প্রাইমারী নিয়োগ পরীক্ষার জন্য বাংলা গুরুত্বপূর্ণ প্রশ্ন ৯০% কমনের নিশ্চয়তা

1. ‘দিন ও রাত্রির সন্ধিক্ষণ’ – বাক্য সংকোচনে বলা যায়ঃ
Ans: গোধূলি
২. সঠিক সন্ধি বিচ্ছেদটি কোনটি?
Ans:ষট+আনন=ষড়ানন
৩. ‘কেরানী’ শব্দটি কোন ভাষা থেকে এসেছে?
Ans:পর্তুগিজ
৪. ‘কি বললে, আমি পাগল_______’ শূন্যস্থানে বসবে?
Ans: বিস্ময় চিহ্ন
৫. ‘আজকে তোমায় দেখতে এলাম জগৎ আলো নূরজাহান’ – ‘আজকে’ শব্দটির

ও বিভক্তি কোনটি?
Ans: অধিকরণে ২য়া
৬. ‘অসুখ’ কোন সমাস?
Ans: বহুব্রীহি
৭. ‘বুড়ো শালিকের ঘাড়ে রোঁ’ প্রবচনটি বোঝায়?
Ans:বুড়োর ভীমরতি

৮. পুত্রের নিকট মাতার পত্রের সম্ভোধন কোনটি হবে?
Ans:স্নেহাসম্পদ
৯. কোন কবিতা রচনার কারনে কাজী নজরুল ইসলামের কারাদণ্ড হয়েছিল?
Ans: আনদন্দময়ীর আগমনে
১০. ‘সারেং বৌ’ বইটির লেখক কে?
Ans: শহীদুল্লাহ কায়সার
১১. ‘রাত ও ক্ষীণ’ শব্দ দু’টির বিকল্প শব্দঃ
Ans:বিভাবরী, শীর্ণ
১২. বাংলা নববর্ষ ‘পহেলা বৈশাখ’ চালু করেছিলেন-
Ans:আকবর
১৩. ‘শর্বরী’ কথাটির অর্থ?
Ans:রাত
১৪. ‘পাথরে পাঁচ কিল’ বাগধারাটির অর্থ-
Ans:সৌভাগ্য
১৫. None but a fool is always right.- বাক্যটির যথাযথ বঙ্গানুবাদঃ
Ans:ভুল মানুষেরই হয়
১৬. শুদ্ধ বানানগুচ্ছ কোনটি?
Ans:ত্রিভুজ, প্রনয়ণ, বিমর্ষ
১৭. সাহিত্য সম্রাট হিসাবে কাকে অভিহিত করা হয়?
Ans:বঙ্কিমচন্দ্র চট্টোপধ্যায়
১৮. ‘বনফুল’ কার ছদ্মনাম?
Ans:বলাইচাঁদ
১৯. নিচের কোনটি মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস?
Ans:একটি কালো মেয়ের কথা
২০. কোন বাগধারাটির অর্থ ভিন্ন?
Ans:আদায়- কাঁচকলায়
২৬। চর্যাপদ কোথা থেকে আবিষ্কার করা হয়?
উ: নেপাল
২৭। খনার বচন কি সংক্রান্ত?
উ: কৃষি
২৮। ‘ব্রজবুলি’ একটি-
উ: ভাষা
২৯। ‘মার্সিয়া’ শব্দের উৎস ভাষা-
উ: আরবি
৩০। কোন গ্রন্থটি আলাওল রচিত?
উ: তোহফা
৩১। বত্রিশ সিংহাসন-এর রচয়িতা কে?
উ: মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার
৩২। বাংলা সাহিত্যে চলিত ভাষায় রচিত প্রথম গ্রন্থ-
উ: বীরবলের হালখাতা
৩৩। পরশুরাম কার ছদ্মনাম?
উ: রাজশেখর বসু।
৩৪। বাংলা কাব্যে ‘ভোরের পাখি’ বলা হয়-
উ: বিহারীলাল চক্রবর্তী
৩৫। ‘তত্ত্ববোধিনী’ পত্রিকার সম্পাদক কে ছিলেন-
উ: অক্ষয়কুমার দত্ত
৩৬। কোনটি জসীমউদদীনের কাব্য নয়?
উ: মানসী
৩৭। কবি সুকান্ত ভট্টাচার্য কত বছর বয়সে মারা যান?
উ: ২১
৩৮। কোন কাব্যগ্রন্থের জন্য রবীন্দ্রনাথ নোবেল পুরস্কার লাভ করেন?
উ: গীতাঞ্জলি
৩৯। বাংলা সাহিত্যের প্রথম সার্থক উপন্যাস কোনটি?
উ: দুর্গেশনন্দিনী
৪০। কোনটি কাজী নজরুল ইসলামের রচনা?
উ: রুদ্রমঙ্গল
৪১। শুদ্ধ বানান কোনটি?
উ: মূর্ধন্য
৪২। কোনটি নাসিক্য ধ্বনি?
উ: ম
৪৩। ণত্ব ও ষত্ব বিধান ব্যাকরণের কোন অংশে আলোচিত হয়?
উ: ধ্বনিতত্ত্ব
৪৪। কোনটি সঠিক?
উ: চলাকালে
৪৫। ‘মনীসা’ শব্দের সন্ধি বিচ্ছেদ হল-
উ: মনস+ঈষা
৪৬। দোসরা তারিখ জ্ঞাপক শব্দটি কোন ভাষা থেকে এসেছে-
উ: হিন্দি
৪৭। সচিব কোন ধরনের শব্দ?
উ: পারিভাষিক

৪৮। সর্বভুক শব্দের অর্থ কি?
উ: আগুন
৪৯। ‘নিদাখ’ শব্দে ‘নি’ উপসর্গটি কী অর্থে ব্যবহৃত হয়েছে?
উ:
৫০। ‘গিন্নী’ কোন শ্রেণির শব্দ?
উ: অর্ধ-তৎসম শব্দ

# বাংলা ভাষার তিনটি মৌলিক অংশ রয়েছে। এগুলো হল ?
উঃ ধ্বনি,শব্দ,বাক্য
# “গরল” শব্দের বিপরীত শব্দ কি ?
উঃ অমৃত
# “এ এক বিরাট সত্য” এখানে সত্য কোন পদ রূপে ব্যবহৃত হয়েছে ?
উঃ বিশেষ্য
#“ অচেনা” কোন সমাস ?
উঃ তৎপুরুষ
#“গাড়ী ষ্টেশন ছাড়ে”। এখানে ষ্টেশন কোন কারকে কোন বিভক্তি ?
উঃ অপাদান কারকে শূন্য
# কবি কাজী নজরুল ইসলামকে ভারতের নিম্নোক্ত জাতীয় পদক প্রদান করা হয়?
উঃ পদ্মভূষণ
# “মাটির ময়না” চলচ্চিত্রের নির্মাতা কে?
উঃ তারেক মাসুদ
# লিঙ্গান্তর হয় না। এমন শব্দ কোনটি ?
উঃ কবিরাজ
# নির্ভুল বানান কোনটি ?
উঃ মুহুর্মুহু
# বাংলা সাহিত্যের প্রথম নারী কবি কে ?
উঃ চন্দ্রাবতী
# ওমর খৈয়াম কোন দেশের কবি ?
উঃ কোনটিই নয়।
# চেটে খাওয়ার যোগ্য?
উঃ লেহ্য
# সন্ধি বিচ্ছেদ পুরস্কার
উ: পুরঃ+কার # চোখের বালি এর অর্থ
উ: শত্রু # কৃতঘ্ন অর্থ
উ: যে উপকারীর অপকার করে
# চক্ষু দ্বারা গৃহীত
উ: চাক্ষুষ
# মোদের গরব, মোদের আশা, আমরি বাংলা ভাষা কার উক্তি –
উ: কোনটি নয় (অতুল প্রসাদ সেন সঠিক উত্তর)
# বাংলা নারী জাগরণের পথিকৃৎ বেগম রোকেয়ার জন্মস্থান
উ: রংপুর
# যা স্থায়ী নয়
উ: অস্থায়ী
# আমানত অর্থ
উ: গচ্ছিত।
# খেচর শব্দের অর্থ কী?
উ: পাখি
# প্রথিতযশা শব্দের অর্থ কী?
উ: খ্যাতনামা
# বাগধারার অর্থ নির্ণয় করুন: ‘ধামাধারা’
উ: চাটুকারিতা
# ‘আদ্যোপান্ত’ শব্দের অর্থ কী?
উ: আগাগোড়া
# শুদ্ধ বানান কোনটি?
উ: মাধ্যাকর্ষণ
# দুহিতা শব্দের অর্থ কী?
উ: কন্যা
# সমীরণ শব্দের অর্থ কী?
উ: বাতাস
# প্রসন্ন এর বিপরীতার্থক শব্দ কোনটি?
উ: বিষণ্ন
# অন্তরঙ্গ-এর বিপরীতার্থক শব্দ কোনটি?
উ: বহিরঙ্গ
# যিনি বিদ্যা লাভ করিয়াছেন
উ: কৃতবিদ্যা
# সমুদ্র হতে হিমালয় পর্যন্ত বাক্যাংশের অংশ হিসেবে কোনটি সঠিক?
উ: হিমালয় পর্যন্ত
# ‘বিড়ালের আড়াই পা’ বাগধারাটির অর্থ কি?
উ: বেহায়াপনা
# যে যে পদে সমাস হয় তাদের প্রত্যেকটিকে কি পদ বলে?
উ: সমস্যমান পদ
# ‘সূর্য দীঘল বাড়ী’ কোন ধরনের রচনা?
উ: উপন্যাস
# কোনটি সঠিক সন্ধি বিচ্ছেদ?
উ: সম্+চয়=সঞ্চয়
# ‘কোথায় থাকা হয়’ এটি কোন বাচ্যের উদাহরণ?
উ: ভাববাচ্য
# নিশীথ রাতে বাজছে বাঁশি এখানে নিশীথ কোন পদ?
উ: বিশেষণ
# ষাট বছর পূর্ণ হওয়ার উৎসবকে এককথায় বলে:
হীরক জয়ন্তী
# কোন সন্ধি বিচ্ছেদটি ভুল?
দু+লোক=দ্যুলোক
# বাবা শব্দটি কোন ভাষা থেকে এসেছে?
তুর্কী
# কোন ভাষায় সাহিত্যের আভিজাত্য প্রকাশ পায়?
সাধু ভাষায়
# ‘বগুড়ার চিনিপাতা দই সুস্বাদু’-বাক্যটির চিনিপাতা কোন কারক?
করণ
# ‘ভানুমতির খেল’ প্রবচনটি বোঝায়-
ভেলকিবাজি
# সঠিক বাক্য কোনটি?
আমার কথা প্রমাণ হলো।
# অপমান শব্দের অপ উপসর্গটি কোন অর্থে ব্যবহৃত?
বিপরীত।
# ছায়া হরিণ কার গ্রন্থ:
আহসান হাবীব
# খিড়কি শব্দের বিপরীতার্থক শব্দ-
সিংহদ্বার
# ছেলে তো নয় যেন ননীর পুতুল- এখানে ‘যেন’
অব্যয়
# পুলিন’ শব্দের সমার্থক শব্দ কোনটি?
কূল
# গাছ পাথর বাগধারাটির অর্থ-
হিসাব-নিকাশ
# Bad workman quarrels with his tools- বাক্যটির যথাযথ বঙ্গানুবাদ:
নাচতে না জানলে উঠান বাঁকা
# কোন বানানটি শুদ্ধ?
স্বায়ত্তশাসন
# শিল্পসম্মত বাংলার গদ্যরীতির জনক হিসাবে খ্যাত সাহিত্যিকের নাম:
প্রমথ চৌধুরী
# মহাকবি নন-
রবীন্দ্রনাথ ঠাকুর
# বাংলা ভাষায় ব্যঞ্জনবর্ণ কয়টি?
৩৯টি
# বাগধারা হিসাবে প্রয়োগ করা হয় কোন শব্দটি?
চোখের বালি
১. ‘যিনি অনেক দেখেছেন’ এক কথায় বলে-
উ: ভূয়োদর্শী
২. শুদ্ধ বানান কোনটি?
উ: মনঃকষ্ট
৩. ‘খিড়কি’ শব্দের বিপরীতার্থক কোনটি?
উ: সিংহদ্বার
৪. ‘ছেলে তো নয় যেন ননীর পুতুল’-এখানে ‘যেন’-
উ: অব্যয়
৫. ‘পুলিন’ শব্দের সমার্থক শব্দ কোনটি?
উ: কুল
৬. ‘হাভাতে’ কোন সমাস?
উ: অব্যয়ীভাব
৭. ‘গাছ পাথর’ বাগধারাটির অর্থ-
উ: হিসাব-নিকাশ ৮. Bad workman quarrels with his tools-বাক্যটির যথাযথ অনুবাদ-
উ: নাচতে না জানলে উঠান বাঁকা।
৯. মহাকবি নন-
উ: রবীন্দ্রনাথ ঠাকুর
১০. নদী ও নারী উপন্যাসের রচয়িতা কে?
উ: হুমায়ুন কবির
১১. ‘টাকায় টাকা আনে’ এ বাক্যে ‘টাকায়’ পদটি কোন কারকে কোন বিভক্তি?
উ: অপাদানে ৭মী।
১২. পুত্রের নিকট মাতার পত্রের সম্বোধন কোনটি হবে?
উ: স্নেহাসম্পদ
১৩. বশির আমাকে বলল, ‘আমি এক্ষণি আসছি’-পরোক্ষ উক্তিতে বাক্যটি কী হয়? উ: বশির আমাকে বলল যে সে তক্ষুণি যাচ্ছে।
১৪. বাগধারা হিসাবে প্রয়োগ করা হয় না কোন শব্দটি?
উ: চোখের জল।
১৫. ‘গবেষণা’ শব্দের সঠিক সন্ধি-বিচ্ছেদ কোনটি?
উ: গো+এষণা
১. ”যা লাফিয়ে চলে’-এক কথায় বলে?
উলস্ফ///লাফবাজ///দড়াবাজ///@@প্লবগ
২. নারীকে সম্বোধনের ক্ষেত্রে প্রযোজ্য হবে @@কল্যাণীয়েষু///কল্যাণবরেষু///
শ্রদ্ধাস্পদেষু///শ্রদ্ধাস্পদেসু
৩. ‘Nothing succeeds like success’ -এর বঙ্গানুবাদ হলো-
চোর পালালে বুদ্ধি বাড়ে///জীবন থাকলেই আশা থাকবে///@@জলেই জল বাঁধে///চাঁদেও কলঙ্ক আছে
৪. ‘আমার গানের মালা আমি করব কারে দান।’ -বাক্যটিতে ‘কারে’ শব্দটি কোন কারকে কোন বিভক্তি?
করণে সপ্তমী///@@কর্মে সপ্তমী///কর্তায় সপ্তমী///অপাদানে সপ্তমী
৫. ‘পঞ্চনদ’-কোন সমাস? @@দ্বিগু ///কর্মধারয়///দ্বন্দ্ব///অব্যয়ীভাব
৬. কোন গ্রন্থটি মহাকাব্য? অবকাশ রঞ্জিনী///@@বৃত্রসংহার///বিরহ বিলাপ///বীরাঙ্গনা কাব্য
৭. ‘রামগরুড়ের ছানা’ কথাটির অর্থ- কাল্পনিক জন্তু///@@গোমড়ামুখো লোক///বোকা///পুরাণোক্ত পাখি
৮. নিচের কোন বানানগুচ্ছ শুদ্ধ?
পিশাচ, শিরোচ্ছেদ, নূপুর///@@পিশাচ, শিরচ্ছেদ, নূপুর///পিচাশ, শিরচ্ছেদ, নুপূর///পিশাচ, শিরোচ্ছেদ, নুপুর
৯. বাংলা সাহিত্যের ভোরের পাখি কে? প্রমথ চৌধুরী///ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর///
@@বিহারীলাল চক্রবর্তী///দীনেশচন্দ্র সেন
১০. ‘আবোল-তাবোল’ কার লেখা: @@সুকুমার রায়///সুকান্ত ভট্টাচার্য///অক্ষয় কুমার বড়াল///সত্যজিৎ রায়
১১. কোনটির আগে স্ত্রীবাচক শব্দ যোগ করে লিঙ্গান্তর করতে হয়? @@কবি///নেতা///দাতা///বাদশা
১২ ‘সাহেব’ শব্দের বহুবচন কোনটি? সাহেবমন্ডলী///সাহেবসমূহ///সাহেবকূল///
@@সাহেবান
১৩. কোন বাগধারাটির অর্থ ভিন্ন? অহিলকুল সম্বন্ধ///@@ঢাকের কাঠি///আদায় কাঁচকলা///দা-কুমড়া
১৪. ‘শশাঙ্ক’-এর সমার্থক শব্দ কোনটি? খরগোশ///সমুদ্র///সূর্য///@@চাঁদ
১৫. বাংলা ব্যাকরণ প্রথম রচনা করেন কে? ড. সুনীতি কুমার চট্টোপাধ্যায়///উইলিয়াম কেরী///@@নাথিয়েল ব্রাসি হ্যালহেড///ড. মুহাম্মদ শহীদুল্লাহ
২১. ‘প্রাগৈতিহাসিক’ গল্পের রচয়িতা- মানিক বন্দ্যোপাধ্যায় ২২. চাষাভুষার কাব্য কার রচনা? নির্মলেন্দু গুণ ২৩. নিচের কোন গ্রন্থ রবীন্দ্রনাথ ঠাকুর রচিত নয়? দোলনচাঁপা
২৪. নিচের কোন বানান শুদ্ধ? সমীচীন,বাল্মিকী
২৫. ‘মিতালি’ কোন প্রকৃতির শব্দ? যৌগিক
২৬. ‘বিষাদ-সিন্ধু’ উপন্যাসের নায়কের নাম কি? ইমাম হোসেন
২৭. ‘ও কি গাড়িয়াল ভাই কত রব আমি পান্থের দিকে চাইয়া রে-‘কোন ধরনের গান? ভাওয়াইয়া
২৮. ক্ষীয়মান এর বিপরীত শব্দ কি? বর্ধমান
২৯. ‘মানচিত্র’ নাটক কে রচনা করেন? আনিস চৌধুরী
৩০. ‘জীবন-প্রভাত’ কোন ধরনের উপন্যাস? ঐতিহাসিক
৩১. ‘কাননে কুসুম কলি সকলি ফুটিল’-এই বাক্যে কাননে কোন কারকে কোন বিভক্তি? অধিকরণে ৭মী
৩২. ‘কোথায় স্বর্গ কোথায় নরক কে বলে তা বহুদূর’-এই অমর পঙক্তির রচয়িতা- শেখ ফজলল করিম
৩৩. অনূদিত গ্রন্থ ‘নি:সঙ্গতার একশ বছর’-এর মূল লেখক- গ্যাব্রিয়েল গার্সিয়া মার্কেজ
৩৪. ‘সাহিত্যের কাছে প্রত্যাশা’-কার লেখা বই? যতীন সরকার
৩৫. ম্যাক্সিম গোর্কির ‘মা’ কোন ভাষায় রচিত? রুশ




About imran

Check Also

বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ

আবেদনের শেষ সময়: ১৬-০৩-২১ খ্রি.পদের নাম, সংখ্যা ও যোগ্যতা১। অ্যাসিস্ট্যান্ট লাইব্রেরিয়ান(গ্রেড ১৩)- ৪ জন-লাইব্রেরী সাইন্সে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook