মাস্টার্স শেষ পর্ব (নিয়মিত) কোর্সে অনলাইনভর্তি

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজসমূহে ২০১৩-২০১৪ শিক্ষাবর্ষের মাস্টার্স শেষ পর্ব (নিয়মিত) কোর্সে অনলাইনভর্তি কার্যক্রম ২৮ ডিসেম্বর ২০১৫ তারিখ বিকাল ৪ টা থেকে শুরু হয়ে ০৯ জানুয়ারি ২০১৬ তারিখ রাত ১২টা পর্যন্ত চলবে।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিষয়ক ওয়েবসাইট থেকে আগ্রহী প্রার্থীদের উক্ত আবেদন ফরম পূরণ করে প্রাথমিক আবেদন ফি বাবদ ৩০০/- (তিনশত) টাকা সংশ্লিষ্ট কলেজে ১০ জানুয়ারি ২০১৬ তারিখের মধ্যে অবশ্যই জমা দিতে হবে৷এই ভর্তি কার্যক্রমে আবেদনকারী প্রার্থীদের কোন ভর্তি পরীক্ষা দিতে হবে না৷
আবেদনকারীদের স্নাতক (পাস) ও মাস্টার্স ১ম পর্ব (নিয়মিত)/ স্নাতক সম্মান পরীক্ষার ফলাফলের ভিত্তিতে প্রতিটি কলেজের জন্য আলাদাভাবে মেধা তালিকা প্রণয়ন করা হবে৷ আপনাদের সুবিধার্থে ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য নিচে তুলে দেওয়া হলোঃ
গুরুত্বপূর্ণ লিঙ্কসমূহঃ
*.ভর্তি সংক্রান্ত বিস্তারিত গাইডলাইন ডাউনলোড করতে এই লিঙ্কে ক্লিক করুন।http://app1.nu.edu.bd/notice/MS_PRELI_ADM_GUIDE_1314.pdf
*.ভর্তি সংক্রান্ত বিজ্ঞপ্তি! ডাউনলোড করতে এই লিঙ্কে ক্লিক করুন।http://app1.nu.edu.bd/noti…/MS_PRELI_ADM_CIRCULAR_111115.pdf
*.আবেদন ফরম পূরণ করতে এই লিঙ্কে ক্লিক করুন।http://app.nu.edu.bd/nu-web/msapplication/msApplicationForm
আবেদনের সাধারণ যোগ্যতা*.
জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে চার বছর মেয়াদীস্নাতক (সম্মান) পরীক্ষায় ন্যূনতম তৃতীয় শ্রেণীতে উত্তীর্ণ অথবা তিন বছর মেয়াদী স্নাতক (পাস) ও স্নাতকোত্তর প্রথম পর্ব (নিয়মিত) পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরাআবেদন করতে পারবে।
*.জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক (পাস)/সার্র্টিফিকেট কোর্সে প্রাইভেট পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীরা ভর্তির জন্য আবেদন করতে পারবে না।ভর্তি পদ্ধতি, নম্বর বন্টন ও ফলাফল
ক) প্রতিটি কলেজের জন্য আলাদাভাবে মেধা তালিকা তৈরী করে প্রার্থীদের মাস্টার্স শেষ পর্ব (নিয়মিত) কোর্স বরাদ্দ দেয়া হবে৷
খ) একই প্রতিষ্ঠান/কলেজে একই বিষয়ে দুই বা ততোধিক আবেদনকারীর মেধা স্কোর সমান হলে সেক্ষেত্রে এ সকল আবেদনকারীর স্নাতক (পাস) ও মাস্টার্স ১ম পর্ব (নিয়মিত)/ স্নাতক সম্মান পরীক্ষার প্রাপ্ত নম্বর এবং বয়সের নিম্নক্রম অনুসারে মেধাক্রম নির্ধারণ করা হবে৷
গ) ভর্তির ফলাফল পর্যায়ক্রমে প্রথম মেধা তালিকা, শূন্য আসন সাপেক্ষে দ্বিতীয় মেধা তালিকা, কোটা এবং রিলিজ স্লিপেরমাধ্যমে প্রকাশ করা হবে৷
ঘ) সংশিস্নষ্ট কলেজ User ID, Password ও OTP ব্যবহার করে ভর্তির বিষয়ওয়ারী ফলাফল দেখতে পারবে৷ শিক্ষার্থীরা ভর্তিসংশ্লিষ্ট ওয়েবসাইটেরএই লিঙ্কেএবং SMS (nu<space>atmf<space>roll no টাইপ করে 16222 নম্বরে send হবে) এর মাধ্যমে অথবা সংশ্লিষ্ট কলেজ থেকে ফলাফল জানতে পারবে৷আবেদনকারীর প্রাথমিক আবেদন ফরম পূরণ সম্পর্কিত করণীয়
ক) আবেদনকারীকেএই লিঙ্কেগিয়ে এ প্রদর্শিত তথ্য ছকে প্রার্থীর ̄ স্নাতক পর্যাযের পরীক্ষার রোল নম্বর, শিক্ষা বোর্ড ও পাসের সন সঠিকভাবে এন্ট্রি দিতে হবে। রোল নম্বর, বিশ্ববিদ্যালয়ের নাম, পাসের সন, ব্যক্তিগত মোবাইল নম্বর ও ই-মেইল নম্বর সঠিকভাবে এন্ট্রি দিতে হবে৷
খ) এ পর্যায়ে আবেদনকারী তার ভর্তি যোগ্য (Eligible) কোর্সের তালিকা দেখতে পাবে৷ আবেদনকারী তার পছন্দ অনুযায়ীবিভাগ ও জেলাওয়ারী যে কোন কলেজের নাম Selectকরলে সংশ্লিষ্ট কলেজে মাস্টার্স শেষ পর্ব (নিয়মিত) কোর্সের নাম ও আসনসংখ্যা দেখতে পাবে৷ এই তালিকা থেকে প্রার্থীকে সতর্কতার সংগে তার প্রার্থিত কোর্সের পছন্দ নির্ধারণ করতে হবে৷
গ) মুক্তিযোদ্ধার সন্তান/ আদিবাসি/ প্রতিবন্ধী/পোষ্য (Ward) কোটায় ভর্তি হতে ইচ্ছুক শিক্ষার্থীকে তথ্য ছকের নির্দিষ্ট স্থানে তারজন্য প্রযোজ্য কোটা Select করতে হবে৷ কোটায় আবেদনের ক্ষেত্রে যথাযথ কর্তৃপক্ষের ইস্যুকৃত মূল সনদপত্র থাকতেহবে৷ একজন প্রার্থীর এক বা একাধিক কোটায় যোগ্য হলে কোটার পছন্দক্রম নির্ধারণ করে দিতে হবে৷
ঘ) ফরম পূরণের সময় আবেদনকারীর পাসপোর্ট আকারে সম্প্রতি তোলা রঙ্গিন ছবি Scan করে আপলোড করতে হবে৷ ছবিরমাপ হবে ১২০ x১৫০ pixels, Image Type: jpg এবং maximum file size:50Kb
.ঙ) সঠিক তথ্য ও ছবিসহ ছক পূরণ করে Submit Application অপশনে ক্লিক করতে হবে৷ এ পর্যায়ে আবেদনকারীররোল নম্বর ও পিন কোড প্রদর্শিত হবে এবং আবেদনকারীকে ফরমটি ডাউনলোড করে [A4(8.5”×11”) অফসেট সাদাকাগজে ] প্রিন্ট নিতে হবে৷
চ) আবেদন ফরম সংশ্লিষ্ট কলেজে জমাদানের পূর্বে কোন প্রার্থী তার প্রাথমিক আবেদন ফরমটি বাতিল/ত্রুটিপূর্ণ ছবি পরিবর্তনকরতে ইচ্ছুক হলে তাকেএই http://app.nu.edu.bd/nu-…/msapplicant/applicantLogin.action… লিঙ্কে গিয়ে আবেদন ফরমের রোল নম্বর ও পিন কোড এন্ট্রি দিতে হবে৷ এ পর্যায়ে আবেদনকারীকে Form Cancel/Photo Change Option এ গিয়ে Click to Generate the OTP অপশনটি ক্লিক করতে হবে৷ এ সময়ে প্রার্থী তার আবেদন ফরমে উল্লিখিত ব্যক্তিগত মোবাইল নম্বরে SMS এর মাধ্যমে One Time Password (OTP) পাবে৷ এই O TPএন্ট্রি দিয়েশিক্ষার্থী তার আবেদন ফরমটি বাতিলপূর্বক নতুন করে আবেদন ফরম পূরণ ও ছবি আপলোড করতে পারবে৷
ছ) এই আবেদন ফরমের সংগে প্রার্থীর স্নাতক পর্যায়ের শিক্ষাগত যোগ্যতার সত্যায়িত নম্বরপত্র, রেজিস্ট্রেশন কার্ডের সত্যায়িতকপি ও Onlineএ ভর্তির প্রাথমিক আবেদন ফি বাবদ ৩০০/- (তিনশত) টাকা সংশ্লিষ্ট প্রতিষ্ঠান/কলেজে নির্ধারিত সময়েরমধ্যে জমা দিতে হবে৷প্রাথমিকআবেদন ফরমটির দ্বিতীয় অংশ সংশ্লিষ্ট কলেজ অধ্যক্ষ/দায়িত্বপ্রাপ্ত শিক্ষকের স্বাক্ষর ও সীলসহ শিক্ষার্থীকে ফেরত দেয়া হবে। সংশ্লিষ্ট কলেজ যে সকল প্রাথমিক আবেদনফরম online-এ নিশ্চয়ন করবে সে সকল প্রার্থী তাদের মোবাইল নম্বরে SMS এর মাধ্যমে তা জানতে পারবে।




About ইমরান

ইমরান হোসেন। প্রশ্ন ব্যাংক এর এডমিন, প্রতিযোগীতার এই যুগে পড়াশুনা হয়ে উঠুক অনলাইন ভিত্তিক। আপনাদের দোয়া ও সহয়োগীতা একান্ত কাম্য।

Check Also

National University College Name & Code

College Code: 539, A. B. C. D. COLLEGE, JESSORE – 539 College Code: 6477, A. …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook