Cell and Molecular Biology ৩য়বর্ষ নির্বাচনী পরীক্ষা -২০১৩

সরকারি এম এম কলেজ, যশোর।

৩য়বর্ষ নির্বাচনী পরীক্ষা -২০১৩

প্রানিবিদ্যা বিভাগ

কোর্স ঃ Cell and Molecular Biology

বিষয় কোড ঃ 3178

পূর্ণমান-৮০                                                           সময় – ৪ ঘন্টা

ক – বিভাগ

যেকোন ১০টি প্রশ্নের উত্তর দাও – 10´1=10

১.ক) জীবনের ভৌত ভিত্তি কোনটি ?

খ) কোষ চক্র কি ?

গ) ডিপ্লয়েড কোষ বলতে কি বুঝ ?

ঘ) DNA তে বিদ্যমান ক্ষারগুলির নাম লিখ।

ঙ) সর্বপ্রথম ক্রোমোজোম কে আবিষ্কার করেন ?

চ) সিনোসাইট কি ?

ছ) কোষীয় কোন অঙ্গানু প্রোটিন সংশ্লেষনে অংশগ্রহণ করে ?

জ) ট্রান্সলোকেশন কি ?

ঝ) ইন্টারফেজ কাকে বলে ?

ঞ) জীন কি ?

ট) নিউক্লিওসাইড কাকে বলে ?

ঠ) সহজাত ইমিউনিটি কাকে বলে ?

খ – বিভাগ

যেকোন ৫টি প্রশ্নের উত্তর দাও – 5´4 = ২০

২. প্রোক্যারিওটিক এবং ইউক্যারিওটিক কোষের মধ্যে পার্থক্য লিখ।

৩. ক্রোমোজোমাল অ্যাবারেশন বা ক্রোমোজোমের A¯^vfvweKZv  বলতে কি বুঝ ?

৪. কোষ বিভাজনের গুরুত্ব লিখ ।

৫. tRNA- এর ব্যাখ্যাসহ সংগ্যা দাও।

৬. 70s এবং 80s রাইবোজোমের মধ্যে ৪টি পার্থক্য লিখ।

৭. প্লাজমিডের প্রকারভেদ লিখ।

৮. সংক্ষেপে প্রোটিন সংশ্লেষনের প্রয়োজনীয় উপাদানসমূহ লিখ।

৯. কোষীয় ইমিউনিটি আলোচনা কর।

গ – বিভাগ

যেকোন ৫টি প্রশ্নের উত্তর দাও – 5´10 = ৫০

১০. প্লাজমামেমব্রেন গঠণে ফ্লুইড মোজাইক মডেলটি বর্ণনা কর।

১১. ক্রোমোজোমের ভৌত গঠণ বর্ণনা কর।

১২. বাংলাদেশে টীকাদান কর্মসূচী আলোচনা কর।

১৩. মাইটোসিস কোষ বিভাজন কি ? মাইটোসিস কোষ বিভাজনের ধাপসমূহ সংক্ষেপে আলোচনা কর।

১৪. নিউক্লিওটাইড কি ? একটি নিউক্লিওটাইডের রাসায়নিক গঠণ লিখ।

১৫.অ্যান্টিবডি কি ? ইমিউনোগ্লোবিনের গঠণ ও কাজ লিখ।

১৬. আমিষ সংশ্লেষন নিয়ন্ত্রনে Operon মডেলটি বর্ণনা কর।

১৭. জিনোমিক্স কি ? জীন ম্যাপের প্রকারভেদ গুলি আলোচনা কর।




About ইমরান

ইমরান হোসেন। প্রশ্ন ব্যাংক এর এডমিন, প্রতিযোগীতার এই যুগে পড়াশুনা হয়ে উঠুক অনলাইন ভিত্তিক। আপনাদের দোয়া ও সহয়োগীতা একান্ত কাম্য।

Check Also

Genetics & Animal Breeding

সরকারি এম এম কলেজ, যশোর। ৩য়বর্ষ নির্বাচনী পরীক্ষা -২০১২ প্রানিবিদ্যা বিভাগ কোর্স ঃ Genetics & …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook