Home নোটিশ বাংলাদেশের মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি দেবে কোরিয়া সরকার

বাংলাদেশের মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি দেবে কোরিয়া সরকার

by admin

১৫ ফেব্রুয়ারি ২০১৬ তারিখ ঢাকাস্থ কোরিয়া দূতাবাসের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয়।

স্নাতকোত্তর ও পিএইচডি কোর্সে বাংলাদেশের মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি দেবে কোরিয়া সরকার।
এতে বলা হয়, ২০১৬ সালে বাংলাদেশি ৫ শিক্ষার্থীকে এ বৃত্তি দেওয়‍া হবে। ৩ বছর মেয়াদী স্নাতকোত্তর ও ৪ বছর মেয়াদী পিএইচডি কোর্স করতে আগ্রহী শিক্ষার্থীদের বয়সসীমা অবশ্যই ৪০ বছরের কম হতে হবে।

বৃত্তির আওতায় পূর্ণাঙ্গ টিউশন ফি, রাউন্ড ট্রিপ এয়ার টিকেট, মাসিক ভাতা, সেটেলমেন্ট ভাতা, ভাষা প্রশিক্ষণের খরচ, চিকিৎসা ভাতা রয়েছে।

nuquestionbank

এ সংক্রান্ত বিস্তারিত তথ্য www.bgd.mofa.go.kr, www.niied.go.krwww.gks.go.kr ঠিকানায় জানা যাবে।

You may also like

Leave a Comment