Site icon প্রশ্ন ব্যাংক

এসএসসি জীববিজ্ঞান থেকে অতীব প্রয়োজনীয় কিছু প্রশ্ন জেনে রাখার জন্য দেওয়া হলো

০১। মানবদেহে কত সময় পর্যন্ত O2 সরবরাহ বন্ধ থাকলে মৃত্যু অনিবার্য? উত্তর : মিনিটের বেশি

০২। উদ্ভিদের গ্যাসীয় বিনিময় মূলত কয়টি উপায়ে হয়?

উত্তর : ২টি

০৩। বড় গাছের নিচে রাত্রিবেলা ঘুমালে কী ঘটে?

উত্তর : শ্বাসকষ্ট

০৪। উদ্ভিদ কীসের মাধ্যমে পানি থেকে গ্যাস সংগ্রহ করে?

উত্তর : মূল

০৫। উদ্ভিদে লেন্টিসেল পাওয়া যায় কোথায়?

উত্তর : কাণ্ডের বাকলে

০৬। পত্ররন্ধ্র দিনের বেলায় কোন সময় খোলা থাকে?

উত্তর : সকাল ১০১১টায় বিকাল ৩টায়

০৭। শ্বসন প্রক্রিয়া কতক্ষণ সংঘটিত হয়? উত্তর : ২৪ ঘণ্টা

০৮। মানবদেহে বায়ুর সঙ্গে অক্সিজেন কোথায় প্রবেশ করে?

উত্তর : ফুসফুসে

০৯। সালোকসংশ্লেষণ কোথায় সংঘটিত হয়?

উত্তর : পাতার মেসোফিল প্যারেনকাইমায়

১০। অক্সিজেন কোন মাধ্যমে মানবদেহের সব অঙ্গে পৌঁছায়?

উত্তর : রক্তের মাধ্যমে

১১। ফুসফুস যে পর্দা দ্বারা আবৃত তার নাম কী?

উত্তর : প্লুরা

১২। ফুসফুসের প্রতিটা বায়ুথলি কী দ্বারা পরিবেষ্টিত থাকে?

উত্তর : কৈশিক নালিকা

১৩। ব্রঙ্কাস কোন তন্ত্রের অংশ? উত্তর : শ্বসন

১৪। স্বরযন্ত্রের ওপর জিহ্বা আকৃতির ঢাকনাটির নাম কী?

উত্তর : Epiglottis

১৫। Larynx-এর অবস্থান কোথায়?

উত্তর : গলবিলের নিচে

১৬। শ্বসনতন্ত্রের প্রথম অংশের নাম কী? উত্তর : নাসিকা

১৭। পরিপাককৃত খাদ্যের সঙ্গে অক্সিজেনের বিক্রিয়া ঘটে কোথায়? উত্তর : দেহকোষে

১৮। নাসাপথের পশ্চাৎভাগ থেকে স্বরযন্ত্রের উপরিভাগ পর্যন্ত কোন অংশটি বিস্তৃত? উত্তর : গলবিল

১৯। শ্বসনতন্ত্রে ভোকাল কর্ড কোথায় অবস্থিত?

উত্তর : স্বরযন্ত্র

২০। মানুষের ডান ফুসফুস কয়টি অংশে বিভক্ত? উত্তর : ৩টি

২১। মধ্যচ্ছদা কী?

উত্তর : বক্ষগহ্বর উদরগহ্বর পৃথককারী পর্দা

২২। স্বরযন্ত্রের কয়টি পেশি থাকে? উত্তর : ২টি

২৩। মধ্যচ্ছদা প্রসারিত হলে ফুসফুসের বায়ুচাপের কী পরিবর্তন ঘটে? উত্তর : চাপ কমে

২৪। ডান বাম ফুসফুসের মোট কয়টি খণ্ড আছে?

উত্তর : ৫টি

২৫। ফুসফুসের ডান বাম শাখাকে কী বলে?

উত্তর : ব্রংকাই

২৬। ব্রংকাই দুটি অসংখ্য শাখাপ্রশাখায় বিবক্ত হওয়াকে কী বলে? উত্তর : ব্রংকিওল

২৭। মানুষের ফুসফুস কয়টি? উত্তর : ২টি

২৮। ফুসফুসের রং কেমন? উত্তর : হালকা লালচে

২৯। ডান ফুসফুস কয়টি খণ্ডে বিভক্ত? উত্তর : ৩টি

৩০। বাম ফুসফুস কয়টি খণ্ডে বিভক্ত? উত্তর : ২টি

৩১। ফুসফুসের বায়ুথলিগুলোকে কী বলে?

উত্তর : অ্যালভিওলাস

৩২। ফুসফুস কয় ভাঁজবিশিষ্ট পর্দা দ্বারা আবৃত থাকে?

উত্তর :

৩৩। ফুসফুসে প্রবেশের পর ব্রংকাই দুই শাখায় বিভক্ত, এগুলোকে কী বলে?

উত্তর : অনুক্লোম শাখা

৩৪। শ্বসনের সময় অক্সিজেন কোন প্রক্রিয়ায় ফুসফুস থেকে রক্তে প্রবেশ করে? উত্তর : ব্যাপন

৩৫। ফুসফুস ক্যান্সার হয় কোন ধাতুর সংস্পর্শে?

উত্তর : নিকেল

৩৬। ব্রংকাইটিস কাকে বলে?

উত্তর : শ্বাসনালির ভেতরে আবৃত ঝিল্লিতে ব্যাকটেরিয়ার সংক্রমণকে ব্রংকাইটিস বলে

৩৭। কোন ব্যাকটেরিয়ার সংক্রমণে নিউমোনিয়া রোগ হয়?

উত্তর : নিউমোকক্কাস

৩৮। Microbacterium tuberculosis কোন রোগের জীবাণু? উত্তর : যক্ষ্মা

৩৯। ঋতু পরিবর্তনে যে রোগ বৃদ্ধি পায় তার নাম কী? উত্তর : অ্যাজমা

৪০। প্যাপিলোমা ভাইরাস কোন রোগ সৃষ্টির জন্য দায়ী? উত্তর : ক্যান্সার

৪১। কোন রোগ থেকে রক্ষা পেতে শিশুকে বিসিজি টিকা দেয়া হয়? উত্তর : যক্ষ্মা

৪২। কত বয়সের মধ্যে শিশুকে যক্ষ্মা রোগের টিকা দিতে হয়? উত্তর : এক বছর

৪৩। প্যাপিলোমা ভাইরাসের কোন দুটি জিন ক্যান্সার তৈরির জন্য দায়ী? উত্তর : B6 B7

৪৪। অন্তঃশ্বসনের উপপর্যায় কোনটি? উত্তর : ৩টি

৪৫। প্লুরা কী?

উত্তর : ফুসফুস দুস্তরবিশিষ্ট যে ঝিল্লি দ্বারা আবৃত থাকে তাকে প্লুরা বলে

৪৬। উপজিহ্বা বা এপিগ্লটিস কী?

উত্তর : স্বরযন্ত্রের ওপরে অবস্থিত জিহ্বা আকৃতির ঢাকনাকে উপজিহ্বা বলে

৪৭। ট্রাকিয়া কী?

উত্তর : খাদ্যনালির সম্মুখে অবস্থিত একটি ফাঁপা নলকে ট্রাকিয়া বলে

৪৮। অস্টিওপোরেসিস কী?

উত্তর : অস্টিওপোরেসিস হল একটি ক্যালসিয়ামের অভাবজনিত রোগ

৪৯। বায়ুথলি কী?

উত্তর : ক্ষুদ্র ক্ষুদ্র অনুক্রোম শাখা প্রান্তে মৌচাকের মতো অবস্থানকেই বায়ুথলি বলে

৫০। লসিকা কী?

উত্তর : লসিকাবাহু লসিকাগ্রন্থির মধ্যে যে স্বচ্ছ, ঈষৎ হলুদ রঙের ক্ষারীয় তরল থাকে যা এক প্রকার পরিবর্তিত কলারস, তাকে লসিকা বলে




Exit mobile version