সরকারি এম এম কলেজ, যশোর।
৩য়বর্ষ নির্বাচনী পরীক্ষা -২০১৪
প্রানিবিদ্যা বিভাগ
কোর্স ঃ Systematics,Demography and FamilyPlanning
বিষয় কোড ঃ 3177
পূর্ণমান-৮০ সময় – ৪ ঘন্টা
ক – বিভাগ
যেকোন ১০টি প্রশ্নের উত্তর দাও – 10´1=10
১.ক) হরমোন কি ?
L)ÓHistoria Animalium” গ্রন্থের লেখক কে ?
গ) Systema Naturae গ্রন্থের দশম সংস্করণ কত সালে প্রকাশিত
হয় ?
ঘ) জাতিজনি কি ?
ঙ) Fertilization কি ?
চ) শ্রেণীবিন্যাসের আলফা পর্যায় কি ?
ছ) উপ-প্রজাতি কি ?
জ) ট্যাক্সনমিক কী কাকে বলে ?
ঝ) ফিটাস কি ?
ঞ) প্রজননশীলতা কি ?
ট) জনসংখ্যা বন্টন কি ?
ঠ) জন্মনিয়ন্ত্রণের দুটি স্থায়ী পদ্ধতির নাম লিখ?
খ-বিভাগ-২০
৫টি প্রশ্নের উত্তর দাও 5´ ৪=২০
২. Taxonomy ও SystematicsGi ৪টি পার্থক্য লিখ ।
৩. প্রজাতি প্রত্যয়ের প্রকারভেদ লিখ ।
৪. একপদী ও দ্বিপদী নামকরণ ২টি করে উদাহরণসহ লিখ ।
৫. জনবিজ্ঞান পাঠের প্রয়োজনীয়তা উলে¬খ কর।
৬. J-AvK„wZi পপুলেশন বর্ধণ প্রক্রিয়া বর্ণনা কর।
৭. অমরার ৪টি কাজ লিখ ।
৮. ভ্রূণ ও ফিটাসের মধ্যে ৪টি পার্থক্য লিখ।
৯. জন্ম নিয়ন্ত্রণ ও পরিবার পরিকল্পনার মধ্যে ৪টি পার্থক্য লিখ ।
গ-বিভাগ-৫০
যে কোন ৫টি প্রশ্নের উত্তর দাও ১০ ´ ৫=৫০
১০.ক) কাম্য জনসংখ্যা কি? ২
খ) সমালোচণাসহ কাম্য জনসংখ্যাতত্ত্ব আলোচনা কর। ৮
১১. Dichotomus Key এর গঠন পদ্ধতি বর্ণনা কর। ১০
১২. প্রাণী সংগ্রহ কি ? গবেষণা কাজে ব্যবহৃত প্রাণী সংগ্রহের পদ্ধতি
সমূহ আলোচনা কর । ১০
১৩. প্রাণীর আনতর্জাতিক নামকরনের নীতি সংক্ষেপে বর্ণনা কর। ১০
১৪. জনসংখ্যা বিস্ফোরণের কারনসমূহের বর্ণনা দাও। ১০
১৫.যৌন হরমোন কি? স্ত্রী যৌন হরমোনের নাম,উৎপত্তি ও কাজ লিখ। ১০
১৬. ক) পরিবার পরিকল্পনা বলতে কি বুঝ ? ২
খ) বাংলাদেশে পরিবার পরিকল্পনার প্রতিবন্ধকতাগুলি উলে¬খ কর। ৮
১৭. অস্থায়ী জন্ম নিয়ন্ত্রন পদ্ধতি কি ? অস্থায়ী জন্মনিয়ন্ত্রণের