১। ‘রোলিহ্লাহ্লা, ডালিভুঙ্গা, মাদিবা’ এসব কোন নেতার উপনাম?
উত্তর: নেলসন ম্যান্ডেলা
২। ডেনমার্কের রাজধানী কোনটি?
উত্তর: কোপেনহেগেন
৩। ২১তম বিশ্বকাপ ফুটবলের মাসকটের নাম কী?
উত্তর: জাবিভাকা
৪। আয়তনে পৃথিবীর সবচেয়ে বড় দেশের নাম কী?
উত্তর: রাশিয়া
৫। বার্লিন ওয়ালের দৈর্ঘ্য কত ছিল?
উত্তর: ১৫৫ কি.মি
৬। সোভিয়েত ইউনিয়ন ভেঙে কয়টি রাষ্ট্র হয়েছিল?
উত্তর: ১৫
৭। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১ম মুসলমান ভিসি কে ছিলেন?
উত্তর: স্যার এএফ রহমান
৮। ‘ইন্ডিয়া হাউজ’ কোথায় অবস্থিত?
উত্তর: যুক্তরাজ্য
৯। বাল্টিক রাষ্ট্র কয়টি?
উত্তর: ৩
১০। সাহিত্যে নোবেলজয়ী ১ম নারী কে?
উত্তর: সেলমা লেগারলফ
১১। বাংলাদেশের জাতীয় প্রতীকে কয়টি তারকা রয়েছে?
উত্তর: ৪
১২। জাতীয় প্রতীকের তারকাগুলো দিয়ে কী বুঝানো হয়েছে?
উত্তর: মূলনীতি
১৩। বাংলাদেশের জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসন কতটি?
উত্তর: ৫০
১৪। বাংলাদেশের জাতীয় সংসদের ইংরেজি নাম কী?
উত্তর: House of the Nation
১৫। বঙ্গবন্ধু স্যাটেলাইট-০১ এর প্রস্তুতকারক প্রতিষ্ঠান কোনটি?
উত্তর: থ্যালেস অ্যালেনিয়া স্পেস
১৬। বঙ্গবন্ধু স্যাটেলাইটটি মহাকাশে যেখানে অবস্থান করবে-
উত্তর: ১১৯.১ ডিগ্রি পূর্ব দ্রাঘিমাংশে
১৭। বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ কবে উৎক্ষেপণ করা হয়েছে?
উত্তর: ১২ মে, ২০১৮
১৮। বিশ্বের কততম দেশ হিসেবে বাংলাদেশ মহাকাশে স্যাটেলাইট উৎক্ষেপণ করেছে?
উত্তর: ৫৭তম
১৯। বর্তমানে বাংলাদেশের মানুষের মাথাপিছু আয় কত মার্কিন ডলার?
উত্তর: ১৭৫২
২০। নিচের কোন পণ্যটি বাংলাদেশের ‘White Gold’ নামে পরিচিত?
উত্তর: চিংড়ি
২১। সমতট অঞ্চলের জেলা –
উত্তর: কুমিল্লা
২২। ‘আলোকিত মানুষ চাই’ কোন সংগঠনের স্লোগান?
উত্তর: বিশ্ব সাহিত্য কেন্দ্র
২৩। বাংলাদেশের সর্বোচ্চ পর্বত শৃঙ্গের নাম কী?
উত্তর: মোদকটং
২৪। বর্তমানে বাংলাদেশের মোট সমুদ্র অঞ্চল কত বর্গ কিলোমিটার?
উত্তর: ১১৮৮১৩
২৫। বাংলাদেশ-ভারত ছিটমহল বিনিময় চুক্তি কার্যকর হয় কবে?
উত্তর: ১ আগস্ট, ২০১৫
২৬। আয়তনে বাংলাদেশের ক্ষুদ্রতম জেলা কোনটি?
উত্তর: নারায়ণগঞ্জ
২৭। ঘূর্ণিঝড় ও দুর্যোগের ক্ষেত্রে বাংলাদেশের একমাত্র পূর্বাভাস কেন্দ্র কোনটি?
উত্তর: স্পারসো
২৮। ‘সোয়াচ অব নো গ্রাউন্ড’ কোথায় অবস্থিত?
উত্তর: বঙ্গোপসাগর
২৯। ‘মুহুরীর চর’ কোন জেলায় অবস্থিত?
উত্তর: ফেনী
৩০। ‘SPARRSO’ কোন মন্ত্রণালয়ের অধীন?
উত্তর: প্রতিরক্ষা
৩১। ‘হাকালুকি’ হাওড় কোন জেলায় অবস্থিত?
উত্তর: মৌলভীবাজার
৩২। ষাটগম্বুজ মসজিদের গম্বুজ সংখ্যা কয়টি?
উত্তর: ৮১
৩৩। মুঘল আমলে বাংলাদেশের রাজধানী ছিল কোথায়?
উত্তর: সোনারগাঁও
৩৪। বাংলাদেশে ‘কৃষি দিবস’ পালিত হয়-
উত্তর: ১ অগ্রহায়ণ
৩৫। বাংলাদেশের একমাত্র ‘মৎস্য গবেষণা ইন্সটিটিউট’ কোথায় অবস্থিত?
উত্তর: ময়মনসিংহ