

✪ আমি প্রায় তোমাকে ফোন করতে যাচ্ছিলাম
I was about to call you

✪ আমি প্রায় চাকুরিটা পেয়ে গিয়েছিলাম।
I was about to get the job.

Spoken Rule-13

Spoken rule: What if

What if = (কি হতো যদি…..)
Structure: What if + (subject + verb)
Example:

✪ What if I miss the bus? = কি হতো যদি  আমি বাসটি মিস করতাম?
✪ What if someone saw me? = কি হতো যদি আমায় কেউ দেখে ফেলত?
✪ What if I didn’t understand the problem? = কি হতো যদি আমি সমস্যাটি না বুঝতাম?
✪ What if it rains while we are traveling?= কি হবে যদি আমাদের ভ্রমনের কালে বৃষ্টি হয়?

✪ What if I didn’t complete the task? = কি হতো যদি আমি কাজটি সম্পন্ন না করতে পারতাম?


Spoken Rule- 14

It’s high time- ইহাই উপযুক্ত সময়.
Structure : It’s high time to + verb+ extension

✪ এটাই প্রস্তুতি গ্রহণ উপযুক্ত সময়|
It is high time to take preparation
✪ এই সমস্যাটিকে সমাধান করার ইহাই উপযুক্ত সময়।
it’s high time to solve this problem.
✪ ইংরেজি শেখার এটাই উপযুক্ত সময়।
It’s high time to learn English.
✪ তোমার ক্যারিয়ার গড়ার এখনই উপযুক্ত সময়।
It’s high time to build your carrier.
✪ ইহাই উপযুক্ত সময় আমাদের খারাপ অভ্যাস পরিত্যাগ করার।
it’s high time to put away our bad habits.


Spoken Rule- 15

Having a hard time – কঠিন মনে হওয়া।
Structure: Sub + having a hard time + (verb+ing) + Extention.

Example:

✪ I’m having a hard time spending with you- তোমার সাথে সময় কাটানো আমার জন্য কঠিন মনে হচ্ছে।

✪ I’m having a hard time explaining the issue- তোমার সাথে বিষয়টি ব্যাখ্যা করা আমার জন্য কঠিন মনে হচ্ছে।

✪ I’m having a hard time finding the right answer- সঠিক উত্তরটি খুঁজে পাওয়া আমার জন্য কঠিন মনে হচ্ছে।

Spoken Rule-16

I’m dying to + (verb)

Example:

✪ I am dying to have your love = তোমার ভালবাসা পেতে আমি কাতর হয়ে আছি।

✪ I’m dying to express my feelings = আমার অনুভুতি প্রকাশ করতে মরিয়া হয়ে উঠেছি।

✪ I’m dying to take a cup of coffee = এক কাপ কফি খাওয়ার জন্য আমার আর তর সইছে না।

✪ I’m dying to search for a new job = একটি নতুন চাকুরি খুঁজে পেতে  আমি মরিয়া হয়ে উঠেছি।

Spoken Rule-17

Supposed to…..(হওয়ার কথা…. করার কথা)
Structure: Sub + am, is, are, was, were + supposed to+ verb1+ ext.

Example:
✪ আমার তার সঙ্গে দেখা করার কথা।
I’m supposed to meet him.
✪ আমার বাড়ির কাজ করার কথা।
I am supposed to do homework.
✪ তোমার আমাকে ফোন করার কথা ছিল ।
You were supposed to call me over the phone.
✪ এখানে এটা থাকার কথা নয়।
It’s not supposed to be here.
✪ আমার কিছু পান করার কথা না।
I’m not supposed to drink anything.
✪ আমাদের কি করার কথা?What are we supposed to do?

Spoken rule-18

Able to (কিছু করতে সমর্থ হওয়া/না হওয়া)

Structure: Sub + able to + verb (base form)+ ext.

✪ আমি করতে পারবো – I will be able to do
✪ আমি আসতে পারবো – I will be able to come
✪ আমি যেতে পারবো – I will be able to go
✪ আমি আসতে পারবো না – I won’t be able to come
✪ আমি যেতে পারবো না – I won’t be able to go
✪ আমি কাজটি করতে পারবো – I will be able to do the work
✪ আমি কাজটি করতে পারবো না – I won’t be able to do the work
✪ তুমি কি করতে পারবে? – will you be able to do?
✪ তুমি কি করতে পারবে না? – Won’t you be able to do?

Spoken rule-19

(am to….is to ) করতে হয়…….যেতে হয়……..
Structure: Sub + am to + verb (base form)

✪ আমাকে করতে হয়- I am to do.
✪ আমাকে যেতে হয়- I am to go.
✪ তাকে করতে হয়- He is to do.
✪ জনিকে করতে হয়- Jony is to do.
✪ আমাকে কাজটি করতে হয় – I am to do the work.
✪ আমাকে বাসে যেতে হয়- I am to go by bus.
✪ ছেলেটিকে আমার সাহায্য করতে হয়- I am to help the boy.

Spoken Rule-20

Had better (বড়ং…..)

Structure: Sub + had better + verb (base form)+ Ext.

✪ তুমি বড়ং আগামীকাল যেও
You had better go tomorrow

✪ আমরা বড়ং হাটতে বেরোই
We had better go for walk.
✪ টিপুর বড়ং খেলতে যাওয়া উচিত
Tipu had better go for play
✪ রফিকের বড়ং কাজটি করা উচিত
Rafiq had better to the work
✪ তোমার বড়ং উকিলের সাথে পরামর্শ করা উচিত
You had better consult a lawyer.




About imran

Check Also

বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ

আবেদনের শেষ সময়: ১৬-০৩-২১ খ্রি.পদের নাম, সংখ্যা ও যোগ্যতা১। অ্যাসিস্ট্যান্ট লাইব্রেরিয়ান(গ্রেড ১৩)- ৪ জন-লাইব্রেরী সাইন্সে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook