৩৬তম বি সি এসের প্রশ্ন সমাধান

৩৬তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা শেষ হয়েছে। শুক্রবার সকালে এ পরীক্ষায় ২ লাখেরও বেশি শিক্ষার্থী অংশ নিয়েছেন। পরীক্ষার বাংলাদেশ বিষয়াবলীর প্রশ্নোত্তর আমাদের হাতে এসেছে। চলুন মিলিয়ে নেই:

১।তত্ত্বাবধায়ক সরকার বিলুপ্তি
-> ১৫সংশোধনী
২। বাংলাদেশের জাতীয় সংসদ কয় কক্ষ
–> ১
৩। বাংলাদেশের ১ম আদম শুমারী কব
–> ১৯৭৪সালে
৪। গণপরিষদে বাংলাভাষা কে রাষ্ট্রীয় স্বীকৃতি
–> ১৬ফ্রেব্রু ১৯৫৬
৫। মুক্তিযুদ্ধকালীন কোন তারিখে বুদ্ধিজীবীদের ওপর ব্যাপক হত্যাকান্ড
– >১৪ ডি:
৬। বাঙালী জাতীয় প্রধান অংশ কোন মূল জাতিগোষ্ঠীর
– >অষ্ট্রিক

৭। বাংলার সর্ব প্রাচীন জনপদের নাম
– >পুন্ড্র
৮। ঢাকার লালবাগের দূর্গ কে নির্মান করেন ?
– >শায়েস্তা
৯। বাংলার ‘ ছিয়াত্তরের মনন্তর ‘ এর সময় কাল
–> ১৭৭০
১০। ৬ দফা
–> ১৯৬৬
১১। বঙ্গবন্ধুর ১৯৭১সালের ৭ মার্চ ভাষণের পূর্ব পাকিস্তানে যে আন্দোলন চলছিল?
– >পূব পাকিস্তানের অসহযো্গ
১২। বাংলা ( দেশ ও ভাষা নামের উত্পত্তির বিষয়টি কোন গ্রন্থে
– >আইন-ই -আকরবী
১৩। কোন উপজাতি বা ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ধর্ম ইসলাম
– >পাঙন
১৪। ঢাকার ‘ধোলাই খাল কে খনন করেন ?
–> ইসলাম খান
১৫। বাংলাদেশের বৃহত্তর জেলা কয়টি ?image
– >১৯টি।
১৬। শুভলং ঝরণা কোথায়
– > রাঙামাটি
১৭। বাংলাদেশকে স্বীকৃতি প্রদানকারী প্রথম ইউরোপীয় দেশ
-> পূর্ব জার্মানি
১৮। সুন্দরবনের কত শতাংশ বাংলাদেশের ভৌগোলিক সীমায়
–> ৬২%
১৯। বাংলাদেশে রোপা আমন ধান কাটা হয় ?
-> অগ্রহায়ন -পৌষ
২০। ২৬শে মার্চ ১৯৭১এর স্বাধীনতা ঘোষণা বঙ্গবন্ধু জারী করেন
–> ওয়ারলেসের
২১। অগ্নিশ্বর কি
– > কলা
২২। সর্বদলীয় ভাষা সংগ্রাম পরিষদ
–> ৩১জানুয়ারী ১৯৫২।
২৩। বাংলাদেশের উষ্ণতম
–> লালপুর , নাটোর
২৪। বাংলাদেশের জাতীয় পতাকা কবে গৃহীত হয় ?
–> ১৭ জানুয়ারী ১৯৭২।
২৫। এমডিজির অন্যতম লক্ষ্য
– > ক্ষুধা ও দারিদ্র দূর করা
২৬। বর্তমানে সময়ে বাংলাদেশ সরকারের বড় অর্জন কোনটি ?
-> এই প্রশ্নের উত্তর পিএসসি জানে । তবে যুদ্ধরাধীদের বিচার হওয়ার সম্ভাবনা বেশি। তারপর বৈদেশিক মুদ্রার রিজার্ভ
২৭। একনেকে এর চেয়ারম্যান কে ?
—> প্রধানমন্ত্রী
২৮। বাংলাদেশের ভৌগোলিক অবস্থান
-> ৮৮ডি ০১ থেকে ৯২ ডি ৪১ পূর্ব দ্রাঘিমাংশে
২৯। বাংলাদেশের কতটি ‘ছিটমহল‘ বাংলাদেশের সীমায় অন্তভূক্ত হল
– > ১১১টি
৩০। কোন রাষ্ট্রীয় অনুষ্ঠানের জাতীয় সংগীতের কত চরণ বাজানো হয় ?
– > ৪।




About ইমরান

ইমরান হোসেন। প্রশ্ন ব্যাংক এর এডমিন, প্রতিযোগীতার এই যুগে পড়াশুনা হয়ে উঠুক অনলাইন ভিত্তিক। আপনাদের দোয়া ও সহয়োগীতা একান্ত কাম্য।

Check Also

বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ

আবেদনের শেষ সময়: ১৬-০৩-২১ খ্রি.পদের নাম, সংখ্যা ও যোগ্যতা১। অ্যাসিস্ট্যান্ট লাইব্রেরিয়ান(গ্রেড ১৩)- ৪ জন-লাইব্রেরী সাইন্সে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook