Site icon প্রশ্ন ব্যাংক

২য়বর্ষ নির্বাচনী পরীক্ষা -২০১৩ Chordates

সরকারি এম এম কলেজ,যশোর ।
২য়বর্ষ নির্বাচনী পরীক্ষা -২০১৩
প্রাণিবিদ্যা বিভাগ
বিষয়: Chordates
পূর্ণমান-৮০ সময়: ৪ ঘন্টা

ক-বিভাগ
যেকোন ১০টি প্রশ্নের উত্তর দাও। 10×1=10
১.ক) Protochordata বলতে কি বুঝ ?
খ) Branchiostoma কে সাধারনভাবে কি নামে ডাকা হয় ?
গ) Asciadia ’র আহার পদ্ধতির নাম কি ?
ঘ) Petromyzon এর লার্ভা দশার নাম কি ?
ঙ) টিউনিক নামক আবরণীর প্রধান রাসায়নিক উপাদান কি ?

চ) জীবিত জীবাশ্ম বলতে কি বোঝ ?
ছ) ওয়েবেরিয়ান অসিকল গঠনকারী অস্থিখন্ড গুলো কি কি ?
জ) Scoliodon এর অন্ত্রে বিদ্যমান কপাটিকার নাম কি ?
ঝ) ব্যাঙের ত্বকীয় শ্বসন কখন ঘটে ?
ঞ) Hemidactylus এর করোটিকা স্নায়ু কয়জোড়া ?
ট) Columba এর দেহে বায়ুথলির সংখ্যা কত ?
ঠ) Cavia এর বহি:কঙ্কাল গুলি কি কি ?
খ-বিভাগ
যেকোন ৫টি প্রশ্নের উত্তর দাও। 5×4 =২০
২. Cephalochordata এর সনাক্তকারী বৈশিষ্ট্য উল্লেখ কর।
৩. Petromyzon কে ”জীবিত জীবাশ্ম” বলা হয় কেন ?
৪. সাইক্লয়েড ও প্লাকয়েড আঁইশের পার্থক্য লিখ ।
৫. Labeo এর সাঁতারু থলি বা পটকার বর্ণনা দাও।
৬. Bufo বা কুনোব্যাঙের একটি আদর্শ কশেরুকার গঠন বর্ণনা কর।
৭. Skates এবং Rays মাছের পার্থক্য উল্লেখ কর।
৮.ফুসফুসীয় মাছের বৈশিষ্ট্যগুলি উল্লেখ কর।
৯. Cavia এর দন্ত সংকেত লিখ ও ব্যাখ্যা কর।

গ-বিভাগ
যেকোন ৫টি প্রশ্নের উত্তর দাও। 5×10 =৫০
১০. ৩টি করে বৈশিষ্ট্য এবং ১টি করে উদাহরণসহ জীবিত সরীসৃপ শ্রেণীর বর্গ পর্যন্ত শ্রেণীবিন্যাস কর।১০
১১.ক) ‘vwZZ¡ বা m¤^ÜciZv বলতে কি বোঝ ?২
খ) Asciadia ’র ‘vwZZ বর্ণনা কর।৮
১২.ক) শ্বসনের সংগা দাও।২
খ) ) Scoliodon এর ফুলকা শ্বসন পদ্ধতির বর্ণনা দাও।৮
১৩. কুনেব্যাঙের জীবনচক্রের বর্ণনা দাও।১০
১৪.ক) Hemidactylus এর হৃদপিন্ডের গঠণ বর্ণনা কর।৫
খ) সরীসৃপ শ্রেণীর করোটির শ্রেণিবিভাগ কর। ৫
১৫.ক) পাখির অস্থির বৈশিষ্ট্যগুলি লিখ।২
খ) Columba এর একটি আদর্শ পালকের গঠণ বর্ণনা কর। ৮
১৬.ক) অন্ত:ক্ষরা ও বহি:ক্ষরা গ্রন্থি বলতে কি বোঝ ?
খ) Cavia এর ত্বক উদ্ভ্থত অঙ্গঁ সমূহের বর্ণনা দাও।৮
১৭.ক) একবর্তনী ও দ্বিবর্তনী সংবহন বলতে কি বোঝ ?
খ) Labeo ’র ধমনীতন্ত্রের বর্ণনা কর।




Exit mobile version