MCQ- General Knowledge -1
১/ কোন জেলার সাথে মিয়ানমারের সীমান্ত আছে?
(ক) কুমিল্লা (খ) চট্টগ্রাম (গ) বান্দরবান (ঘ) ফেনী
উত্তর- গ
২/ নিচের কোনটি গ্রীন হাউস গ্যাস?
(ক) অক্সিজেন (খ) নাইট্রোজেন (গ) কার্বন-ডাই-অক্সাইড (ঘ) হাইড্রজেন
উত্তর- গ
৩/ কোনটির গতি সবচেয়ে বেশি?
(ক) শব্দ (খ) আলো (গ) বুলেট (ঘ) জেট বিমান
উত্তর- খ
৪/ নিচের কোন দেশের দ্বিতীয় রাষ্ট্র ভাষা বাংলা ?
(ক) সিয়েরা লিওন (খ) ঘানা (গ) কঙ্গো (ঘ) মোজাম্বিক
উত্তর- ক
৫/ বিখ্যাত ষাট গম্বুজ মসজিদ কোন জেলায় অবস্থিত?
(ক) খুলনা (খ) বাগেরহাট (গ) সিলেট (ঘ) যশোর
উত্তর- খ
৬/ বাংলাদেশের বৃহত্তর স্থল বন্দর কোনটি?
(ক) হিলি (খ) বেনাপোল (গ) বাংলাবান্ধা (ঘ) চট্টগ্রাম
উত্তর-খ
৭/ নিচের কোনটি জীবাশ্ম জ্বালানী নয়?
(ক) পেট্রোলিয়াম (খ) কয়লা (গ) প্রাকৃতিক গ্যাস (ঘ) বায়োগ্যাস
উত্তর- ঘ
৮/ কোন খাদ্যে পচন ধরে না ?
(ক) মধু (খ) দুধ (গ) ফল (ঘ) সবজি
উত্তর- ক
৯/ ইউরোপীয় ইউনিয়নের সদর দফতর কোথায়?
(ক) কোপেন হেগেন (খ) লন্ডন (গ) ব্রাসেলস (ঘ) প্যারিস
উত্তর- গ
১০/ ASEAN- এর সদর দপ্তর কোথায়?
(ক) জাকার্তা (খ) সিঙ্গাপুর (গ) ব্যাংকক (ঘ) বেজিং
উত্তর- ক
১১/ বারাক ওবামা আমেরিকার কততম প্রেসিডেন্ট?
(ক) ৩৪ (খ) ৪৪ (গ) ৫৪(ঘ) ৬৪
উত্তর- খ
১২/ কোনটি পৃথিবীর সব থেকে লবনাক্ত হ্রদ?
(ক) কাসপিয়ান সাগর (খ) কৃষ্ণ সাগর (গ) মরু সাগর (ঘ) বৈকাল হ্রদ
উত্তর- ক
১৩/ প্রকৃতিতে সবথেকে শক্ত পদার্থ কোনটি?
(ক) লৌহ (খ) পিতল (গ) গ্রানাইট (ঘ) হীরা
উত্তর- ঘ
১৪/ বাংলাদেশের সর্ববৃহৎ NGO –এর কোনটি?
(ক) ব্রাক (খ) গ্রামীন ব্যাংক (গ) প্রশিকা (ঘ) আশা
উত্তর- ক
খুব ভালো পোস্ট ,অনেক কিছু জানতে পারলাম ,ধন্যবাদ আপনাকে
এই পোষ্ট থেকে অনেক কিছু জানতে পারলাম, আপনি যদি এরকম আরো মজার মজার প্রশ্ন ও উত্তর পেতে চান তাহলে । আমাদের ওয়েব পেজ থেকে ঘুরে আসতে পারেন । http://www.mogojdholaidhadha.com