১। প্রেশার কুকারে রান্না তাড়াতাড়ি হয় কারণ-
উত্তর: উচ্চচাপে তরলের স্ফুটনাংক বৃদ্ধি পায়
২। যে তিনটি মুখ্য বর্ণের সমন্বয়ের অন্যান্য বর্ণ সৃষ্টি করা যায়-
উত্তর: লাল, নীল, সবুজ
৩। ভৌগোলিকভাবে গুরুত্বপূর্ণ যে কাল্পনিক রেখাটি বাংলাদেশের ওপর দিয়ে গিয়েছে-
উত্তর: কর্কট ক্রান্তিরেখা
৫। মাছ অক্সিজেন নেয়-
উত্তর: পানির মধ্যে দ্রবীভূত বাতাস থেকে
৬। কচুশাক বিশেষভাবে মূল্যবান যে উপাদানের জন্য তা হল-
উত্তর: লৌহ
৭। সাধারণ ড্রাইসেলে ইলেট্রোড হিসেবে থাকে-
উত্তর: কার্বন দণ্ড ও দস্তার কৌটা
৮। দূরের বিদ্যুৎ উপাদন কেন্দ্র থেকে বিদ্যুৎ নিয়ে আসতে হলে হাইভোল্টেজ ব্যবহার করার কারণ- উত্তর: এতে বিদ্যুৎ-এর অপচয় কম হয়
৯। সংকর ধাতু পিতলের উপাদান হল-
উত্তর: তামা ও দস্তা
১০। আমাদের দেহ কোষ রক্ত থেকে গ্রহণ করে-
উত্তর: অক্সিজেন ও গ্লুকোজ
১১। পৃথিবীর ঘূর্ণায়নের ফলে আমরা ছিটকিয়ে পড়ি না-
উত্তর: মধ্যাকর্ষণ বলের জন্য
১২। নিচের কোনটি জীবাশ্ম জ্বালানি নয়-
উত্তর: বায়ো গ্যাস
১৩। বৈদ্যুতিক মোটর এমন একটি যন্ত্রকৌশল যা রূপান্তরিত করে-
উত্তর: তড়িৎ শক্তিকে যান্ত্রিক শাক্তিতে।
১৪। যে বায়ু সর্বদাই উচ্চচাপ অঞ্চল থেকে নিুচাপ অঞ্চলের দিকে প্রবাহিত হয় তাকে বলা হয়-
উত্তর: নিয়ত বায়ু।
১৫। জলজ উদ্ভিদ সহজে ভাসতে পারে কারণ-
উত্তর: এদের কাণ্ডে অনেক বায়ু কুঠুরি থাকে
[scrolling_box title=”পরীক্ষার প্রস্তুতী” display=”category” format=”” category=”45″ count=”6″]১৬. কোনটি সার্কভুক্ত দেশের রাজধানী নয়?
উত্তর: ব্যাংকক
১৭. সার্ক দেশগুলোর মধ্যে আয়তনে ক্ষুদ্রতম দেশ-
উত্তর: মালদ্বীপ
১৮. কোনটি দক্ষিণ এশিয়ার দেশ নয়?
উত্তর: মিয়ানমার ১৯. Which is the capital city of Pakistan?
উত্তর: Islamabad ২০. তক্ষশীলা কোন দেশে অবস্থিত?
উত্তর: পাকিস্তানে
২১. সোয়াত উপত্যকা কোন দেশে?
উত্তর: ভারত
২২. ভুটানের জনগণ সে দেশের ইতিহাসে প্রথমবারের মতো কখন ভোটাধিকার প্রয়োগ করেন?
উত্তর: মে ২০০৮
২৩. ভুটানের রাজধানী কী?
উত্তর: থিম্পু
২৪. অনুরাধাপুর কোথায় অবস্থিত?
উত্তর: শ্রীলংকা
২৫. শ্রীলংকার রাজধানী-
উত্তর: কলম্বো
২৬. নেপালের রাজতন্ত্রের বিলুপ্তি ঘটে কোন সালে?
উত্তর: ২০০৮
২৭. ২০০৭ সালে নেপালে কত বছরের পুরনো রাজতন্ত্রের বিলোপ ঘটে?
উত্তর: ২৪০ বছর
২৮. নেপালে সংসদীয় গণতন্ত্র প্রতিষ্ঠিত হয় কোন সালে?
উত্তর: ২০০৮
২৯. কোন দেশ সমুদ্রে তলিয়ে যাওয়ার আশঙ্কায় অন্যদেশে জমি ক্রয়ের চিন্তা করছে?
উত্তর: মালদ্বীপ
৩০. মধ্য এশিয়ার কোন দেশটির সঙ্গে আফগানিস্তানের সীমান্ত নেই?
উত্তর: কাজাকিস্তান
৩১. আফগানিস্তানের কোন জাতিগোষ্ঠীর সদস্যরা সংখ্যাগরিষ্ঠ?
উত্তর: পশতুন
৩২. পৃথিবীর সর্বোচ্চ বুদ্ধমূর্তিটি কোথায় অবস্থিত ছিল?
উত্তর: আফগানিস্তান
৩৩. কান্দাহার কোন দেশের শহর?
উত্তর: আফগানিস্তান
৩৪. যে শহরটি আফগানিস্তানের মধ্যে অবস্থিত নয়-
উত্তর: কোয়াটা
৩৫. আফগানিস্তান থেকে রাজতন্ত্র উৎখাত হয়ে প্রজাতন্ত্র প্রতিষ্ঠিত হয় কত সালে?
উত্তর: ১৯৭৩