পরীক্ষার প্রস্তুতি – সাধারণ জ্ঞান

১। নেপালের শেষ রাজা কে ছিলেন?

উত্তর:  জ্ঞানেন্দ্র

২। পৃথিবীর সর্ববৃহৎ হ্রদের নাম কী?

উত্তর:  কাস্পিয়ান সাগর

৩। শত বর্ষব্যাপী যুদ্ধের মেয়াদকাল-

উত্তর:  ১৩৩৭-১৪৫৩

৪। কে ফরাসি বিপ্লবের নেতা ছিলেন?

উত্তর:  রোবস্ পিয়ার

৫। পোল্যান্ডের মুদ্রার নাম কী?

উত্তর:  জলোটি

৬। ব্যাটমিন্টন যে দেশের জাতীয় খেলা-

উত্তর:  মালয়েশিয়া

৭। নিচের কোন দেশটির সঙ্গে সর্বাধিক রাষ্ট্রের সীমানা রয়েছে?

উত্তর:  চীন

৮। কঙ্গো কার উপনিবেশ ছিল?

উত্তর:  বেলজিয়াম

৯। বঙ্গবন্ধু স্যাটেলাইটের ট্রান্সপন্ডার কতটি?

উত্তর:   ৪০

১০। ‘ওয়ান বেল্ট, ওয়ান রোড’-এর উদ্যোক্তা কোন দেশ?

উত্তর:  চীন

 

১১। ‘তোরাবোরা গুহা’ কোন দেশে অবস্থিত?

উত্তর:  আফগানিস্তান

১২। ইরানের সঙ্গে স্বাক্ষরিত ছয় জাতি পারমাণবিক চুক্তি থেকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রকে প্রত্যাহারের ঘোষণা দেন কবে?

উত্তর: নস ৮ মে, ২০১৮

১৩। বৈজ্ঞানিক সমাজতন্ত্রের জনক কার্ল মার্ক্সের ৫ মে ২০১৮ কততম জন্মবার্ষিকী পালিত হয়?

উত্তর:   ২০০

১৪। নিচের কোনটি স্ক্যানডিনেভিয়ান দেশ নয়?

উত্তর:  লাটভিয়া

১৫। ২১তম বিশ্বকাপ ফুটবলের বলের নাম কী?

উত্তর:  টেলস্টার

১৬। মালয়েশিয়ার বর্তমান প্রধানমন্ত্রীর নাম-

উত্তর:  মাহাথির মোহাম্মদ

১৭। সোকোত্রা দ্বীপটির মালিকানা কোন দেশের?

উত্তর:   ইয়েমেন

১৮। ফরাসি বিপ্লব কত সালে হয়েছিল?

উত্তর:   ১৭৮৯

১৯। ১৪ মে ২০১৮ প্রথম দেশ হিসেবে তেলআবিব থেকে জেরুজালেমে দূতাবাস উদ্বোধন করে-

‌উত্তর:  যুক্তরাষ্ট্র

২০। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বর্তমান উপাচার্য কোন বিভাগের শিক্ষক ছিলেন?

উত্তর:  ইসলামের ইতিহাস




About imran

Check Also

বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ

আবেদনের শেষ সময়: ১৬-০৩-২১ খ্রি.পদের নাম, সংখ্যা ও যোগ্যতা১। অ্যাসিস্ট্যান্ট লাইব্রেরিয়ান(গ্রেড ১৩)- ৪ জন-লাইব্রেরী সাইন্সে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook