Site icon প্রশ্ন ব্যাংক

২য়বর্ষ নির্বাচনী পরীক্ষা -২০১৩ ননমেজর প্রাণিবিদ্যা

NU Question Bank

সরকারি এম এম কলেজ,যশোর ।
২য়বর্ষ নির্বাচনী পরীক্ষা -২০১৩
বিষয়: ননমেজর প্রাণিবিদ্যা

পূর্ণমান-৮০ সময়: ৪ ঘন্টা

ক-বিভাগ
যেকোন ১০টি প্রশ্নের উত্তর দাও। 10×1=10
১.ক) Ascidia র লার্ভার নাম কি ?
খ) Branchiostoma র খাদ্য গ্রহণ পদ্ধতির নাম কি ?
গ) Chordata পর্বের উপপর্বগুলির নাম লিখ।

ঘ) Scoliodon এর করোটিকা ্লায়ু কত জোড়া ?
ঙ) কবুতরের প্রধান বায়ুথলি কয়টি ?
চ) পৃথিবীতে প্রাণিভূগোল অঞ্চল কয়টি ?
ছ) একটি জীবন্ত জীবাশ্মের নাম লিখ ।
জ) ধানের একটি পেষ্টের বৈজ্ঞানিক নাম লিখ ?
ঝ) হাঁসের ২টি জাতের নাম লিখ ?
ঞ) কোন গ্রন্থিকে মাষ্টার গ্রন্থি বলা হয় ?
ট) মোরগ মুরগীর ২টি রোগের নাম লিখ ?
ঠ) mgwš^Z চাষ বলিতে কি বুঝ ?

খ-বিভাগ
যেকোন ৫টি প্রশ্নের উত্তর দাও। 5×4 =২০
2.Urochordatar র বৈশিষ্ট্য লিখ।
৩. Ascidia র গলবিলের বর্ণনা দাও।
৪. Branchial basket এর বর্ণনা দাও।
৫. Lamprey ও Hagfish এর পার্থক্য লিখ।
৬. টেমপোরাল ফসা কি ? সরীসৃপের শ্রেণীবিন্যাসে এর গুরুত্ব লিখ।
৭. দৌড়বাজ ও উড়ুক্কু পাখির পার্থক্য লিখ।
৮. মালটিপল অ্যালীল কি ? বৈশিষ্ট্য লিখ।
৯. পাখির বৈশিষ্ট্য লিখ।

গ-বিভাগ
যেকোন ৫টি প্রশ্নের উত্তর দাও। 5×10 =৫০
১০. ফিল্টার ফিডিং বলতে কি বুঝ ? Branchiostoma র খাদ্য গ্রহন পদ্ধতির বর্ণনা দাও।
১১. মাছের পুচ্ছ পাখনার বর্ণনা দাও।
১২. ব্যাঙের ১০জোড়া করোটিকা ্লায়ুসমূহের বর্ণনা দাও।
১৩. জীবিত Reptilia দের উদাহরণসহ বর্গ পর্যন্ত শ্রেণীবিন্যাস কর।
১৪. পাখি একটি gwngvwš^Z সরীসৃপ-ব্যাখ্যা কর।
১৫. গিনিপিগের প্রধান প্রধান অন্তঃক্ষরা গ্রন্থির বর্ণনা দাও।
১৬. নিউট্রপিক্যাল অঞ্চলের সীমারেখা, উপাঞ্চল ও প্রানিক্থলের বর্ণনা দাও ।
১৭. পেষ্ট কাকে বলে ? ধান অথবা পাটের ৩টি পেষ্টের বৈজ্ঞানিক নাম ও যেকোন ১টি পেষ্টের জীবনচক্র লিখ।




Exit mobile version