Site icon প্রশ্ন ব্যাংক

Genetics & Animal Breeding ৩য়বর্ষ নির্বাচনী পরীক্ষা -২০১৩

সরকারি এম এম কলেজ, যশোর।

৩য়বর্ষ নির্বাচনী পরীক্ষা -২০১৩

প্রাণিবিদ্যা বিভাগ

কোর্স ঃ Genetics & Animal Breeding

বিষয় কোড ঃ 3174

পূর্ণমান-৮০                                                            সময় – ৪ ঘন্টা

ক – বিভাগ

যেকোন ১০টি প্রশ্নের উত্তর দাও – 10´1=10

১.ক) ট্রান্সজেনিক জীব কি ?

খ) wiKw¤^‡b›U DNA টেকনোলজী কি ?

গ) মেন্ডেলিয়ান বৈশিষ্ট্য কি ?

ঘ) বন্য টাইপ কি ?

ঙ) ব্যাক ক্রস কি ?

চ) ইরাইথ্রোব্লাস্টোসিস ফিটালিস কাকে বলে।

ছ) লিংকড জীন কি ?

জ) সোমাটিক ক্রসিং ওভার কি ?

ঝ) মিউটেশন কি ?

ঞ) মেন্ডেলিয়ান পপুলেশন কি ?

ট) ফেনোটাইপ ফ্রিকুয়েন্সি কি ?

ঠ) ইউথেনিক্স কি ?

খ – বিভাগ

যেকোন ৫টি প্রশ্নের উত্তর দাও – 5´4 = ২০

২. DNA ও RNA এর পার্থক্য লিখ।

৩. ক্রসিং ওভার কি ? এর গুরুত্ব লিখ।

৪. রাসায়নিক মিউটেশন কি ? ৫টি রাসায়নিক মিউটেশনের নামলিখ।

৫. ZZ-ZW লিঙ্গ নির্ধারণ পদ্ধতি লিখ।

৬. হার্ডি ওয়াইনবার্গ এর ¯^xKvh©mg~n লিখ।

৭. গ্রেডিং আপ কি ? প্রাণী প্রজননবিদ্যার গুরুত্ব লিখ।

৮. AB রক্ত গ্রুপের একজন পুরুষ O রক্ত গ্রুপের একজন মহিলাকে

বিয়ে করলে তাদের সন্তানদের রক্তের গ্রুপ ও জিনোটাইপ কি হবে ?

৯. ম্যাল্টিপিল অ্যালিল ও সিউডো অ্যালিল এর পার্থক্য লিখ।

গ – বিভাগ

যেকোন ৫টি প্রশ্নের উত্তর দাও – 5´10 = ৫০

১০. মাইটোকন্ড্রিয়ার গঠন ও কাজ লিখ।

১১. DNA এর প্রতিলিপন বর্ণনা কর।

১২. টেস্ট ক্রস ও ব্যাক ক্রস কি ? এর সুবিধা ও অসুবিধা লিখ।

১৩. ABO রক্তগ্রুপের জীনতাত্ত্বিক ব্যাখ্যা দাও।

১৪. সেক্স লিংকড জীন কি ? উদাহরণ দাও।

১৫. মানুষের ৫টি জেনেটিক রোগের নাম লিখ। যেকোন একটির

বর্ণনা দাও।

১৬. DNA ফিঙ্গার প্রিন্টিং কি ? এর গুরুত্ব লিখ।

১৭. Species Hybridization কি ? এর সুবিধা ও অসুবিধাগুলো

লিখ।




Exit mobile version