ননমেজর প্রাণিবিদ্যা ১ম বর্ষ নির্বাচনী পরীক্ষা-২০১৩

সরকারি এম এম কলেজ,যশোর।
১ম বর্ষ নির্বাচনী পরীক্ষা-২০১৩
বিষয়ঃ ননমেজর প্রাণিবিদ্যা
পূর্ণমান-৮০ সময়-৪ ঘন্টা

ক-বিভাগ-১০
যে কোন ১০টি প্রশ্নের উত্তর দাও 101=10

১.ক) জীবন সৃষ্টির একটি গুরুত্বপূর্ণ মতবাদের নাম লিখ।
খ) প্রজাতি কাকে বলে?
গ) হরগোবিন্দ খোরানা কেন বিখ্যাত ?
ঘ) কোষ কাকে বলে ?
ঙ) ৫-রাজ্য শ্রেণীবিন্যাসের ধাপগুলি কি কি ?
চ) মানবদেহের ২টি অন্ত:ক্ষরা গ্রন্থির নাম লিখ।
ছ) জনু:ক্রম কাকে বলে ?
জ) Scypha র নালীতন্ত্রের কাজ কি কি ?
ঝ) টিনিডিয়াম কোন প্রাণীর শ্বসনের অংশ ?
ঞ) হাঁসের ২টি জাতের নাম লিখ ?
ট) পেষ্ট কাকে বলে ?
ঠ) চর্বিতে দ্রবনীয় ভিটামিন কোনগুলো ?

খ-বিভাগ-২০
যে কোন ৫টি প্রশ্নের উত্তর দাও 54=20
২. Euglena র পামেলা দশার বর্ণনা দাও।
৩. পলিপ ও মেডুসার ৪টি পার্থক্য লিখ।
৪. Ascaris র সংক্রমনে শরীরে বিরূপ প্রভাব ও চিকিৎসা পদ্ধতি লিখ।
৫. শামুকের র্যা ডুলার বর্ণনা দাও।
৬. Astropecten এর নালীপদের বর্ণনা দাও।
৭. একবর্তনী ও দ্বি-বর্তনী রক্তসংবহনের সংগা দাও।
৮. ধানক্ষেতে মাছ চাষের সুবিধা ও অসুবিধা লিখ।
৯. মুরগীর একটি ভাইরাস ঘটিত রোগের বর্ণনা দাও।

গ-বিভাগ-৫০
যে কোন ৫টি প্রশ্নের উত্তর দাও। 510=50
১০.স্পার্মাটোজেনেসিস প্রক্রিয়ার বর্ণনা দাও।
১১. Euglena র চলন পদ্ধতির বর্ণনা দাও।
১২. ৫-রাজ্য শ্রেণীবিন্যাস পদ্ধতির বর্ণনা দাও ।
১৩. Ascaris র জীবনচক্র বর্ণনা কর।
১৪. Scypha র নালীতন্ত্রের বর্ণনা দাও।
১৫. রক্তের মাধ্যমে O2 ও Co2 পরিবহন বর্ণনা কর।
১৬. নেফ্রনের গঠন বর্ণনা কর।
১৭. Obelia কলোনীর পলিপ ও মেডুসা দশার বর্ণনা দাও।




About ইমরান

ইমরান হোসেন। প্রশ্ন ব্যাংক এর এডমিন, প্রতিযোগীতার এই যুগে পড়াশুনা হয়ে উঠুক অনলাইন ভিত্তিক। আপনাদের দোয়া ও সহয়োগীতা একান্ত কাম্য।

Check Also

Genetics & Animal Breeding

সরকারি এম এম কলেজ, যশোর। ৩য়বর্ষ নির্বাচনী পরীক্ষা -২০১২ প্রানিবিদ্যা বিভাগ কোর্স ঃ Genetics & …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook