Site icon প্রশ্ন ব্যাংক

অনার্স দ্বিতীয় বর্ষ বিষয়ঃ রসায়ন-২ বিষয় কোডঃ২২২৮০৭

অনার্স ২য় বর্ষের নন-মেজর রসায়ন হতে কিছু সাজেশন্স তুলে ধরা হলোঃ

★অধাতুসমূহ★
১। “সাধারণ তাপমাত্রায় CO2 গ্যাস কিন্তু SiO2 কঠিন” ব্যাখ্যা কর।
২। আন্তঃহ্যালোজেন যৌগ কাকে বলে? আন্তঃহ্যালোজেন যৌগের প্রকারভেদ আলোচনা কর।
৩। ক্লোরিনের অসামঞ্জস্যতা বিক্রিয়া বর্ণনা কর।
৪। SiCl4 আর্দ্র বিশ্লেষিত হয় কিন্তু CCl4 আর্দ্র বিশ্লেষিত হয় না কেন? ব্যাখ্যা কর।
৫। ব্রাইন কি? ব্রাইন থেকে ক্লোরিন উৎপাদনের মূলনীতি বর্ণনা কর।
৬। “Cl2 জারক ও বিরঞ্জক হিসেবে ক্রিয়া করে” ব্যাখ্যা কর।
★ধাতুসমূহ★
১। আকরিক থেকে ধাতু নিষ্কাশনের ধাপসমূহের বিবরণ দাও।
২। d ব্লক মৌল ও অবস্থান্তর মৌলের পার্থক্য লিখ।
৩। “সকল অবস্থান্তর মৌলই d ব্লক মৌল কিন্তু সকল d ব্লক মৌল অবস্থান্তর মৌল নয়” ব্যাখ্যা কর।
৪। “অবস্থান্তর মৌলসমূহ পরিবর্তনশীল যোজ্যতা প্রদর্শন করে” ব্যাখ্যা কর।
৫। বিরল মৃত্তিকা মৌল বলতে কি বুঝ? উদাহরণসহ ল্যান্থানাইড সংকোচন ব্যাখ্যা কর।
৬। “Zn অবস্থান্তর মৌল নয়” ব্যাখ্যা কর।

★তাপগতিবিজ্ঞান★
১। বিভিন্ন ভাবে তাপগতি বিজ্ঞানের প্রথম ও দ্বিতীয় সুত্র বিবৃত কর।
২। তাপগতি বিজ্ঞানের প্রথম সুত্রের গাণিতিক প্রতিপাদন প্রতিষ্ঠা কর।
৩। এনথালপি বলতে কি বুঝ? এনথালপির তাৎপর্য লিখ
৫। দেখাও যে, জুল-থমসন সম্প্রসারণে এনথালপির কোন পরিবর্তন হয় না।
৬। গিবস্-হেলমোজ সমীকরণ প্রতিষ্ঠিত কর।
৭। প্রমাণ কর যে, স্থির তাপমাত্রায় কোন আদর্শ গ্যাসের অভ্যন্তরীণ শক্তি এর আয়তনের উপর নির্ভরশীল নয়।
★রাসায়নিক বিক্রিয়ার হার★
১। বিক্রিয়ার ক্রম ও আনবিকতার মধ্যে পার্থক্য লিখ।
২। দেখাও যে, প্রথম ক্রম বিক্রিয়ার অর্ধায়ু প্রারম্ভিক ঘনমাত্রার উপর নির্ভরশীল নয়।
৩। বিক্রিয়ার ক্রম নির্ণয়ে ভ্যান্ট হফের ব্যবকলন পদ্ধতি লিখ।
৪। বিক্রিয়ার বেগ ও বেগ ধ্রুবকের উপর তাপমাত্রার প্রভাব সম্পর্কিত আরহেনিয়াস সমীকরণ প্রতিষ্ঠিত কর।
৫। সক্রিয়ন শক্তি কি? সক্রিয়ন শক্তির উপর তাপমাত্রার প্রভাব আলোচনা কর।
৬। সংঘর্ষ তত্ত্ব কি? কিভাবে একটি রাসায়নিক বিক্রিয়া প্রভাবক দ্বারা ত্বরান্বিত হয়?
৭। প্রথম ক্রম ও দ্বিতীয় ক্রম বিক্রিয়ার বৈশিষ্ট্যের তুলনা কর।
★তড়িৎ রসায়ন★
১। একটি ডেনিয়েল কোষের বর্ণনা দাও। এই কোষের কোষ বিক্রিয়া লিখ।
২। কোষের ই.এম.এফ এর সংঙ্গা দাও। এটি কিভাবে নির্ণয় করা যায়?
৩। মুক্ত শক্তি পরিবর্তনের সাথে উভমুখী কোষের ই.এম.এফ এর সম্পর্ক স্থাপন কর।
৪। একটি তড়িৎ কোষের ই.এম.এফ এর সাথে বিক্রিয়ার সাম্যধ্রুবকের সম্পর্ক প্রতিষ্ঠা কর।
৫। ধাতুর ক্ষয় বলতে কি বুঝ? লোহাতে মরিচা সৃষ্টির তড়িৎ রাসায়নিক প্রক্রিয়া আলোচনা কর।
৬। অান্তঃদানাদার ক্ষয় কি? ধাতুর ক্ষয় নিয়ন্ত্রণের তিনটি উপায় বর্ণনা কর।
৭। তড়িৎ রাসায়নিক সিরিজ বলতে কি বুঝ? এর ব্যবহার সংক্ষেপে আলোচনা কর।
৮। কোষে লবণ সেতুর কাজ কি? লবণ সেতুতে KCl এর সম্পৃক্ত দ্রবণ ব্যবহার করা হয় কেন?
★প্রভাবন★
১। এনজাইম কি? উদাহরণসহ স্বপ্রভাবন বর্ণনা কর।
২। অত্যানুকূল তাপমাত্রা কি? একটি প্রভাবকের কি কি গুন থাকা দরকার?
★কঠিন পদার্থসমূহ★
১। দানাদার ও অদানাদার পদার্থের মধ্যে পার্থক্য লিখ।
২। চিত্রসহ সিজিয়াম ক্লোরাইডের স্ফটিকের বর্ণনা দাও।
৩। সাত প্রকারের কেলাস সিস্টেমের বর্ণনা দাও।
৪। প্রয়োগসহ মিতসারলিশ সমরুপতার নীতি ব্যাখ্যা কর।
৫। ব্রাগের সমীকরণ প্রতিপাদন কর।
★সন্নিবেশ রসায়ন
১। ভার্নারের সন্নিবেশ তত্ত্বের বর্ণনা দাও।
২। নিম্নলিখিত জটিল যৌগসমূহের কেন্দ্রীয় ধাতব আয়নের মুখ্য ও গৌণ যোজনী নির্ণয় করঃ
[Co(NH3)4Cl2]Cl, [Pt(NH3)2]Cl4
৩। লিগ্যান্ড কি? ভার্নারের তত্ত্বের সীমাবদ্ধতা বর্ণনা কর।
৪। অন্তঃস্থ জটিল যৌগ কি? এর ধর্ম ও ব্যবহার লিখ।
৫। জটিল যৌগের স্থায়িত্ব কোন কোন নিয়ামক নির্ভর?
৬। চিলেট যৌগ কি? চিলেট যৌগের প্রভাব আলোচনা কর।
৭। কার্যকর পারমাণবিক সংখ্যার সাহায্যে জটিল যৌগের গঠন ও সুস্থিতি নির্ণয় বর্ণনা কর।
৮। [FeF6]4- প্যারা চুম্বকীয় কিন্তু [Fe(CN)6]4- ডায়াচুম্বকীয় ব্যাখ্যা কর।
৯। যোজনী বন্ধন তত্ত্ব অনুসারে K4[Fe(CN)6] জটিলের জ্যামিতিক আকৃতি ব্যাখ্যা কর।
১০। জটিল যৌগের বিভিন্ন প্রকার সমাণুতা বর্ণনা কর।
★অ্যারোমেটিক যৌগসমূহ★
১। টলুইনে বিদ্যমান -CH3 গ্রুপ অর্থো-প্যারা নির্দেশক কেন?
২। বেনজিনের প্রস্তুত প্রণালী বর্ণনা কর।
৩। বেনজিন বলয় সক্রিয়কারী গ্রুপ ও নিস্ক্রিয়কারী গ্রুপ বলতে কি বুঝ? এদের শর্ত ও বৈশিষ্ট্য লিখ।
৪। পিরিডিনের দুটি সংশ্লেষণ বর্ণনা কর।
৫। অরবিটাল মতবাদে বেনজিনের গঠন বর্ণনা কর।
৬। গৌণ যোজনী কি? অ্যারোমেটিসিটি ব্যাখ্যা কর।
৭। ফিডেল-ক্রাফট অ্যালকাইলেশন বিক্রিয়ার কৌশল আলোচনা কর।
৮। উদাহরণসহ হাকেল নীতি বর্ণনা কর। ফিউরান একটি অ্যারোমেটিক যৌগ ব্যাখ্যা কর।
৯। “বেনজিন অপেক্ষা অ্যানিলিন ইলেকট্রনাকর্ষী প্রতিস্থাপন বিক্রিয়া দ্রুত দেখায়” ব্যাখ্যা কর।
১০। বেনজিনের নাইট্রেশন ও সালফোনেশন বিক্রিয়া ব্যাখ্যা কর।
১১। পাইরোল অম্ল ও ক্ষারক উভয় ধর্ম প্রদর্শন করে” ব্যাখ্যা কর।
★জৈব বিক্রিয়াসমূহ★
১। SN1 বা একাণবিক কেন্দ্রাকর্ষী প্রতিস্থাপন বিক্রিয়ার ক্রিয়া কৌশল আলোচনা কর।
২। এলডল ঘনীভবন বিক্রিয়ার কৌশল ব্যাখ্যা কর।
৩। পার্কিন বিক্রিয়ার কৌশল আলোচনা কর।
৪। ক্যানিজারো বিক্রিয়ার কৌশল বর্ণনা কর।
৫। অপসারণ বিক্রিয়া কি? অপসারণ বিক্রিয়ার E1 ক্রিয়াকৌশল ব্যাখ্যা কর।
৬। E1 ও E2 বিক্রিয়ার তুলনা কর।
৭। “বেনজালডিহাইড অ্যালডল ঘনীভবন বিক্রিয়া প্রদর্শন করে না” ব্যাখ্যা কর।
৮। CH3CHO যৌগটি ক্যানিজারো বিক্রিয়া দেয় না” ব্যাখ্যা কর।
৯। “ইথান্যাল অ্যালডল বিক্রিয়া দেয় কিন্তু মিথান্যাল তা দেয় না” ব্যাখ্যা কর।
১০। মার্কনিকভ নীতি কি? এ বিক্রিয়ার কৌশল বর্ণনা কর।
★কার্বোহাইড্রেটসমূহ★
১। কার্বোহাইড্রেটের শ্রেণিবিভাগ আলোচনা কর।
২। “গ্লুকোজ একটি বিজারক চিনি” ব্যাখ্যা কর।
৩। গ্লুকোজের চাক্রিক কাঠামো লিখ।
৪। ফ্রুক্টোজ থেকে গ্লুকোজ এবং গ্লুকোজ থেকে গ্লুকোজের রুপান্তর বর্ণনা কর।
৫। কার্বোহাইড্রেট কি? স্টার্চ ও সেলুলোজের পার্থক্য লিখ।
★অ্যামাইনো এসিডসমূহ★
১। অ্যামাইনো এসিডের দুটি প্রস্তুত প্রণালী লিখ।
২। আলফা-অ্যামাইনো এসিডের সংশ্লেষণের দুটি পদ্ধতি বর্ণনা কর।
৩। প্রোটিন ও নিউক্লিক এসিডের মধ্যে পার্থক্য লিখ।
৪। প্রোটিনের শ্রেণিবিভাগ আলোচনা কর।
৫। পেপটাইড বন্ধন কি? উদাহরণসহ ব্যাখ্যা কর।
★পলিমার রসায়ন★
১। থার্মোসেটিং ও থার্মোপ্লাস্টিক পলিমার কি? উদাহরণসহ ব্যাখ্যা কর।
২। ক্রস-সংযোগকৃত পলিমার কি? এদের ভৌত ধর্ম আলোচনা কর।
৩। পলিমারের শ্রেণিবিভাগ আলোচনা কর।
৪। দানাদার ও অদানাদার পলিমারের মধ্যে পার্থক্য




Exit mobile version