৩৬ তম বি সি এস প্রশ্ন সমাধান (সকল বিষয়)

বাংলাদেশ বিষয়াবলী ।
১। তত্তবধায়ক সরকার বিলুপ্তি – ১৫সংশোধনী
২। বাংলাদেশের জাতীয় সংসদ কয় কক্ষ – ১
৩। বাংলাদেশের ১ম আদম শুমারী কবে হয় – ১৯৭৪সালে
৪। গণপরিষদে বাংলাভাষা কে রাষ্ট্রীয় স্বীকৃতি – ১৬ফ্রেব্রু ১৯৫৬
৫। মুক্তিযুদ্ধকালীন কোন তারিখে বুদ্ধিজীবীদের ওপর ব্যাপক হত্যাকান্ড – ১৪ ডি:
৬। বাঙালী জাতীয় প্রধান অংশ কোন মূল জাতিগোষ্ঠীর – অষ্ট্রিক
৭। বাংলার সর্ব প্রাচীন জনপদের নাম – পুন্ড্র
৮। ঢাকার লালবাগের দূর্গ কে নির্মান করেন ? – শায়েস্তা
৯। বাংলার ‘ ছিয়াত্তরের মনন্তর ‘ এর সময় কাল – ১৭৭০

১০। ৬ দফা – ১৯৬৬
১১। বঙ্গবন্ধুর ১৯৭১সালের ৭ মার্চ ভাষণের পূর্ব পাকিস্তানে যে আন্দোলন চলছিল? – পূব পাকিস্তানের অসহযো্গ
১২। বাংলা ( দেশ ও ভাষা নামের উত্পত্তির বিষয়টি কোন গ্রন্থে – আইন-ই -আকরবী
১৩। কোন উপজাতি বা ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ধর্ম ইসলাম – পাঙন
১৪। ঢাকার ‘ধোলাই খাল কে খনন করেন ? – ইসলাম খান
১৫। বাংলাদেশের বৃহত্তর জেলা কয়টি ? – ১৯টি।
১৬। শুভলং ঝরণা কোথায় – রাঙামাটি
১৭। বাংলাদেশকে স্বীকৃতি প্রদানকারী প্রথম ইউরোপীয় দেশ -পূর্ব জার্মানি
১৮। সুন্দরবনের কত শতাংশ বাংলাদেশের ভৌগোলিক সীমায় – ৬২%
১৯। বাংলাদেশে রোপা আমন ধান কাটা হয় ? -অগ্রহায়ন -পৌষ
২০। ২৬শে মার্চ ১৯৭১এর স্বাধীনতা ঘোষণা বঙ্গবন্ধু জারী করেন – ওয়ারলেসের
২১। অগ্নিশ্বর কি – কলা
২২। সর্বদলীয় ভাষা সংগ্রাম পরিষদ –৩১জানুয়ারী ১৯৫২।
২৩। বাংলাদেশের উষ্ণতম – লালপুর , নাটোর
২৪। বাংলাদেশের জাতীয় পতাকা কবে গৃহীত হয় ? –১৭ জানুয়ারী ১৯৭২।
২৫। এমডিজির অন্যতম লক্ষ্য – ক্ষুধা ও দারিদ্র দূর করা
২৬। বর্তমানে সময়ে বাংলাদেশ সরকারের বড় অর্জন কোনটি ? -এই প্রশ্নের উত্তর পিএসসি জানে । তবে যুদ্ধরাধীদের বিচার হওয়ার সম্ভাবনা বেশি। তারপর বৈদেশিক মুদ্রার রিজার্ভ
২৭। একনেকে এর চেয়ারম্যান কে ? —প্রধানমন্ত্রী
২৮। বাংলাদেশের ভৌগোলিক অবস্থান -৮৮ডি ০১ থেকে ৯২ ডি ৪১ পূর্ব দ্রাঘিমাংশে
২৯। বাংলাদেশের কতটি ‘ছিটমহল‘ বাংলাদেশের সীমায় অন্তভূক্ত হল – ১১১টি
৩০। কোন রাষ্ট্রীয় অনুষ্ঠানের জাতীয় সংগীতের কত চরণ বাজানো হয় ? – ৪।

বাংলা ।
১. বিজ্ঞান শব্দের যুক্তবর্ণের সঠিক রুপ কোনটি ? – জ+ঞ
২। নিচের কোন ভ্রমন বিষয়ক গ্রন্থ নয় ? –
৩। নিচের কোন চরিত্র দুটি রবীন্দ্রনাথের ‘ঘরে বাইরে‘ উপনাসের –
৪। ঘরে বাইরের উপনাসের চরিত্র – নিখিলেস – বিমলা
৫। বাংলা বর্ণমালায় অর্ধমাত্রার বর্ণ কয়টি? -৮টি
৬।বিষাদসিন্ধু একটি – ইতিহাস আশ্রিত উপন্যাস
৭। সবুজপত্র প্রকাশিত হয় কোন সালে – ১৯১৪
৮। মুক্তিযুদ্ধ ভিত্তিক নাটক – পায়ের আওয়াজ পাওয়া যায়
৯্ মধ্যযুগের বাংলা সাহিত্যে কোন ধর্ম প্রচারক এর প্রভাব অপরিসীম – শ্রীচৈতন্য
১০। কোনটি জসিমউদ্দিন নাটক — বেদের মেয়ে
১১। মধ্যযুগের শেষ কবি ভারতচন্দ্র রায়গুণাকর কত সালে মৃত্যুবরণ করেন? – ১৭৬০সালে
১২। কোনটি উপন্যাস নয় ? – কবিতার কথা ( জীবনান্দ দাশের প্রবন্ধ)
১৩। মুনীর চৌধুরীর অনূদিত নাটক কোনটি? – মুখরা রমনী বশীকরণ
১৪। তোহফা কাব্যটি কে রচনা করেন ? – আলাওল
১৫। এন্টনি ফিরিঙ্গি কী জাতীয় সাহিত্যের রচয়িতা ? – কবিগান
১৬। নিচের কোনটি ভ্রমণ বিষয়ক গ্রন্থ নয় ? -চার ইয়ারী কথা
১৭। যে উপন্যাসে গ্রামীন সমাজ জীবনের চিত্র প্রাধান্য – সঠিক উত্তর নাই। কারণ সীতারাম , গণদেবতা, পদ্মানদীর মাঝি , পথের প্যাঁচালি প্রভৃতি সবগুলোই গ্রামীন সমাজের চিত্র ফুটে তুলেছে । সূত্র > সৌমিত্র শেখরের বই(জুন, ২০১২) সীতারাম পৃ্ষ্ঠা ৩৫৪ , গণদেবতা ( ৩২৯ পৃষ্টা) আর বাকিগুলো ত জানেন ই ।
১৮।কোনটি শওকত ওসমানের রচনা নয় ? – ভেজাল
১৯। এ যে আমাদের চেনা লোক বাক্যে চেনা কোন পদ ? -বিশেষণ ।কারণ চেনা >> লোককে modify korce.
২০. হেড মৌলভী কোন ভাষার শব্দ ? – ইংরেজি + ফার্সি
২১. রবীন্দ্র -এর সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি? – রবি + ইন্দ্র
২২। মিথ্যাবাদীকে সবাই অপছন্দ করে । বাক্যটিকে নেতিবাচক বাক্যে রুপান্তরিত কর? – মিথ্যাবাদীকে কেউ পছন্দ করে না
২৩. বন্ধন শব্দের সঠিক অক্ষর বিন্যাস কোনটি ? – ব্ +ন্+ধ্+ন
২৪। প্রকর্ষ শব্দের সমার্থক শব্দ কোনটি? – উত্কর্ষ
২৫। কোনটি কাজী নজরুল ইসলামের উপন্যাস ? – কুহেলিকা
২৬। কোনটি মাইকেল মধুসূদন দত্তের পত্র কাব্য ? – বীরাঙ্গনা
২৭। একখানি ছোট খেত আমি একলা – রবীঠাকুরের কোন কবিতার অন্তর্গত ? – সোনার তরি
২৮। আমি কিংবদন্তীর কথা বলছি কার লেখা ? – আবু জাফর ওবায়দুল্লাহ
২৯। হরিনাথ মজুমদার সম্পাদিত পত্রিকার নাম – গ্রামবার্তা প্রকাশিকা
৩০। ইয়ং বেঙ্গল ‘ গোষ্ঠীর মুখপত্ররুপে কোন পত্রিকা প্রকাশিত হয় ? – জ্ঞানা্ঙ্কুর
৩১। রাজা প্রতাপদিত্য চরিত্র কার লেখা ? – রামরাম বসু
৩২। কোনটিতে নত্ব বিধি অনুসারে “ণ‘্র ব্যবহার হয়েছে ? – প্রবণ ( কারণ কল্যাণ, বিপণি, নিক্কণ স্বভাবই হয়েছে আর প্রবণ েএ প বর্গীয় পর ব তার পর ণ )
৩৩। কোনটি বিশেষ্য পদ ? – গাম্ভীর্য
৩৪। কোনটি বহুব্রিহি সমাসবদ্ধ পদ – জনশ্রুতি
৩৫। কোনটি প্রত্যয়যোগে গঠিত হয়নি ? -শুভেচ্ছা মে বি উত্তর হবে ।কারণ এটি সন্ধি যোগে হয়েছে । প্রশ্ন মনে হয় ভুল আছে হত হয়েছে তখন তন্বী

গনিত এবং ইংরেজি

137. ৩৫০ টাকা দরে ৩ কেজি মিষ্টি কিনে ৪ টাকা হারে ভ্যাট দিলে মোট কত ভ্যাট দিতে হবে? উঃ ৪২ টাকা
138. যদি তেলের মূল্য ২৫% বৃদ্ধি পায় তবে তেলের ব্যবহার শতকরা কত কমালে তেল বাবদ ব্যয় বৃদ্ধি পাবে না? উঃ ২০%
139. দুটি সংখ্যার গুণফল ৩৩৮০ এবং গসাগু ১৩। সংখ্যা দুটির ল,সা,গু কত? উঃ ২৬০
140. x-1/x = 1 হলে x3-1/x3 এর মান কত? উঃ 4
141. 1+3+5+ ——-+ 2x-1 উঃ x(x+1)/2 142. logv3(81) = উঃ 8
143. A = {x: x মৌলিক সংখ্যা এবং x≤5 } হলে P(A) উঃ 8 (Eight)
144. যদি (25)2x+3 = 53x+6 হয়, তবে x=কত? উঃ 0
145. একটি বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য 4v2 হলে, ঐ বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত? উঃ 16
146. চিত্র অনুসারে ০ কেন্দ্র বিশিষ্ট ABC, y=112, ,x=? উঃ 34




About ইমরান

ইমরান হোসেন। প্রশ্ন ব্যাংক এর এডমিন, প্রতিযোগীতার এই যুগে পড়াশুনা হয়ে উঠুক অনলাইন ভিত্তিক। আপনাদের দোয়া ও সহয়োগীতা একান্ত কাম্য।

Check Also

বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ

আবেদনের শেষ সময়: ১৬-০৩-২১ খ্রি.পদের নাম, সংখ্যা ও যোগ্যতা১। অ্যাসিস্ট্যান্ট লাইব্রেরিয়ান(গ্রেড ১৩)- ৪ জন-লাইব্রেরী সাইন্সে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook