১ম বর্ষ নির্বাচনী পরীক্ষা-২০১৩ Animal diversity(Non-chordata)

সরকারি এম এম কলেজ,যশোর।
১ম বর্ষ নির্বাচনী পরীক্ষা-২০১৩
প্রাণিবিদ্যা
কোর্সের নাম Animal diversity(Non-chordata)
পূর্ণমান-৮০ সময়-৪ ঘন্টা

ক-বিভাগ-১০
যে কোন ১০টি প্রশ্নের উত্তর দাও 101=10
১.ক) Euglena র দেহাকৃতি কেমন?
খ) Eimeria র জীবনচক্রের দশাগুলি কিকি?
গ) কডাল টাফট কোন প্রাণীতে থাকে?
ঘ) পরিণত Taenia কি কি অংশ নিয়ে গঠিত?
ঙ) র্যা ডুলাতে প্রতি সারিতে কয়টি দাঁত থাকে?

চ) মেটাজেনেসিস কাকে বলে?
ছ) ঝিনুক এর খোলকের কোন স্তরে মুক্তা গঠিত হয়?
জ) Neanthes এর লার্ভার নাম কি?
ঝ) কানেকটিভ কাকে বলে?
ঞ) সিলোম কাকে বলে?
ট) চিরুনিপাত কোন পর্বের প্রাণীর থাকে?
ঠ) Ascaris এর সংক্রমনে ব্যবহৃত একটি ঔষধের নাম
লিখ?
খ-বিভাগ-২০
যে কোন ৫টি প্রশ্নের উত্তর দাও। 54=20
২. Porifera পর্বকে প্যারাজোয়া বলা হয় কেন?
৩. পুং ও স্ত্রী Ascaris এর পার্থক্য লিখ?
৪. ওসফ্রাডিয়াম কি? বর্ণনা কর।
৫. Neanthes ও HeteroneanthesGi ৪টি পার্থক্য
লিখ?
৬. বহূরূপতা কি ? এর তাৎপর্য লিখ?
৭. Astropecten এর নালিপদের বর্ণনা দাও ও কাজ
লিখ?
৮. Taenia র Scolex এর বর্ণনা দাও?
৯. Balanoglossus কে Hemichordata য় স্থান
দেওয়া হয়েছে কেন?
গ-বিভাগ-৫০

যে কোন ৫টি প্রশ্নের উত্তর দাও। 510=50
১০. Euglena র চলন পদ্ধতির বর্ণনা দাও।
১১. Obeliai কলোনীর দুই প্রকার জুওয়েডের বর্ণনা দাও।
১২. Scypha এর নালীতন্ত্রের বর্ণনা দাও?
১৩. Ascaris এর জীবনচক্র বর্ণনা কর।
১৪. Neanthes এর নেফ্রিডিয়ামের বর্ণনা দাও।
১৫. Pila র শ্বসনতন্ত্রের বর্ণনা দাও।
১৬. Peripatus অথবা Balanoglossus র বাহ্যিক
গঠন বর্ণনা কর।
17.Taenia র পরজীবীয় অভিয়োজন বণ




About ইমরান

ইমরান হোসেন। প্রশ্ন ব্যাংক এর এডমিন, প্রতিযোগীতার এই যুগে পড়াশুনা হয়ে উঠুক অনলাইন ভিত্তিক। আপনাদের দোয়া ও সহয়োগীতা একান্ত কাম্য।

Check Also

Genetics & Animal Breeding

সরকারি এম এম কলেজ, যশোর। ৩য়বর্ষ নির্বাচনী পরীক্ষা -২০১২ প্রানিবিদ্যা বিভাগ কোর্স ঃ Genetics & …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook