৪১তম বিসিএস পরীক্ষার প্রশ্ন ও সমাধান ২০২১

সেটঃ ০৪

সাধারণ জ্ঞান  আন্তর্জাতিক বিষয়াবলী  অংশ সমাধানঃ

১. আন্তর্জাতিক বিচার আদালত রোহিঙ্গা গণহত্যা বিষয়ক অন্তবর্তীকালীন রায়ে মিয়ানমারকে কয়টি নির্দিষ্ট ব্যবস্থা গ্রহণের কথা বলেছে? উত্তরঃ ৪ টি    

২. কোন দুটি দেশের মধ্যে সীমান্ত বিরোধ নিষ্পত্তির জন্য ২০১৯ সালের নোবেল শান্তি পুরস্কার দেয়া হয়

 উত্তরঃ ইরিত্রিয়া ও ইথিওপিয়া

৩. ব্রিটিশ ভারতের রাজধানী কলকাতা থেকে দিল্লিতে স্থানান্তরিত হয় কত সালে?

 উত্তরঃ ১২ ডিসেম্বর ১৯১১ (সঠিক উত্তর নাই)

৪. আন্তর্জাতিক মুদ্রা তহবিল কোন সালে গঠিত হয়?

 উত্তরঃ ১৯৪৫

৫. জাতিসংঘের কোন সংস্থা টি করোনাভাইরাস কে “pandemic” ঘোষণা করেছে ?

 উত্তরঃ WHO

৬. যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি নির্বাচনে ডেমোক্রেটিক দলের মনোনয়নের জন্য নূন্যতম কত জন ডেলিগেটের সমর্থন প্রয়োজন?

 উত্তরঃ ১৯৯১

৭. ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল কোন দেশ ভিত্তিক আন্তর্জাতিক সংস্থা

 উত্তরঃ জার্মানী (বার্লিন)

৮. সামরিক ভাষায় WMD অর্থ কি?  উত্তরঃ Weapons of mass destruction

৯. ২০২০ সালে প্রকাশিত আইনের শাসন সূচকে শীর্ষ স্থান অর্জন কারী দেশের নাম কি?  উত্তরঃ ডেনমার্ক

১০. ইনকা সভ্যতা কোন অঞ্চলে বিরাজমান ছিল?  উত্তরঃ দক্ষিণ আমেরিকা

১১. নিচের কোন দেশটিতে রাশিয়ার সামরিক ঘাঁটির সুবিধা বিদ্যমান?  উত্তরঃ উজবেকিস্তান

১২. ফিনল্যান্ড কোন দেশের উপনিবেশ ছিল?  উত্তরঃ রাশিয়া

১৩. এশিয়াকে আফ্রিকা মহাদেশ থেকে পৃথক করেছে কোন প্রণালী?  উত্তরঃ বাবেল মান্দেব প্রণালী

১৪. জাতিসংঘের কোন সংস্থা বার্ষিক বিশ্ব বিনিয়োগ প্রতিবেদন প্রকাশ করে?  উত্তরঃ UNCTAD

১৫. আন্তর্জাতিক আদালত মিয়ানমার কর্তৃক রোহিঙ্গা গণহত্যার অভিযোগে মামলা করে কোন দেশ?  উত্তরঃ গাম্বিয়া

১৬. কোন বিদেশী রাষ্ট্র বাংলাকে অন্যতম রাষ্ট্রভাষার মর্যাদা দিয়েছে?  উত্তরঃ সিয়েরা লিওন

১৭. জাতিসংঘ নামকরণ করেন?  উত্তরঃ রুজভেল্ট

১৮. কোন মুসলিম দেশ সামরিক জোট ন্যাটোর সদস্য?  উত্তরঃ তুরস্ক

১৯. নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন কোন বছর প্রতিষ্ঠিত হয়?  উত্তরঃ ১৯৪৯

২০. জার্মানির প্রথম নারী চ্যান্সেলর কে?   উত্তরঃ অ্যাঙ্গেলা মের্কেল

ভূগোল ও পরিবেশবিদ্যা অংশ সমাধানঃ

২১. একই পরিমাণ বৃষ্টিপাত অঞ্চল সমূহকে যে কাল্পনিক রেখার সাহায্যে দেখানো হয় তার নাম? উত্তরঃ আইসোহাইট

২২. বাংলাদেশের সবচেয়ে প্রাচীন বসতি কোনটি? উত্তরঃ পুন্ড্রবর্ধন

২৩. নিচের কোনটি সত্য নয়? উত্তরঃ গোবী মরুভূমি ভারতে অবস্থিত

২৪. দক্ষিণ গোলার্ধে উষ্ণতম মাস কোনটি? উত্তরঃ জানুয়ারি

২৫. মার্বেল কোন ধরনের শিলা? উত্তরঃ রূপান্তরিত

২৬. মধ্যম উচ্চতার মেঘ কোনটি? উত্তরঃ কিউমুলাস

২৭. বেঙ্গল ফ্যান ভূমিরূপটি কোথায় অবস্থিত? উত্তরঃ বঙ্গোপসাগরে

২৮. UDMC এর পূর্ণরূপ হল? উত্তরঃ Union Disaster Management Committee

২৯. ২০১৫ সালের প্যারিস চুক্তি সাথে সম্পর্কিত বিষয়বস্তু হলো? উত্তরঃ জলবায়ু পরিবর্তন হ্রাস

৩০. বঙ্গবন্ধু দ্বীপ কোথায় অবস্থিত? উত্তরঃ সুন্দরবনের দক্ষিণে

বিজ্ঞান সমাধান অংশ সমাধানঃ

৩১. আলোকবর্ষ ব্যবহার করে কি পরিমাপ করা হয়? উত্তরঃ দূরত্ব

৩২. সূর্যের নিকটতম নক্ষত্রের নাম?  উত্তরঃ প্রক্সিমা সেন্টরাই

৩৩. ১০০ ওয়াটের একটি বৈদ্যুতিক বাল্ব এক ঘন্টা চললে কত শক্তি ব্যয় হয়?

উত্তরঃ ৩৬০০০০ জুল  

বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ

৩৪. ইলেকট্রিক বাল্বের ফিলামেন্ট যার দ্বারা তৈরি? উত্তরঃ টাংস্টেন

৩৫. গ্রাফিন কার বহুরূপী? উত্তরঃ কার্বন

৩৬. আইনস্টাইন নোবেল পুরস্কার পান? উত্তরঃ আলোক-তড়িৎ ক্রিয়া ব্যাখ্যা প্রদানের জন্য

৩৭. মানবদেহে লোহিত কণিকার আয়ুষ্কাল কত দিন? উত্তরঃ উপরের কোনটিই নয় (১২০ দিন)

৩৮. নদীর পানির ক্ষেত্রে কোনটি সত্য? উত্তরঃ COD> BOD

৩৯. পাথফাইন্ডার এর মঙ্গলে অবতরণ সাল? উত্তরঃ ১৯৯৭

৪০. ওজোন স্তর বায়ুমণ্ডলের কোন স্তরে অবস্থিত? উত্তরঃ স্ট্রাটোমণ্ডল

৪১. কাঁদুনে গ্যাসের অপর নাম কি? উত্তরঃ ক্লোরোপিকরিন

৪২. কোন পানিতে অক্সিজেনের পরিমাণ বেশি? উত্তরঃ নদীর পানিতে

৪৩. হার্ট থেকে রক্ত বাইরে নিয়ে যায় কোন রক্তনালী? উত্তরঃ আর্টারি

৪৪. প্রোটিন তৈরি হয়? উত্তরঃ অ্যামিনো এসিড

৪৫. কোনটি পানিতে দ্রবীভূত হয় না? উত্তরঃ ক্যালসিয়াম কার্বনেট




About ইমরান

ইমরান হোসেন। প্রশ্ন ব্যাংক এর এডমিন, প্রতিযোগীতার এই যুগে পড়াশুনা হয়ে উঠুক অনলাইন ভিত্তিক। আপনাদের দোয়া ও সহয়োগীতা একান্ত কাম্য।

Check Also

ব্যাংকে নিয়োগ বিজ্ঞপ্তি-2021

ব্যাংকে বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে অফিসার (ক্যাশ) পদে ১৪৩৯ কর্মী নিয়োগআগ্রহী প্রার্থীদের অনলাইনে আগামী …

One comment

  1. Great content! Keep up the good work!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook