Home চাকরির খবর বাংলাদেশ সেনাবাহিনীতে ‘জুনিয়র কমিশন্ড অফিসার’ পদে নিয়োগ

বাংলাদেশ সেনাবাহিনীতে ‘জুনিয়র কমিশন্ড অফিসার’ পদে নিয়োগ

by imran

বাংলাদেশ সেনাবাহিনী বাংলাদেশ সামরিক বাহিনীর একটি শাখা। এই বাহিনী বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের পরে ১৯৭১ খ্রিস্টাব্দের ২৬শে ডিসেম্বর পাকিস্তানী সেনাবাহিনীর বাঙালি সেনা ও মুক্তিবাহিনীর সদস্যদের নিয়ে গঠিত হয়। বর্তমানে এই বাহিনীর সামর্থ্য দেড় লাখ+ সদস্য। অধিকন্তু এই বাহিনী, শান্তি-রক্ষী বাহিনী হিসাবে তার সামর্থ্য উন্নত করতে উৎসাহী এবং সেই লক্ষে মার্কিন বাহিনীর সাথে একযোগে কাজ করছে ৷ বর্তমানে বাংলাদেশ সেনাবাহিনী সারাদেশে ছড়ানো ২৩টি ব্রিগেডসহ ৭টি পদাতিক ডিভিশনে বিভক্ত[তথ্যসূত্র প্রয়োজন]। এতে একটি আরমার্ড (সাঁজোয়া) ব্রিগেড (২টি সাঁজোয়া রেজিমেন্ট), সাতটি গোলন্দাজ ব্রিগেড, একটি স্বয়ংসম্পূর্ণ এয়ার-ডিফেন্স গোলন্দাজ ব্রিগেড, একটি ইঞ্জিনিয়ার্স ব্রিগেড, একটি কমান্ডো ব্যাটেলিয়ন এবং দু’টি এভিয়েশন স্কোয়াড্রন আছে।
২০১৩ সাল থেকে মহিলাদের ‘সাধারণ সৈনিক’ হিসেবে যোগদানের সুযোগ প্রদান করা হয়েছে ।
সম্প্রতি বাংলাদেশ সেনাবাহিনী ‘জুনিয়র কমিশন্ড অফিসার’ পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে

army officer 

You may also like

Leave a Comment