২য়বর্ষ ইনকোর্স(২য়)পরীক্ষা -২০১৩ ননমেজর প্রাণিবিদ্যা

সরকারি এম এম কলেজ,যশোর ।
২য়বর্ষ ইনকোর্স(২য়)পরীক্ষা -২০১৩
প্রাণিবিদ্যা বিভাগ
বিষয়: ননমেজর প্রাণিবিদ্যা

পূর্ণমান-১৫ সময়: ৪০ মিনিট

যেকোন ৫টি প্রশ্নের উত্তর দাও। 5×3 =১৫
১. Petromyzon এর Branchial basket এর বর্ণনা দাও।
২. Lamprey ও Hagfish এর পার্থক্য লিখ।

৩. টেমপোরাল ফসা কি ? সরীসৃপের শ্রেণীবিন্যাসের গুরুত্ব লিখ।
৪. দৌড়বাজ ও উড়ুক্ক পাখির পার্থক্য লিখ।
৫. পেষ্ট কাকে বলে ? ধান অথবা পাটের ৩টি পেষ্টের বৈজ্ঞানিক নাম লিখ।




About ইমরান

ইমরান হোসেন। প্রশ্ন ব্যাংক এর এডমিন, প্রতিযোগীতার এই যুগে পড়াশুনা হয়ে উঠুক অনলাইন ভিত্তিক। আপনাদের দোয়া ও সহয়োগীতা একান্ত কাম্য।

Check Also

মানবদেহ সম্পর্কিত কিছু সাধারণ জ্ঞান

1. Q: সেলসিয়াস স্কেলে মানব দেহের স্বাভাবিক উষ্ণতা কত ? Answar: ৩৬.৯ ডিগ্রী 2. Q: …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook