২য়বর্ষ ইনকোর্স পরীক্ষা -২০১৩ ননমেজর প্রাণিবিদ্যা

সরকারি এম এম কলেজ,যশোর ।
২য়বর্ষ ইনকোর্স পরীক্ষা -২০১৩
প্রাণিবিদ্যা বিভাগ
কোর্স: ননমেজর প্রাণিবিদ্যা

পূর্ণমান-১৫ সময়: ৪৫মিনিট
ক-বিভাগ
যেকোন ৭টি প্রশ্নের উত্তর `vI-7×1=7
১.ক) প্রতীপ রুপান্তর বলিতে কি বুঝ ?
খ) Ascidia র লার্ভার নাম কি ?
গ) Chordata পর্বের উপপর্বগুলির নাম লিখ।
ঘ) কবুতরের লেজের পালককে কি বলে ?
ঙ) পাখির ২টি প্রধান বৈশিষ্ট্য লিখ।
চ) কবুতরের ডানার পালককে কি বলে ?
ছ) কবুতরে কয়টি বায়ুথলি থাকে ?
জ) Agnatha র ২টি বৈশিষ্ট্য লিখ ?
ঝ) অ্যানাড্রোমাস অভিপ্রায়ন কাকে বলে ?
ঞ) অ্যামোসিটিস লার্ভা কোন প্রাণীতে দেখা যায় ?
খ-বিভাগ
যেকোন ২টি প্রশ্নের উত্তর দাও। 2×4 =৮
২.ক) Urochordata উপপর্বের ৪টি বৈশিষ্ট্য লিখ।
খ) Lamprey ও Hagfish এর ৪টি পার্থক্য লিখ।
গ) একটি আদর্শ পালকের বর্ণনা দাও।
ঘ) Gnathostomata র ৪টি বৈশ্‌ষ্ট্িয লিখ।




About ইমরান

ইমরান হোসেন। প্রশ্ন ব্যাংক এর এডমিন, প্রতিযোগীতার এই যুগে পড়াশুনা হয়ে উঠুক অনলাইন ভিত্তিক। আপনাদের দোয়া ও সহয়োগীতা একান্ত কাম্য।

Check Also

Genetics & Animal Breeding

সরকারি এম এম কলেজ, যশোর। ৩য়বর্ষ নির্বাচনী পরীক্ষা -২০১২ প্রানিবিদ্যা বিভাগ কোর্স ঃ Genetics & …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook