১. গীতাঞ্জলি কার রচিত গ্রন্থঃ
উ: রবীন্দ্রনাথ ঠাকুর
২. ফল পাকলে মরে যায় এমন গাছ
উ: ওষধি
৩. কোন শব্দটি ‘অমৃত’ শব্দের বিপরীতার্থক শব্দ ?
উ: গরল
৪. কোনটি অশ্বের ডাক?
উ: হ্রেষা
৫. কোন লেখক মুসলিম নারী জাগরণের অগ্রদূত?
উ: বেগম রোকেয়া
৬. হাতে আসা-এর যথার্থ অর্থ –
উ: আয়ত্তে আসা
৭. ‘একাদশে বৃহস্পতি’ বলতে কী বোঝায় ?
উ: সৌভাগ্যের বিষয়
৮. “আকাশ’ শব্দের সমার্থক কোনটি ?
উ: অম্বর
৯. শুদ্ধ বানান কোনটি ?
উ: শূন্য
১০. Civil societyএর পরিভাষা কী ?
উ: সুশীল সমাজ
১১. বাংলা বর্ণমালায় মোট বর্ণ কতটি ?
উ: ৫০
১২. নিচের কোন শব্দটি ভিন্নার্থক?
উ: প্রবাহিনী
১৩. নিচের কোনটি অর্ধ-তৎসম শব্দ?
উ: হস্ত
১৪. পথের দাবি উপন্যাসের রচয়িতা কে?
উ: শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
১৫. গৃহী শব্দের বিপরীতার্থক শব্দ-
উ: সন্ন্যাসী
১৬. নিচের কোন বানানটি শুদ্ধ ?
উ: পিপীলিকা
১৭. ভাষা-আন্দোলন বিষয়ক উপন্যাস কোনটি ?
উ: আরেক ফাল্গুন
১৮. ‘পার হইয়া’ এর চলতি রূপ কোনটি ?
উ: পার হয়ে
১৯. ‘কোমল’ এর বিপরীত শব্দ কোনটি?
উ: কর্কশ
২০. “বায়স’ শব্দের অর্থ কী?
উ: কাক
২১. বাবা শব্দটি কোন ভাষা থেকে এসেছে?
উ: তুর্কী
২২. ‘তামার বিষ’ বাগধারার প্রকৃত অর্থ কী?
উ: অর্থের কুপ্রভাব
২৩. ‘শেষের কবিতা’ কী ধরনের গ্রন্থ?
উ: উপন্যাস
২৪. ‘তটিনী’ এর সমার্থক শব্দ কোনটি?
উ: নদী
২৫. ‘লাভ করার ইচ্ছা’ এক কথায়-
উ: লিপ্সা
২৬. রূপসী বাংলার কবি কে?
উ: জীবনানন্দ দাশ
২৭. ‘শিষ্টার’ –এর সমার্থক শব্দ
কোনটি? সদাচার ২৮. বাংলা
ভাষায় কয়টি যৌগিক স্বরবর্ণ
রয়েছে?
উ: ২ টি
২৯. “ষ্ণ” যুক্ত বর্ণটি
ভাঙলে কোন দুটি বর্ন
পাওয়া যায়?
উ: ষ+ণ
৩০. নিচের কোন শব্দ
অশুদ্ধ? সুকেশী, সুকেশা,
উ: সুকেশীনী, সুকেশিনী,
৩১. ‘আভরণ’ শব্দের সমার্থক
শব্দ কোনটি?
উ: অলংকার
৩২. ‘ফুলমনি ও করুণার
বিবরণ’ গ্রন্থটির রচয়িতা কে?
উ: হ্যানা ক্যাথেরিন
৩৩. ‘নবান্ন’ শব্দটি কোন প্রক্রিয়ায়
গঠিত?
উ: সমাস
৩৪. ক্রিয়াপদের মূল অংশকে বলা
হয়—
উ: ধাতু
৩৫. ‘শেষের কবিতা’ কোন ধরণের রচনা?
উ: উপন্যাস
৩৬. নিচের কোন বানানটি
শুদ্ধ?
উ: শারীরিক
৩৭. কোন কবিতার জন্য
কাজী নজরুল ইসলাম কারাবরণ
করেন?
উ: আনন্দময়ীর আগমনে
৩৮. যে ব্যয় করতে
কুন্ঠাবোধ করে—এক কথায়
প্রকাশ করলে হবে—
উ: ব্যয়কুণ্ঠ
৩৯. শুদ্ধ বানান কোনটি?
সান্তনা, সান্ত্বনা, স্বান্তনা, সান্তোনা
উ: সান্ত্বনা,
৪০. ‘রিক্সা’ কোন ভাষার শব্দ?
উ: জাপানী
৪১. বাংলা সাহিত্যের প্রাচীনতম
নিদর্শন পাওয়া যায়—
উ: নেপালে
৪২। ‘ব্রজবুলি’
ভাষার স্রস্টা—
উ: বিদ্যাপতি
৪৩. ফোর্ট উইলিয়াম কলেজে
বাংলা বিভাগ খোলা হয়—
উ: ১৮০১ সালে
৪৪. ‘আমার সন্তান যেন
থাকে দুধে-ভাতে’ উক্তিটি
কোন কাব্যের অন্তর্গত?
উ: অন্নদামঙ্গল কাব্যের
৪৫. বাংলা সাহিত্যের মধ্যযুগে
মুসলিম কবিদের উল্লেখযোগ্য অবদান—
উ: রোমান্টিক প্রণয়োপাখ্যান
৪৬. মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস কোনটি?
উ: নিষিদ্ধ লোবান
৪৭. ‘নয়নচারা’ কোন শ্রেণির রচনা?
উ: গল্প
৪৮. কাজী নজরুল ইসলামের
প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ—
উ: অগ্নিবীণা
৪৯. ‘আটকপালে’ বাগধারার অর্থ—
উ: হতভাগ্য
৫০. ‘স্বাধীনতা হীনতায় কে বাঁচিতে
চায়’- চরণটি কার রচনা?
উ: রঙ্গলাল
৫১। বাংলা ভাষা কোন ভাষা থেকে এসেছে?
উ: গৌড়ীয় প্রাকৃত
৫২। কোনটি মৌলিক স্বরধ্বনি?
উ: এ
৫৩। বাংলা ভাষারীতির কয়টি রূপ?
উ: দুইটি
৫৪। ষষ্ঠ এর সন্ধি বিচ্ছেদ কোনটি?
উ: ষষ্+থ
৫৫। নিচের কোনটি যোগরূঢ় শব্দ?
উ: পঙ্কজ
৫৬। ‘অদ্য’ শব্দটি কোন ভাষারীতির উদাহরণ?
উ: সাধু
৫৭। কোনটি ওষ্ঠ্য ধ্বনি?
উ: ভ, ম
৫৮। চন্দ্রের প্রতিশব্দ নয়-
উ: সবিতা
৫৯। কোন বানানটি শুদ্ধ?
উ: মুমূর্ষু
৬০। কোনটি তৎপুরুষ সমাস?
উ: মধুমাখা
৬১। ‘পাখির নীড়ের মতো চোখ তুলে নাটোরের বনলতা সেন’-এখানে ‘নীড়’ শব্দটি কী অর্থে ব্যবহৃত হয়েছে?
উ: আশ্রয়
৬২। শুদ্ধ বানান কোনটি?
উ: প্রাণিকুল
৬৩। ‘গোবর গণেশ’ বাগধারাটির অর্থ কী?
উ: নিরেট মূর্খ
৬৪। কোনগুলো দন্ত্যধ্বনি?
উ: ত থ দ ধ
৬৫। কোনটি দেশি শব্দ?
উ: কুলা
৬৬। কোনটি ধ্বনি বিপর্যয়ের উদাহরণ?
উ: লাফ>ফাল
৬৭। পতাকা এর সমার্থক শব্দ কোনটি?
উ: কেতন
৬৮। নয়ন শব্দটির সঠিক প্রত্যয় নির্ণয়-
উ: নে+অন
৬৯। বাক্যে বিস্ময়সূচক (!) চিহ্ণ থাকলে কতক্ষণ থামতে হয়?
উ: এক সেকেন্ড
৭০। ‘অলীক’ এর বিপরীত শব্দ-
উ: বাস্তব
৭১। ‘পড়ায় আমার মন বসে না’-এখানে পড়ায় কোন কারকে কোন বিভক্তি?
উ: অধিকরণ কারকে ৭মী বিভক্তি
৭২। কোনটি দ্বিগু সমাস?
উ: সপ্তাহ
৭৩। ‘নদী’ এর সমার্থক শব্দ কোনটি?
উ: সরিৎ
৭৪। নাদ শব্দের অর্থ কি?
উ: সিংহের ডাক
৭৫। অনুবাদ কত প্রকার?
উ: ২ প্রকার
৭৬। রবীন্দ্রনাথ পতিসর
৭৭। প্রাচীন যুগ -চর্যাপদ
৭৮। সুফিয়া কামাল- তাহারেই পড়ে মনে
৭৯। কোর্মা – তুর্কি
৮০। দ্ধ – দ + ধ
৮১। রবীন্দ্রনাথের শেষ কাব্যগ্রন্থ- শেষ লেখা
৮২। বেগম রোকেয়ার লিখিত নয় – পদ্মাবতী
৮৩। ‘কাদম্বিনী’ চরিত্রটি – জীবিত ও মৃত
৮৪। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর – ১৯ শতক
৮৫। আমার ভাইয়ের রক্তে রাঙানো- গাফফার চৌধুরী
৮৬। ‘স্বাধীন’ = স্ব+অধীন
৮৭। মাইকেল মধুসূদন মহাকাব্য – মেঘনাদবধ কাব্য
৮৮। জসীম উদ্দীনের কাব্যগ্রন্থ – রাখালী
৮৯। সমাসবদ্ধ নয়? – বিদ্যালয়
৯০। মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র? – গেরিলা
৯১। অমিত্রাক্ষর ছন্দের প্রবর্তক – মধুসূদন দত্ত
৯২। ‘নুরলদীনের সারাজীবন’ – কাব্যনাট্য
৯৩। বানানটি শুদ্ধ- মুহূর্ত
৯৪। আখতারুজ্জামান ইলিয়াস- চিলেকোঠার সেপাই
৯৫। কাজী নজরুল ইসলামের প্রবন্ধ – রুদ্রমঙ্গল
৯৬। হুমায়ূন আজাদের উপন্যাস – লাল নীল দীপাবলী
৯৭। ভাত -তদ্ভব
৯৮। ‘নীপ’ শব্দের অর্থ – কদম
৯৯। ‘রুপসী বাংলা’ -জীবনানন্দ দাশ
১০০। ‘আনন্দলোকে মঙ্গলালোকে বিরাজ সত্য সুন্দর’-রবীন্দ্রনাথ
2 comments
Pingback: প্রাথমিক শিক্ষক নিয়োগের প্রথম ধাপের প্রশ্নগুলোর সঠিক সমাধান - প্রশ্ন ব্যাংক
Pingback: প্রাথমিক শিক্ষক নিয়োগের ২য় ধাপের প্রশ্নগুলোর সঠিক সমাধান - প্রশ্ন ব্যাংক