২য়বর্ষ নির্বাচনী পরীক্ষা -২০১৩ প্রানিবৈচিত্র্য (কর্ডেট)

সরকারি এম এম কলেজ,যশোর ।
২য়বর্ষ নির্বাচনী পরীক্ষা -২০১৩
প্রাণিবিদ্যা বিভাগ
বিষয়: প্রানিবৈচিত্র্য(কর্ডেট)

পূর্ণমান-৮০ সময়: ৪ ঘন্টা

ক-বিভাগ
যেকোন ১০টি প্রশ্নের উত্তর দাও। 10×1=10
১.ক) Chordata পর্বের উপপর্বগুলি কি কি?
খ) একটি
গ) Petromyzon এর লার্ভার নাম কি ?

ঘ) Agnatha ও Gnathostomata র মূল পার্থক্য কি ?
ঙ) Scoliodon এর করোটিকা ্লায়ূ কত জোড়া ?
চ) রুইমাছের পুচ্ছ পাখনা কোন প্রকৃতির ?
ছ) সিসিলিয়ান কাদের বলে ?
জ) কবুতরের প্রধান বায়ুথলি কয়টি ?
ঝ) লেজের পালককে কি বলে ?
ঞ) Primates বর্গের ২টি প্রাণীর নাম লিখ।
ট) মাস্টারগ্রন্থি কোন গ্রন্থিকে বলে ?
ঠ) জলজ স্তন্যপায়ী কোন বর্গের প্রানী ?

খ-বিভাগ
যেকোন ৫টি প্রশ্নের উত্তর দাও। 5×4 =২০
২. Cephalochordata উপপর্বেও বৈশিষ্ট্য লিখ।
৩. Lamprey ও Hagfish এর ৪টি পার্থক্য লিখ।
৪. Petromyzon এর Branchial basket এর বর্ণনা দাও।
৫. কবুতরের বায়ুথলির বর্ণনা দাও ?
৬. দন্তসংকেত কি ? উদহারনসহ Cavia ও দন্তসংকেত লিখ।
৭. ওয়েবেরিয়ান অসিকলস এর বর্ণনা দাও ?
৮. ৪টি Exotic fish এর বৈজ্ঞানিক নাম লিখ।
৯. সরীসৃপের শ্রেণিবিন্যাসে টেমপোরাল ফসার গুরূত্ব লিখ।
অথবা
ডাইনোসরদের বিলুপ্তির ৪টি কারণ উল্লেখ কর।
১০. ফিল্টার ফিডিং বলিতে কি বুঝ ? Branchiostoma র খাদ্য গ্রহন পদ্ধতি বর্ণনা দাও।
১১. Petromyzon এর অ্যামোসিটিস লার্ভার বর্ণনা দাও ও রূপান্তর লিখ।
১২.মাছের বিভিন্ন প্রকার পুচ্ছ পাখনার বর্ণনা দাও।
১৩.হাঙ্গরের রেচন জননতন্ত্রের বর্ণনা দাও।
১৪. জীবিত উভচরদের বর্গ পর্যন্ত শ্রেণিবিন্যাস কর ও ১টি করে উদাহরণ দাও।
১৫. কুনোব্যাঙের ট্যাডপোল লার্ভার বর্ণনাসহ রুপান্তর বর্ণনা কর।
১৬. প্রতীপ রূপান্তর কাকে বলে ? Ascidia প্রতীপ রূপান্তর ব্যাখ্যা কর।
১৭.ক) জলজ স্তন্যপায়ী প্রানীদের বৈশিষ্ট্য ও অভিযোজন লিখ।




About ইমরান

ইমরান হোসেন। প্রশ্ন ব্যাংক এর এডমিন, প্রতিযোগীতার এই যুগে পড়াশুনা হয়ে উঠুক অনলাইন ভিত্তিক। আপনাদের দোয়া ও সহয়োগীতা একান্ত কাম্য।

Check Also

মানবদেহ সম্পর্কিত কিছু সাধারণ জ্ঞান

1. Q: সেলসিয়াস স্কেলে মানব দেহের স্বাভাবিক উষ্ণতা কত ? Answar: ৩৬.৯ ডিগ্রী 2. Q: …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook