বাংলাদেশ বিমান বাহিনী (বাংলাদেশ এয়ার ফোর্স, বিএএফ) বাংলাদেশের সামরিক বাহিনীর একটি অংশ। বর্তমানে এই বাহিনীতে ১৭,০০০ সদস্য কর্মরত আছেন, যাদের মধ্যে বৈমানিক আছেন ৩৫০০ এর অধিক।
‘বাংলার আকাশ রাখিব মুক্ত’ এই দৃপ্ত শপথে বলিয়ান বাংলাদেশ বিমান বাহিনী বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ-এ আসামের দিমাপুরে ২৮শে সেপ্টেম্বর ১৯৭১ সালে গঠিত হয়। মাত্র তিনটি বিমান নিয়ে এই বাহিনীর যাত্রা শুরু হয় যার মধ্যে ছিলো একটি ডাকোটা বিমান, একটি অটার বিমান এবং একটি অ্যালুয়েট-৩ হেলিকপ্টার।[২] ১৯৭১ এ পরাজিত পাকস্তান বিমান বাহিনীর ফেলে যাওয়া পাচঁটি ‘স্যাবর এফ-৮৬’ ই ছিলো এই বাহিনীর প্রথম জঙ্গী বিমান। বর্তমানে সেই ডাকোটা বিমান এবং অটার বিমান দুটি বিমান বাহিনী জাদুঘর এ এবং অ্যালুয়েট-৩ হেলিকপ্টারটি আগারগাওয়ে অবস্থিত মুক্তিযুদ্ধ জাদুঘরে সংরক্ষিত আছে প্রদর্শনের জন্য।
■ চাকরীর ধরনঃ বিজ্ঞপ্তি দেখুন।
■ আবেদনের শেষ তারিখঃ ২০/০২/২০১৯ খ্রিঃ
One comment
Pingback: প্রাইমারী নিয়োগ পরীক্ষার জন্য বাংলা গুরুত্বপূর্ণ ১০০ টি প্রশ্ন পর্ব -১ - প্রশ্ন ব্যাংক