Site icon প্রশ্ন ব্যাংক

(Environmental Biology) ১ম বর্ষ নির্বাচনী পরীক্ষা-২০১৩

সরকারি এম এম কলেজ,যশোর।
১ম বর্ষ নির্বাচনী পরীক্ষা-২০১৩
প্রাণিবিদ্যা
কোর্সের নাম – (Environmental Biology)
পূর্ণমান-৮০ সময়-৪ ঘন্টা

ক-বিভাগ-১০
যে কোন ১০টি প্রশ্নের উত্তর দাও 101=10

১.ক) পরিবেশের জীবজ উপাদানগুলি কি কি ?
খ) প্লাঙ্কটন কি ?
গ) বাযুদূষনের জন্য দায়ী দুটি কারনের নাম লিখ ?
ঘ) দূষণকারী কি ?
ঙ) অভিপ্রয়াণ কি ?
চ) সিনারজিস্ট কি ?
ছ) ফেরোমন কি ?
জ) হটস্পট কি ?
ঝ) ENSO কি ?
ঞ) বিশ্ব উঞ্চায়ন কি ?
ট) জ্বলোচ্ছাস কি ?

ঠ) ডেসিবেল বলিতে কি বুঝ ?

খ-বিভাগ-২০
যে কোন ৫টি প্রশ্নের উত্তর দাও 54=20
২. দূষণ ও দূষকের মধ্যে ৪টি পার্থক্য লিখ?
৩. জীবকূলের উপর পানি দূষনের প্রভাব লিখ।
৪. মানব ¯^v‡¯’¨i উপর মাটি দূষনের প্রভাব লিখ?

৫. বনায়ন কি ? বাংলাদেশের ক্ষেত্রে বনায়নের ৪টি গুরুত্ব
লিখ?
৬. পরিবেশের উপর অম্ল বৃষ্টির প্রভাব লিখ।
৭. বনভূমি ধ্বংসের কারণ গুলি লিখ।
৮. এল নিনো ও লা-নিনার পরিবেশের উপর প্রভাব লিখ।
৯. EIA এর সামাজিক ভূমিকা লিখ।

গ-বিভাগ-৫০

যে কোন ৫টি প্রশ্নের উত্তর দাও। 510=50

১০.ক) গ্রীণহাউজ প্রতিক্রিয়া কি? এর উৎস ব্যাখ্যা কর? ৫
খ) মরুকরনের ৫টি কারন লিখ? ৫
১১.ক)ভূমিকম্পের সময় করণীয় কাজ সমূহের বর্ণনা দাও।৫
খ) বর্জ্যের পুনঃব্যবহার সম্পর্কে আলোচনা কর। ৫
১২.পরিবেশগত প্রভাব নিরূপনের সাধারণ কার্যাবলি
আলোচনা কর। ১০
১৩.বাংলাদেশে আর্সেনিক দূষনের উৎস প্রভাব ও নিয়ন্ত্রণ
বর্ণনা কর। ১০
১৪.পানি দূষনের সংগাসহ কারন লিখ। ১০
১৫. বিভিন্ন প্রকার রাসায়নিক সার ও কীটনাশকের বিবরন
দাও। ১০
১৬. শব্দ দূষণ কাকে বলে? শব্দ দূষনের প্রভাব ও নিয়ন্ত্রনের
উপায় সমূহ বর্ণনা কর। ২+৮=১০
১৭. বাংলাদেশ পরিেেবশ সংরক্ষণ আইন ১৯৯৫ এর
ধারাগুলির বিবরণ দাও। ১০




Exit mobile version